বাংলা নিউজ > ময়দান > French Open: অধরাই থেকে গেল স্বপ্ন, সেমিতে হেরে বিদায় বোপান্না-মিডেলকুপের

French Open: অধরাই থেকে গেল স্বপ্ন, সেমিতে হেরে বিদায় বোপান্না-মিডেলকুপের

সেমিফাইনাল ম্যাচে বোপান্না-মিডেলকুপ। ছবি- টুইটার।

তিন সেটের লড়াইয়ে পরাজিত হন বোপান্নারা।

ফরাসি ওপেনের মেনস ডাবলসে প্রথমবার সেমিফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। আশা ছিল নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম খেতাবের। তবে সেই আশা অধরাই থেকে গেল। জিয়েন-জুলিয়েন রজার ও মার্সেলো আরোভালোর বিরুদ্ধে হেরে গেলেন রোহন বোপান্না-মাটওয়ে মিডেলকুপ।

১২ নম্বর বাছাইদের বিরুদ্ধে দুই ঘণ্টা আট মিনিটের ম্যাচে তিন সেটের একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন বোপন্নারা। তবে ৬-৪, ৩-৬, ৬-৭ (৮) ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বর্ষীয়ান ভারতীয় টেনিস তারকা। সেইসঙ্গে রোলাঁ গারোয় এবারের মতো শেষ হয়ে গেল ভারতীয়দের সব আশাও।

বন্ধ করুন