বাংলা নিউজ > ময়দান > ঋদ্ধির উপর অবিচার হল, বাংলার প্লেয়ারদের সঙ্গে এটাই হয়ে আসছে, বিস্ফোরক ভারতের প্রাক্তন নির্বাচকরা

ঋদ্ধির উপর অবিচার হল, বাংলার প্লেয়ারদের সঙ্গে এটাই হয়ে আসছে, বিস্ফোরক ভারতের প্রাক্তন নির্বাচকরা

ঋদ্ধিমান সাহা।

ভারতীয় দলে তারুণ্যকে গুরুত্ব দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন বয়সের জন্য বাদ দেওয়া হয়, তখন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট বলেছিলেন, বয়স নয়, পারফরম্যান্স দেখা উচিত। রঞ্জি খেলে পারফরম্যান্স দিয়েই ফের ভারতীয় দলে সৌরভ জায়গাও করে নিয়েছিলেন।

বাংলার বহু প্রতিভাই অকালে ঝরে গিয়েছে। ভারতীয় দরজায় সজোরে ধাক্কা মারার পরেও, জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাননি বাংলার বহু ক্রিকেটার। বা পেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জাতীয় দলের খেলার শেষটাও তো খুব খারাপ হয়েছিল। বয়সের দোহাই দিয়ে তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। অথচ প্রায় একই বয়সী হয়ে সচিন তেন্ডুলকর ২০১১ বিশ্বকাপ খেলেছেন।

ঋদ্ধির ঘটনার পর এ বার এই নিয়ে সরব হলেন ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রণব রায় এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়। প্রণব রায় তো পরিষ্কার বলে দিয়েছেন, ‘ঋদ্ধির সঙ্গে চূড়ান্ত অবিচার হল। বাংলার ক্রিকেটারদের সঙ্গে এটাই হয়ে আসছে বরাবর। পঙ্কজ রায় আমার বাবা বলে বলছি না, ওঁর সময়েও একই ঘটনা ঘটেছিল। পাঁচটি সেঞ্চুরি করার পরেও দলে জায়গা পাননি তিনি। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হল। তিনি বলেছিলেন, এমন কেন করা হল পঙ্কজ রায়ের সঙ্গে? সুটে বন্দ্যোপাধ্যায়কেও তো অবিচারের শিকার হতে হয়েছিল। ঋদ্ধির ঘটনাটায় তাই আমি অবাক হইনি। যখনই ওকে দ্বিতীয় কিপার করে দেওয়া হল, পন্তের থেকে ভালো কিপার হয়েও প্রথম একাদশের বাইরে ছিটকে গেল, তখনই আমি বুঝেছিলাম ওর উপর এ বার কোপ পড়তে চলেছে। আর ঘটলও সেটা।’

পুরো ঘটনায় বিস্মিত সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি আবার বলেছেন, ‘ঘটনাটা কী, সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তো এক্তিয়ারই নেই কোনও প্লেয়ারকে সরাসরি কিছু বলার, বা কাকে রাখা হবে, বা হবে না, সেই নিয়ে মন্তব্য করার। এই কাজটা নির্বাচকদের। টিম ম্যানেজমেন্টের নয়।’

প্রণব রায় আবার বলেছেন, ‘দিনের পর দিন যে ভাবে বাংলার ক্রিকেটারদের সঙ্গে অবিচার হচ্ছে, তাঁর বিরুদ্ধে বড় আন্দোলন করা উচিত। জনমত তৈরি করা উচিত। প্রয়োজন পড়লে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যেতে হবে। বাইরে প্লেয়ারদের ক্ষেত্রে এটা হয় না। শুধু বাংলার ক্রিকেটারদের ক্ষেত্রেই ঘটে। এখন না প্রতিবাদ করলে, এটা বাংলার ক্রিকেটারদের সঙ্গে চলতেই থাকবে।’

ভারতীয় দলে তারুণ্যকে গুরুত্ব দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন বয়সের জন্য বাদ দেওয়া হয়, তখন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট বলেছিলেন, বয়স নয়, পারফরম্যান্স দেখা উচিত। রঞ্জি খেলে পারফরম্যান্স দিয়েই ফের ভারতীয় দলে সৌরভ জায়গাও করে নিয়েছিলেন। তা হলে সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময়ে, বয়সের দোহাই দিয়ে ঋদ্ধির সঙ্গে যে অবিচারটা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে কী রুখে দাঁড়াবেন বাংলার মহারাজ? বাংলার ক্রিকেট মহল কিন্তু এ বার তাকিয়ে সৌরভের দিকেই। বিসিসিাই প্রেসিডেন্টের কি উচিত নয়, ঋদ্ধির প্রতি অবিচারের প্রতিবাদ করা?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.