শুভব্রত মুখার্জি: রবিবার মেলবোর্নে ভারতের কাছে সুপার-১২ পর্যায়ের ম্যাচে ৪ উইকেটে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকে। বিরাট কোহলির দুরন্ত ৮২ রানের অপরাজিত ইনিংসের ফলেই কার্যত ম্যাচে হারতে হয়েছে পাকিস্তান দলকে। বিশ্বকাপের অভিযানের শুরুতেই প্রথম ম্যাচ হারলে স্বাভাবিক ভাবেই একটা চাপ থাকে। তার উপর সেই ম্যাচ যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে তা হলে তা আত্মবিশ্বাসেও চিড় ধরতে বাধ্য তা বিলক্ষণ জানেন পাক ক্রিকেটাররা। আর এই কথাটাই কার্যত স্বীকার করে নিয়েছেন আক্রমণাত্মক পাক ব্যাটার ইফতিখার আহমেদ। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে ওই ম্যাচে হারের জ্বালা তাদের এখনও জুড়ায়নি। এখনও কার্যত গোটা পাক দলের ভগ্নহৃদয় অবস্থা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে স্বপ্নের ইনিংসে ICC T20I Rankings-এ বড় লাফ কোহলির, পতন সূর্যের
সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এত বড় ম্যাচে হারের যন্ত্রণাটা এখনও রয়ে গিয়েছে। আমরা সকলেই ভগ্নহৃদয়।’ এর পর দলনায়ক বাবরের প্রশংসা করে তিনি বলেন, ‘যে ভাবে বাবর আজম এবং টিম ম্যানেজমেন্ট দলের পাশে দাঁড়িয়েছে, দলকে সাহায্য করেছে, তা এক কথায় অসাধারণ। বাবর এবং কোচ দু'জনেই জানিয়েছেন, এটাই (ভারত ম্যাচ) আমাদের শেষ ম্যাচ নয়। প্রত্যেকেই তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। ফলে আমাদের মনবল তুঙ্গে রয়েছে।’
আরও পড়ুন: 2022 T20 WC-এ আর মাত্র এক বারই ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও হতে পারে-কোন সমীকরণে?
পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। পার্থের অপ্টাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান এবং জিম্বাবোয়ে। ২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে ইফতিখার বলেন, ‘জিম্বাবোয়ে একটা আন্তর্জাতিক দল। তাদের বিরুদ্ধে আমাদেরকে ম্যাচ জিততে ভালো খেলতেই হবে। অন্য দলগুলোর বিরুদ্ধে আমরা যেমন ভালো খেলে ম্যাচ জিতি, সেটা এই ম্যাচেও করতে হবে। ভালো খেলাটা খুব জরুরি। আত্মবিশ্বাস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে।’