দীর্ঘ সাত বছর পর ফের আই লিগের মূলপর্বে মহামেডান স্পোর্টিং। আই লিগ কোয়ালিফায়ার বা দ্বিতীয় ডিভিশন আই লিগে ভবানীপুর ক্লাবকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বের ছাড়পত্র পেয়ে গেল সাদা-কালো ব্রিগেড।
মহামেডান শেষবার আই লিগ খেলেছিল ২০১৩ সালে। এবার ক্লাবের প্রশাসনির ক্ষমতায় ওয়াসিম-দীপেন্দু জুটির ম্যাজিকই ব্ল্যাক প্যান্থারদের আই লিগের টিকিট এনে দেয়। দায়িত্ব নিয়েই দীপেন্দুদের নজর ছিল ভালো দল গড়ে আই লিগের আঙিনায় ফিরে আসা। সেই লক্ষ্যে তাঁরা সফল হলেন বলা যায়।
ভবানীপুরের বিরুদ্ধে মহামেডানের হয়ে দুই অর্ধে দু'টি করে গোল করেন যথাক্রমে ভানলালবিয়া ছাঙ্গতে ও গনি আহমেদ নিগম।
এই জয়ের সুবাদে মহামেডান তিন ম্যাচের সবগুলিতে জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করে। ভবানীপুরের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দু'দলের একটি করে ম্যাচ বাকি রয়েছে। মহামেডান হারলে এবং ভবনীপুর শেষ ম্যাচে জিতলে উভয় দলের পয়েন্ট সংখ্যা সমান হতে পারে। তবে মুখোমুখি সাক্ষাতে ভবানীপুর হেরে বসায় মহামেডানের মূলপর্বে যাওয়া আককাবে না। সুতরাং সাদা-কালো ব্রিগেড এক ম্যাচ বাকি থাকতেই বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল বলা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।