বাংলা নিউজ > ময়দান > পন্তের মতো অস্ত্রকে নষ্ট কেন? দ্রাবিড়-রোহিতদের সিদ্ধান্তে হতবাক কুম্বলে-মুডি

পন্তের মতো অস্ত্রকে নষ্ট কেন? দ্রাবিড়-রোহিতদের সিদ্ধান্তে হতবাক কুম্বলে-মুডি

পন্তের মতো অস্ত্রকে নষ্ট কেন? হতবাক কুম্বলে-মুডি (ANI)

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল কুম্বলে জানিয়েছেন 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কী ধরনের ক্রিকেট আমি খেলব সেটা আগে ঠিক করা। তারপর সেই অনুযায়ী আমার ক্রিকেটারদের নির্বাচন করা।

শুভব্রত মুখার্জি: ঋষভ পন্তকে চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই সঠিক ভাবে ব্যবহার করেনি ভারতীয় দল। এমনটাই মতামত অনিল কুম্বলে, টম মুডির মতন প্রাক্তন ক্রিকেটারদের। তাঁদের সরাসরি প্রশ্ন ঋষভ পন্তের মতন এমন একটি 'রসদকে' কেউ এইভাবে নষ্ট করে? ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল কুম্বলে জানিয়েছেন 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কী ধরনের ক্রিকেট আমি খেলব সেটা আগে ঠিক করা। তারপর সেই অনুযায়ী আমার ক্রিকেটারদের নির্বাচন করা। যখন তুমি খেলবে তখন তোমাকে যে রোলটা নির্দিষ্ট করে দেওয়া হবে সেই অনুযায়ী তুমি খেলছ কিনা সেটা গুরুত্বপূর্ণ। ব্যাপারটা শুধু এমন নয় যে তুমি ভারতের হয়ে একরকম রোলে খেলছ। ফ্রাঞ্চাইজি বা ঘরোয়া ক্রিকেটে একরকম রোলে খেলছ। সেটা একেবারেই ঠিক নয়। উদাহরণ হিসেবে বলতে পারেন পন্ত আজ (সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে) ছয় নম্বরে ব্যাট করেছে। ১৯তম ওভারে খেলতে এসেছে। ঘরোয়া ক্রিকেটেও তো এটা করে না। তো এইভাবে তোমার 'রসদ'কে নষ্ট করার কোনও যুক্তি নেই।'

তিনি আরও যোগ করেন 'তাই আমি মনে করি প্রত্যেকের রোলটা আগে থেকে স্পষ্ট করাটা জরুরি। একটা ভালো দল ভবিষ্যতে গড়তে গেলে এটা তোমাকে করতেই হবে। আগে থেকে রোলটা সবার কাছে বুঝিয়ে না দিলে তুমি সেরা ক্রিকেটারদের সরাসরি বিশ্বকাপে এনে এটা করতে পারবে না।'

কুম্বলের কথার প্রসঙ্গ টেনেই প্রাক্তন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা টম মুডি জানান '১৯তম ওভারে পন্তের আসাটা নিয়ে এটাই বলব একটা বড় স্কোর খাঁড়া করার ক্ষেত্রে এটাই সেদিন ভারতের সবথেকে বড় ভুল ছিল। কীকরে ওইরকম একজন 'রসদ'কে তুমি ফেলে রাখতে পার? যদি ও ১৯ ওভারে আসে তাহলে আমাকে ধরে নিতে হবে দল এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তাঁরা ১৮০-১৯০ তে পৌঁছবে। গোটা ইনিংস জুড়ে যে ব্যাটিংটা দেখেছি বলব ওর (পন্তের) মতন 'রসদের' ৭০% সেদিন নষ্ট করা হয়েছে। আমি ভারতের ওই ইনিংসটা নিয়ে বলব ৬০-৭০% ওই ইনিংসটা আধুনিক যুগে যেভাবে ক্রিকেট খেলা হয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।'

উল্লেখ্য টি-২০ বিশ্বকাপে ভারত তাঁদের এক নম্বর কিপার ব্যাটার হিসেবে দীনেশ কার্তিককেই সামনে রেখেছিল। সেই কারণে প্রথম দিকের ম্যাচে ঋষভ পন্তকে খেলানো পর্যন্ত হয়নি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলানো হয় পন্তকে। তখনই বিশেষজ্ঞদের তরফে প্রশ্ন তোলা হয়েছিল তাহলে কার্তিক যদি এক নম্বর কিপার ব্যাটার হয় তাহলে সেমিফাইনালে কেন খেলানো হচ্ছে পন্তকে? যার জবাবে অধিনায়ক রোহিত জানিয়েছিলেন অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। তার উপর ইংল্যান্ড দলে রয়েছেন দুই লেগ স্পিনার। আর সেই কারণেই পন্তকে সেমিফাইনালে খেলানো হয়।

বন্ধ করুন