বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs PAK: নাসেরের মুখে 'মিথ্যা কথা' বসিয়ে ICC ও BCCI-কে তোপ পাক সমর্থকের, তুলোধনা করলেন ব্রিটিশ তারকা

IND vs PAK: নাসেরের মুখে 'মিথ্যা কথা' বসিয়ে ICC ও BCCI-কে তোপ পাক সমর্থকের, তুলোধনা করলেন ব্রিটিশ তারকা

পাক সমর্থকের দাবি নস্যাৎ করলেন নাসের। ছবি- গেটি।

India vs Pakistan ICC T20 World Cup 2022: মেলবোর্নে ভারতের জয়কে খাটো করে দেখাতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন পাকিস্তানের সমর্থকরা।

মেলবোর্নে ভারতের জয়কে খাটো করে দেখানোর জন্য নিত্য-নতুন কৌশল বের করে চলেছেন পাক সমর্থকরা। আম্পায়ারের বদান্যতায় ভারত জিতেছে, এমন দাবিকে প্রতিষ্ঠিত করতেই পাকিস্তানেক এক সমর্থক নাসের হুসেনের কাঁধে বন্দুক রেখেছিলেন। প্রাক্তন ব্রিটিশ তারকা ভালো চোখে দেখেননি বিষয়টিকে। তিনি তৎক্ষণাৎ সপাটে জবাব দেন।

ম্যাচের শেষ ওভারে মহম্মদ নওয়াজ যে নো-বলটি করেন, তা নিয়েই ক্ষোভ পাক ক্রিকেটপ্রেমীদের। আসলে তাঁদের দাবি, বলটি নো ছিল না এবং আম্পায়ার এক্ষেত্রে পক্ষপাতিত্ব করে সুবিধা দিয়েছে ভারতকে।

এই প্রসঙ্গেই আইসিসি ও বিসিসিআয়ের দিকে তোপ দাগতে পাকিস্তানের এক সমর্থক টুইটারে নাসের হুসেনের একটি মন্তব্য তুলে ধরেন। সেই টুইটে লেখা ছিল, নাসের হুসেন নাকি বলেছেন যে, ‘আম্পায়ার আজ ভারতের অনুকূলে বেশ কিছু রহস্যজনক সিদ্ধান্ত দিয়েছেন। তবে আইসিসি ও বিসিসিআই যাতে হতাশ না হয়, তাই আমাদের মুখ বন্ধ রাখা উচিত।’

আরও পড়ুন:- IND vs PAK: কোহলি-হার্দিককে নিয়ে মাতামাতি, তবে পাকিস্তান ম্যাচেই ভারতের হয়ে দুর্দান্ত রেকর্ড গড়েন ভুবনেশ্বর

ব্রিটিশ তারকা যদিও স্পষ্ট জানান যে, তিনি এমন কোনও মন্তব্য করেননি এবং তাঁর মুখে বসানো উদ্ধৃতিটি ভুয়ো। অর্থাৎ এক্ষেত্রে মিথ্যা খবরকে হাতিয়ার করে আইসিসি ও বিসিআইয়ের দিকে তোপ দেগেছিলেন সংশ্লিষ্ট পাক সমর্থক।

টুইটারে নাসেরের প্রতিক্রিয়া।
টুইটারে নাসেরের প্রতিক্রিয়া।

টুইটটির প্রতিক্রিয়ায় নাসের লেখেন, ‘সব থেকে ভালো হবে যদি আপনি এটা দয়া করে ডিলিট করেন। এটা একটা ফেক নিউজ এবং ভুয়ো উদ্ধৃতি যেটা আজকের মতো এমন অসাধারণ ক্রিকেট ম্যাচের জন্য যথাযথ নয়।’

আরও পড়ুন:- কোপ পড়ার আগে ভালোয় ভালোয় সরে গেলেন সিমন্স! বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

ভারত-পাকিস্তান ম্যাচ শুধু দু'দলের ক্রিকেটারদের কাছেই নয়, বরং প্রবল চাপের আম্পায়ারদের কাছেও। তাঁদের সিদ্ধান্তে একটু হেরফের হলেই সমালোচনার তির ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে। মেলবোর্নে নওয়াজের নো-বল নিয়ে যেমন আম্পায়ারদের দিকে তোপ দাগছেন পাক সমর্থকরা, ঠিক তেমনই অক্ষর প্যাটেলের রান-আউট নিয়ে খুশি নন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

বন্ধ করুন