বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > BAN vs PNG: পাপুয়া নিউ গিনিকে বিধ্বস্ত করে সুপার টুয়েলভের পথে শাকিবরা
শাকিব আল হাসান। ছবি- আইসিসি।

BAN vs PNG: পাপুয়া নিউ গিনিকে বিধ্বস্ত করে সুপার টুয়েলভের পথে শাকিবরা

কোন পথে পরের রাউন্ডে বাংলাদেশ, দেখে নিন হিসাব।
  • ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ফের ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাকিব।
  • স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হলেও ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে পরের ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে শাকিব আল হাসানরা পাপুয়া নিউ গিনিকে বিধ্বস্ত করে।

    21 Oct 2021, 07:21:52 PM IST

    ম্যাচের সেরা শাকিব

    ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন শাকিব। বল হাতে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। স্বাভাবিকভাবেই ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

    21 Oct 2021, 07:15:13 PM IST

    সুপার টুয়েলভের পথে বাংলাদেশ

    পিএনজির বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের সুবাদে সুপার টুয়েলভের পথে পা বাড়িয়ে রাখেন শাকিবরা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের নেট রান-রেট দাঁড়ায় +১.৭৩৩। আপাতত গ্রুপে এক নম্বরে রয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ড বড় ব্যবধানে জিতলে তারা বাংলাদেশকে দ্বিতীয় স্থানে ঠেলে দিতে পারে। সেক্ষেত্রে ওমান ছিটকে যাবে। ওমান যদি ৭৯ রান বা তারও বেশি ব্যবধানে জেতে, তবে তারা গ্রুপে এক নম্বরে উঠে আসবে। বাংলাদেশ সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকবে। ওমান যদি ৭৯ রানের কম ব্যবধানে জেতে, তবে তারা দ্বিতীয় স্থানে থাকবে। বাংলাদেশ শীর্ষে থেকে সুপার টুয়েলভে চলে যাবে। সুতরাং, হিসাবটা সহজ, বাংলাদেশ সুপার টুয়েলভে যাচ্ছেই। স্কটল্যান্ড বনাম ওমান ম্যাচে যে দল জিতবে, তারা বাংলাদেশের সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নেবে। 

    21 Oct 2021, 07:06:18 PM IST

    ৮৪ রানে জয় বাংলাদেশের

    বাংলাদেশের ৭ উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ৯৭ রানে আল-আউট হয়ে যায়। ৮৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

    21 Oct 2021, 06:58:53 PM IST

    রাভুকে ফিরিয়ে পিএনজি ইনিংসে দাঁড়ি টেনে দেন তাস্কিন

    ১৯.৩ ওভারে রাভুকে ফিরিয়ে পিএনজি ইনিংসে দাঁড়ি টেনে দেন তাস্কিন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে নুরুলের দস্তানায় ধরা পড়েন রাভু। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন দোরিগা।

    21 Oct 2021, 06:51:03 PM IST

    রান-আউট মোরেয়া

    ১৭.৪ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন মোরেয়া। ৬ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। পিএনজি ৮০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান রাভু। ১৮ ওভার শেষে পাপুয়া নিউ গিনির স্কোর ৮২/৯।

    21 Oct 2021, 06:35:06 PM IST

    সপারকে বোল্ড করলেন সইফুদ্দিন

    ১৪.৫ ওভারে সপারকে বোল্ড করলেন সইফুদ্দিন। ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১১ রান করে মাঠ ছাড়েন সপার। পিএনজি ৫৪ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোরেয়া।

    21 Oct 2021, 06:20:09 PM IST

    হিরিকে ফেরালেন শাকিব

    ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন শাকিব। ১০.৩ ওভারে তিনি ফফিরিয়ে দেন হিরিকে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন শাকিব। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৮ রান করে নুরুলের দস্তানায় ধরা পড়েন হিরি। পিএনজি ২৯ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সপার। ১১ ওভার শেষে পাপুয়া নিউ গিনির স্কোর ৩০/৭।

    21 Oct 2021, 06:14:53 PM IST

    ভানুয়া ফিরলেন মেহেদির বলে

    ৯.২ ওভারে ভানুয়াকে ফেরালেন মেহেদি হাসান। ২ বলে কোনও রান না করে মুশফিকুরের হাতে ধরা পড়েন তিনি। পিএনজি ২৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দোরিগা।

    21 Oct 2021, 06:11:42 PM IST

    শাকিবের তৃতীয় শিকার বাউ

    ৮.৫ ওভারে শাকিবের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন বাউ। ২১ বলে ৭ রান করে নঈমের হাতে ধরা পড়েন তিনি। পিএনজি ২৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভানুয়া।

    21 Oct 2021, 06:02:50 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পিএনজি ১৭/৪

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পিএনজি ৪ উইকেটে ১৭ রান তুলেছে। সেসে বাউ ৪ রানে ব্যাট করছেন।

    21 Oct 2021, 05:57:46 PM IST

    আতাইকে ফেরালেন শাকিব

    ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসে প্রথম বলে আমিনি ও চতুর্থ বলে আতাইকে ফেরালেন শাকিব। সেই সঙ্গে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার এককভাবে তৃতীয় স্থানে উঠে আসেন। ২ বল খেলে খাতা খোলার আগেই মেহেদির হাতে ধরা পড়েন আতাই। পিএনজি ১৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিরি হিরি। ওভারের পঞ্চম বলে বাউয়ের ক্যাচ মিস করেন নুরুল। ৫ ওভারে পিএনজি ১৫/৪।

    21 Oct 2021, 05:55:04 PM IST

    আমিনির উইকেট তুলে নিলেল শাকিব

    ইনিংসের পঞ্চম ওভারে শাকিবের হাতে বল তুলে দেন মাহমুদুল্লাহ। প্রথম বলেই তিনি তুলে নেন আমিনির উইকেট। ২ বলে ১ রান করে নইমের হাতে ধরা পড়েন আমিনি। পিএনজি ১৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আতাই।

    21 Oct 2021, 05:49:25 PM IST

    তাস্কিন ফেরালেন আসাদকে

    ৩.২ ওভারে তাস্কিন ফেরালেন আসাদ ভালাকে। ৯ বলে ৬ রান করে নুরুলের দস্তানায় ধরা পড়েন আসাদ। পাপুয়া নিউ গিনি ১৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সেসে বাউ। উইকেট-মেডেন ওভার তাস্কিনের।

    21 Oct 2021, 05:46:03 PM IST

    সিয়াকার উইকেট তুললেন সইফুদ্দিন

    ২.৩ ওভারে লেগা সিয়াকাকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান সইফুদ্দিন। ১০ বলে ৫ রান করে আউট হন সিয়াকা। পিএনজি ১১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আমিনি। ৩ ওভারে পিএনজি ১৩/১।

    21 Oct 2021, 05:34:13 PM IST

    পিএনজি-র রান তাড়া করা শুরু

    পিএনজি-র হয়ে ওপেন করতে নামেন লেগা সিয়াকা ও আসাদ ভালা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন সইফুদ্দিন। প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন সিয়াকা। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি পিএনজি।

    21 Oct 2021, 05:24:22 PM IST

    বাংলাদেশ ২০ ওভারে ১৮১/৭

    বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলেছে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৯ রান করেন সইফুদ্দিন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন মেহেদি। জয়ের জন্য পাপুয়া নিউ গিনির দরকার ১৮২ রান।

    21 Oct 2021, 05:21:06 PM IST

    শেষ ওভারে ওঠে ২০ রান

    বাংলাদেশ শেষ ওভারে ২০ রান তোলে। সপারের শেষ ওভারের প্রথম চার বলে ৩ রান তোলে বাংলাদেশ। পঞ্চম বলে ছক্কা হাঁকান সইফুদ্দিন। ঠিক পরেই নো-বলে ফের ছক্কা মারেন তিনি। শেষ বলে চার রান আসে তাঁর ব্যাট থেকে। 

    21 Oct 2021, 05:11:31 PM IST

    আফিফকে ফেরালেন মোরেয়া

    ১৮.৬ ওভারে আফিফকে ফেরালেন মোরেয়া। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২১ রান করে রাভুর হাতে ধরা পড়েন আফিফ। বাংলাদেশ ১৬১ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান। মোরেয়া ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন।

    21 Oct 2021, 05:07:45 PM IST

    নুরুল আউট

    মাহমুদুল্লাহকে আউট করার পর একই ওভারের শেষ বলে সদ্য ক্রিজে আসা নুরুলকে ফিরিয়ে দেন রাভু। ১ বল খেলে খাতা খোলার আগেই বাউয়ের হাতে ধরা পড়ে যান নুরুল। বাংলাদেশ ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ সইফুদ্দিন।

    21 Oct 2021, 05:03:37 PM IST

    আউট মাহমুদুল্লাহ

    ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসেন মাহমুদুল্লাহ। ১৭.২ ওভারে রাভুর বলে সপারের হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫০ রান করে ক্রিজ ছাড়েন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ১৪৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নুরুল হাসান।

    21 Oct 2021, 04:59:26 PM IST

    ঝোড়ো হাফ-সেঞ্চুরি মাহমুদুল্লাহর

    ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৭ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে। মাহমুদুল্লাহ ৫০ ও আফিফ ৫ রানে ব্যাট করছেন।

    21 Oct 2021, 04:47:53 PM IST

    ১৫ ওভারে বাংলাদেশ ১১৩/৪

    ১৫ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলেছে। ১৭ বলে ২৫ রান করেছেন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ৩ রানে অপরাজিত রয়েছেন আফিফ।

    21 Oct 2021, 04:41:38 PM IST

    হাফ-সেঞ্চুরি হাতছাড়া শাকিবের

    ১৩.২ ওভারে ভালার বলে ছক্কা মারেন শাকিব। সেই ওভারের চতুর্থ বলে আমিনির হাতে ধরা পড়েন তিনি। ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন শাকিব। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। বাংলাদেশ ১০১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। ১৪ ওভারে বাংলাদেশ ১০৪/৪। মাহমুদুল্লাহ ১৯ রানে ব্যাট করছেন।

    21 Oct 2021, 04:37:34 PM IST

    ১৩ ওভারে বাংলাদেশ ৯৪/৩

    ১৩ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলেছে। শাকিব ৩৪ বলে ৪০ রান করেছেন। ১১ বলে ১৬ রান করেছেন মাহমুদুল্লাহ।

    21 Oct 2021, 04:27:11 PM IST

    মুশফিকুর আউট

    ১০.২ ওভারে আতাইয়ের বলে হিরির হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৭২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। ১১ ওভার শেষে বাংলাদেশ ৭৭/৩। শাকিব ৩৬ রানে ব্যাট করছেন।

    21 Oct 2021, 04:21:45 PM IST

    ১০ ওভার শেষে বাংলাদেশ ৭১/২

    ১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৪ রান করে ব্যাট করছেন শাকিব আলা হাসান। ৭ বলে ৫ রান করে নট-আউট রয়েছেন মুশফিকুর রহিম।

    21 Oct 2021, 04:11:29 PM IST

    লিটনকে ফেরালেন ভালা

    বল হাতে নিয়েই লিটনকে ফেরালেন ভালা। অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন তিনি। প্রথম বলেই তুলে নেন বাংলাদেশ ওপেনারের উইকেট। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৯ রান করে বাউয়ের হাতে ধরা পড়েন লিটন। বাংলাদেশ ৫০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৮ ওভারে বাংলাদেশ ৫৪/২।

    21 Oct 2021, 04:10:19 PM IST

    ৭ ওভারে বাংলাদেশ ৫০/১

    ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে দলগত ৫০ রান ছুঁল বাংলাদেশ। তাদের স্কোর ৫০/১। লিটন ২২ বলে ২৯ ও শাকিব ১৮ বলে ১৮ রান করেছেন।

    21 Oct 2021, 04:06:00 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ৪৫/১

    পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে। লিটন ২০ বলে ২৭ রান করে অপরাজিত রয়েছেন। ১৪ বলে ১৫ রান করেছেন শাকিব।

    21 Oct 2021, 03:53:33 PM IST

    রাভুর ৮ বলের ওভারে ওঠে ১৬ রান

    চতুর্থ ওভারে ২টি ওয়াইড-সহ রাভুর ৮ বলের ওভারে ১৬ রান তোলে বাংলাদেশ। ১টি ছক্কা মারেন শাকিব। ১টি চার মারেন লিটন। ৪ ওভার শেষে বাংলাদেশ ৩১/১। শাকিব ১০ বলে ১১ রান করেছেন। লিটন ১২ বলে ১৮ রান করে ব্যাট করছেন। 

    21 Oct 2021, 03:48:11 PM IST

    ৩ ওভারে বাংলাদেশ ১৫/১

    ৩ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলেছে। সপারের বলে ১টি ছক্কা মারেন লিটন। তিনি ১২ রান করে অপরাজিত রয়েছেন। শাকিব ব্যাট করছেন ব্যক্তিগত ৩ রানে।

    21 Oct 2021, 03:34:01 PM IST

    নঈম আউট

    প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হন মহম্মদ নঈম। ২ বল খেলে খাতা খোলার আগেই মোরেয়ার বলে বাউয়ের হাতে ধরা পড়েন তিনি। শূন্য রানে ১ উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাকিব আল হাসান। প্রথম ওভারে ৩ রান ওঠে। ১ উইকেট হারায় বাংলাদেশ।

    21 Oct 2021, 03:32:25 PM IST

    ম্যাচ শুরু

    বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন মহম্মদ নঈম ও লিটন দাস। পিএনজি-র হয়ে বোলিং শুরু করেন কাবুয়া মোরেয়া। প্রথম বল নঈমের ব্যাটের কানায় লাগে। যদিও তা উইকেটকিপারের হাতে সরাসরি পৌঁছয়নি।

    21 Oct 2021, 03:21:05 PM IST

    পিএনজি-র প্রথম একাদশ

    লেগা সিয়াকা, আসাদ ভালা (ক্যাপ্টেন), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নর্মান ভানুয়া, কিপলিন দোরিগা (উইকেটকিপার), চাদ সপার, ড্যামিয়েন রাভু ও কাবুয়া মোরেয়া।

    21 Oct 2021, 03:09:26 PM IST

    বাংলাদেশের প্রথম একাদশ

    ওমান ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ।প্লেয়িং ইলেভেন: লিটন দাস, মহম্মদ নঈম শেখ, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (ক্যাপ্টেন), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

    21 Oct 2021, 03:07:49 PM IST

    টস জিতল বাংলাদেশ

    পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস হেরে শুরুতে ফিল্ডিং পিএনজি-র।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

    Latest IPL News

    স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.