শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় রাতে প্রিমিয়র লিগের ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য অপেক্ষা করতে হল চেলসিকে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জয় পেতে চেলসিকে অপেক্ষা করতে হল ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। ৮৯ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন হাকিম জিয়েখ।
এদিন একটা সময় ম্যাচে চেলসির পয়েন্টা হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন টমাস টুচেলের ছেলেরা। সম্প্রতি ক্লাব ফুটবল কাপে জয় পেয়েছে চেলসি। তারপরে এটাই তাদের প্রথম ম্যাচ ছিল। যেখানে রীতিমতো লড়াই করে জিততে হল তাদের। মরক্কোর উইঙ্গার জি আশ এদিন ম্যাচে দূরের পোস্টে ঘোরাঘুরি করছিলেন। সেইসময়তে মার্কাস আলোন্সোর ক্রস থেকে দুরন্ত ভলিতে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন হাকিম।
এই জয়ের ফলে আপাতত লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকল চেলসি। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট এই মুহূর্তে ৫০। যার মধ্যে রয়েছে ১৪ টি ম্যাচে জয় এবং ৮ টি ম্যাচে হার। অপরদিকে সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৩ নম্বরে থাকল ক্রিস্টাল প্যালেস।