বাংলা নিউজ > ময়দান > ফিরে দেখা ২০২১: মিলখা সিং থেকে যশপাল শর্মা, হৃদয়বিদারক বছরে যে সব কিংবদন্তিদের হারিয়েছে ভারতীয় ক্রীড়ামহল

ফিরে দেখা ২০২১: মিলখা সিং থেকে যশপাল শর্মা, হৃদয়বিদারক বছরে যে সব কিংবদন্তিদের হারিয়েছে ভারতীয় ক্রীড়ামহল

২০২১ সাল ভারতীয় ক্রীড়ামহলের জন্য সত্যিই হৃদয়বিদারক। সারা বছরজুড়ে খেলার জগতের বহু কিংবদন্তি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। মিলখা সিং থেকে যশপাল শর্মা, নামবিয়ার থেকে নাটেকর, তালিকাটা দীর্ঘ।

অন্য গ্যালারিগুলি