বাংলা নিউজ > ময়দান > মানকাডিং নিয়ে প্রশ্ন করতেই সপাটে ব্যাট চালালেন হরমনপ্রীত, ব্রিটিশ প্রেজেন্টারকে দিলেন মোক্ষম জবাব: ভিডিয়ো

মানকাডিং নিয়ে প্রশ্ন করতেই সপাটে ব্যাট চালালেন হরমনপ্রীত, ব্রিটিশ প্রেজেন্টারকে দিলেন মোক্ষম জবাব: ভিডিয়ো

দীপ্তিকে পূর্ণ সমর্থন করলেন হরমনপ্রীত। ছবি- টুইটার। 

‘নিয়মের বাইরে কিছু করেনি’, ক্যাপ্টেন হিসেবে দীপ্তিকে পূর্ণ সমর্থন করলেন হরমনপ্রীত কউর। 

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে মানকাডিং, বিষয়টা নিয়ে হইচই হবে এটাই স্বাভাবিক। তবে আইসিসির নিয়ম মেনেই যে নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করেন দীপ্তি শর্মা, এবিষয়ে সংশয় নেই কারও মনে।

ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর প্রস্তুত হয়েই ছিলেন। জানতেন যে, পুরস্কার বিতরণী মঞ্চে তাঁকে অবধারিতভাবে মানকাডিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। তেমন পরিস্থিতি আসতেই সপাটে ব্যাট চালালেন কউর। ব্রিটিশ প্রেজেন্টারকে দিলেন মোক্ষম জবাব।

শেষ উইকেট, অর্থাৎ চার্লি ডিনকে দীপ্তি শর্মার নন-স্ট্রাইকার প্রান্তের রান-আউট (মানকাডিং) নিয়ে প্রশ্ন করতেই হরমনপ্রীত বলেন, ‘আমি ভেবেছিলাম আপনি প্রথম ৯টি উইকেট নিয়ে জানতে চাইবেন, যেগুলি তুলে নেওয়া মোটেও সহজ ছিল না।’

আরও পড়ুন: Jhulan Goswami Retirement: বিদায় বেলায় সব থেকে বেশি উইকেট নেওয়া ঝুলনের এক ডজন নজির ও বর্ণোজ্জ্বল কেরিয়ারে চোখ রাখুন

পরক্ষণেই হরমনপ্রীত বলনে, ‘এটা খেলার অঙ্গ। আমরা নতুন কিছু করিনি। আইসিসির নিয়মে রয়েছে। আপনি সবসময় সেই সুযোগটা নিতে চাইবেন। যেটা আমি মনে করি যে, এটা আপনার (বোলারের) সচেতনতার প্রমান দেয়। ব্যাটার কী করছেন, সেদিকে আপনার নজর রয়েছে। ক্যাপ্টেন হিসেবে আমি আমার ক্রিকেটারদের সমর্থন করব। আমি মনে করি না যে ও (দীপ্তি) এমন কিছু করেছে যেটা আইসিসির নিয়মে নেই। দিনের শেষে জয়টা জয়ই হয়। আপনার সেটাকে উপভোগ করা দরকার।’

উল্লেখ্য, লর্ডসে ইংল্যান্ড ইনিংসের ৪৪তম ওভারে নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করেন দীপ্তি শর্মা। ওভারের চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেন দীপ্তি। তবে ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যান নন-স্ট্রাইকার ব্যাটার ডিন। বিষয়টি নজর এড়ায়নি বোলার দীপ্তির। তিনি স্টাম্পে বল লাগিয়ে বেল ফেলে দেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে চার্লিকে আউট ঘোষণা করেন।

আরও পড়ুন:- Deepti Sharma Mankading: লর্ডসে মানকাডিংয়ের সাহস বাংলার দীপ্তির! ঝুলনের শেষ ম্যাচে লজ্জাজনক, বলছেন নাসের

চার্লি ব্যক্তিগত ৪৭ রানে আউট হওয়া মাত্রই ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৫৩ রানে। ভারতের ১৬৯ রানের ইনিংস থেকে ১৬ রান দূরে দাঁড়িয়ে যেতে হয় ব্রিটিশদের। লর্ডসে শুধু সিরিজের তৃতীয় ম্যাচে হারতে হয় ইংল্যান্ডকে এমনটাই নয়, বরং তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় তাদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন