ফের পাকিস্তানের বোলারের দিকে বল ছোড়ার অভিযোগ। কাঠগড়ায় উঠলেন মহম্মদ হাসনাইন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগ করা হল। এ বার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আঙুল তুলেছেন হাসনাইনের দিকে। এবার সেই বিষয়েই এগিয়ে এলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের বিরুদ্ধে গলা তুললেন পাকিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার শোয়েব আখতার। মহম্মদ হাসনাইনকে চাকিংয়ের অভিযোগে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন আখতার। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস বর্তমানে ইংল্যান্ডে চলতি দ্য হান্ড্রেড লিগে খেলছেন।
সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে গিয়ে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলা পাকিস্তানি বোলার মহম্মদ হাসনাইনের শর্ট বলে মার্কাস স্টোইনিসের ক্যাচ আউট হন। তবে আউট হওয়ার পর স্টোইনিস খুশি ছিলেন না। মার্কাস স্টোইনিস প্যাভিলিয়নে ফেরার সময় মহম্মদ হাসনাইনের অনুকরণ করেন। এদিকে হাসনাইনের বোলিং-এর অনুকরণ করতেও দেখে ট্রোল হয়েছেন স্টোইনিস।
আরও পড়ুন… কেন রেগে যেতেন কোচ রবি শাস্ত্রী? গোপন কথা ফাঁস করলেন দীনেশ কার্তিক
শোয়েব আখতার এই ঘটনা এবং মার্কাস স্টোইনিসের এই আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি আইসিসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। শোয়েব আখতার আরও বলেন,কোনও খেলোয়াড়কে এ ধরনের কাজ করতে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন,‘স্টোইনিস লজ্জাজনক কাজ করেছে। ওর এত সাহস কী করে হল?আইসিসিও এই ঘটনা নিয়ে চুপ করে আছে।’
শোয়েব আখতার টুইট করে আরও লিখেছেন, ‘মার্কাস স্টোইনিস দ্য হান্ড্রেডের সময় মহম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে লজ্জাজনক অঙ্গভঙ্গি করেছেন। এটা করার তোমার সাহস হল কী ভাবে?অবশ্য আইসিসি এ বিষয়ে কিছু বলবে না। কেউ যদি ইতিমধ্যেই (বোলিং অ্যাকশনের বিষয়ে) ক্লিয়ার হয়ে থাকে তবে কোনও খেলোয়াড়কে এমন কাজ করার অনুমতি দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন… KKR's New Coach Chandrakant Pandit: হালে বাংলার হৃদয় ভেঙেছেন, এবার KKR-র দায়িত্ব নিলেন রঞ্জিজয়ী কোচ
তবে,দ্য হান্ড্রেডের এই ম্যাচে মহম্মদ হাসনাইনের অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মার্কাস স্টোইনিসকে আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়া হবে না। গত জানুয়ারিতে বল ছোড়ার অভিযোগ উঠেছিল হাসনাইনের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একাধিক ক্রিকেটার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহপ্রকাশ করেছিলেন। পরীক্ষার পর দেখা যায়,হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ নয়। বল করার সময় তাঁর হাত কনুই থেকে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। নির্বাসন হয় হাসনাইনের। পরে বোলিং অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরেছেন। পাঁচমাস পর তার অ্যাকশন অনুমোদিত হয় এবং তিনি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।