দল জিতলে বুক ফুলিয়ে সাংবাদিক সম্মেলন করবেন, অথচ হারলে জবাবদিহি করবেন না, এমনটা হতে পারে না। নিউজিল্যান্ডের কাছে হারের পর কোচ রবি শাস্ত্রীর সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
উল্লেখ্য, ভারতীয় দল কোনও টুর্নামেন্ট বা সিরিজ জিতলে ক্যাপ্টেন কোহলির সঙ্গে সাংবাদিক সম্মেলনে দেখা যায় কোচ রবি শাস্ত্রীকে। তবে ভারতীয় দল যখনই গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বসে, সাংবাদমাধ্যমের মুখোমুখি হন না শাস্ত্রী। গত রবিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে বসে। পরে সাংবাদিক সম্মেলনে আসেন জসপ্রীত বুমরাহ।
আজহারের দাবি, দেশবাসীকে কৈফিয়ত দেওয়টা উচিত কোচ-ক্যাপ্টেনের। আর যাই হোক, জসপ্রীত বুমরাহর কাছ থেকে হারের কারণ জানতে চাওয়া যায় না। এক্ষেত্রে প্রাক্তন তারকার মত, ক্যাপ্টেন যদি না আসতে চায় না আসুক। কোচ শাস্ত্রীর অন্তত সাংবাদিক সম্মেলনে আসা উচিত ছিল।
এবিপিকে আজহার বলেন, ‘ম্যাচ হারায় লজ্জার কিছু নেই। তবে সামনে এসে হারের কারণ জানানো উচিত। লোকে জানতে চায় দল কেন হারল। হারের পর জসপ্রীত বুমরাহর সাংবাদিক সম্মেলন করা আর কোচ-ক্যাপ্টেনের সাংবাদিক সম্মেলন করার মধ্যে তফাৎ রয়েছে। মানুষের মুখোমুখি হওয়া জরুরি। দেশবেসীর কাছে আপনাকে কৈফিয়ত দিতেই হবে। আমার মতে কোচের সাংবাদিক সম্মেলনে আসা উচিত ছিল। যদি বিরাট কোহলি আসতে না চায়, ঠিক আছে। তবে রবি ভাইয়ের সাংবাদিক সম্মেলনে জবাব দেওয়া উচিত ছিল।’
যদিও আজহার মনে করছেন যে ক্যাপ্টেন হিসেবে এক্ষেত্রে কোহলিরও একটা দায়বদ্ধতা থাকে। তাঁর কথায়, ‘যদি তুমি ক্যাপ্টন হও, তবে তোমাকে দায় নিতে হবে। তুমি যখন দলের কাণ্ডারী, তখন যা কিছু ঘটছে, তার জন্য তুমি দায়ি। দল জিতলে ভালো সময়ে সাংবাদিক সম্মেলনে আসবে, অথচ হারলে খারাপ সময়ে আসবে না, এটা যথাযথ নয়। আমি জানি না, কেন ওরা সাংবাদিক সম্মেলনে আসেনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।