২০২১ সাল ভারতীয় ক্রীড়ামহলের জন্য সত্যিই হৃদয়বিদারক। সারা বছরজুড়ে খেলার জগতের বহু কিংবদন্তি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। মিলখা সিং থেকে যশপাল শর্মা, নামবিয়ার থেকে নাটেকর, তালিকাটা দীর্ঘ।
1/13মিলখা সিং: গত ১৮ জুন ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনাবসান হয়। করোনা আক্রন্ত হওয়া মিলখা সিংকে চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
2/13নভি কাপাডিয়া: ১৮ নভেম্বর প্রয়াত হন প্রখ্যাত ধারাভাষ্যকার নভি কাপাডিয়া। যিনি ভারতীয় ফুটবলের এনসাইক্লোপিডিয়া হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে স্নায়ুর বিরল রোগে ভুগছিলেন ভারতীয় ফুটবলের 'কণ্ঠস্বর'। যে রোগে আক্রান্ত হলে মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ু ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে থাকে। মাসখানেক ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
3/13ও এম নামবিয়ার: ১৯ অগস্ট কিংবদন্তি অ্যাথলেটিক্স কোচ ও এম নামবিয়ার প্রয়াত হন। পিটি ঊষাকে আন্তর্জাতিক মানের স্প্রিন্টারে পরিণত করার পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
4/13নন্দু নাটেকর: ২৮ জুলাই পরলোক গমন করেন কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর। পুণেতে নিজের বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা যান নাটেকর। গোটা কেরিয়ারে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তাঁর দখলে ছিল মোট ১০০টি খেতাব জয়ের নজির।
5/13ডিঙ্কো সিং: ১০ জুন প্রয়াত হন ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনজয়ী বক্সার এন ডিঙ্কো সিং। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মণিপুরের সেকটা গ্রামে নিজের বাড়িতেই মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন ভারতের অন্যতম সফল বক্সার।
6/13যশপাল শর্মা: ১৩ জুলাই প্রয়াত হন প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ যশপাল শর্মা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
7/13সৈয়দ শাহিদ হাকিম: ২২ অগস্ট প্রয়াত হন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার তথা প্রাক্তন জাতীয় কোচ সৈয়দ শাহিদ হাকিম। কর্ণাটকের গুলবার্গার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন তারকা। ভারতীয় ফুটবলমহলের প্রিয় ‘হাকিম সাব’-এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
8/13বাসু পরঞ্জপে: ৩০ অগস্ট কিংবদন্তি কোচ তথা মেন্টর বাসু পরঞ্জপের জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সুনীল গাভাসকরকে সানি ডাকনামে অভিহিত করেছিলেন পরঞ্জপেই।
9/13ও চন্দ্রশেখর: ২৪ অগস্ট প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা অলিম্পিয়ান ও চন্দ্রশেখর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬২ সালে এশিয়াডে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কোচিতে নিজ বাসভবনে ৮৫ বছর বয়সে প্রয়াত হন তিনি।
10/13কেশব চন্দ্র দত্ত: ৭ জুলাই প্রয়াত হন দু’বার অলিম্পিক্সে সোনাজয়ী কেশব চন্দ্র দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর। ১৯৪৮ ও ১৯৫২ সালে অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
11/13রবিন্দর পাল সিং: ৮ মে প্রয়াত হন মস্কো অলিম্পিক্সে সোনাজয়ী হকি তারকা রবিন্দর পাল সিং। লখনউয়ের একটি হাসপাতালে বেলা সাড়ে ১১টা নাগাদ প্রয়াত হন রবিন্দর। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
12/13এমকে কৌশিক: ৮ মে ভারতীয় হকির জন্য হৃদয় বিদারক দিন। ১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় দলের দুই সতীর্থ রবিন্দর পাল সিং ও এমকে কৌশক প্রয়াত হন একই দিনে। করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই তারকাই। ৬৬ বছর বয়সী কৌশিক ফুসফুসের সমস্যায় ভেল্টিলেশনে ছিলেন। পরবর্তী সময় করোনা নেগেটিভ রিপোর্ট এলেও অক্সিজেন গ্রহণের মাত্রা কমে যাওয়ায় জীবনের লড়াই দীর্ঘায়িত করতে পারেননি তিনি।
13/13ফরচুনাতো ফ্র্যাঙ্কো: ১০ মে ৮৪ বছর বয়সে মারা যান সত্তরের দশকের ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা ফরচুনাতো ফ্র্যাঙ্কো।