টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ড আগে থেকেই নিজের দখল রেখেছেন বিরাট কোহলি। রবিবার পারথে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে আরও একটি দুর্দান্ত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনবদ্য নজির গড়েন বিরাট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে টি-২০ বিশ্বকাপে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি। দরকার ছিল মাত্র ১১ রান, যা সংগ্রহ করে নিতে বিশেষ অসুবিধা হয়নি কোহলির।
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
বিরাটের আগে এই কৃতিত্ব দেখিয়েছেন একমাত্র মাহেলা জয়াবর্ধনে। উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীলঙ্কার প্রাক্তন তারকার থেকে অনের কম ইনিংসেই কোহলি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলে। বিরাট টি-২০ বিশ্বকাপে নিজের ২৪তম ম্যাচের ২২তম ইনিংসে ব্যাট করতে নেমে ১০০০ রান পূর্ণ করেন। জয়াবর্ধনে ৩১টি ইনিংসে ব্যাট করতে নেমে টি-২০ বিশ্বকাপে ১০১৬ রান সংগ্রহ করেছেন।
আপাতত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রানের রেকর্ড রয়েছে জয়াবর্ধনের নামেই। তবে সেই রেকর্ড তাড়াতাড়িই ভেঙে দিতে পারেন কোহলি। কেননা বিরাটের সংগ্রহে রয়েছে আপাতত ১০০১ রান। আর মাত্র ১৫ রান করলেই মাহেলাকে ছুঁয়ে ফেলবেন বিরাট। ১৬ রান করলেই জয়াবর্ধনেকে টপকে রেকর্ড নিজের নামে করবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৩ রান সংগ্রহ করে। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া রোহিত শর্মা করেন ১৫ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।