বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC 2022: সকাল সকাল ম্যাচ জেতার পর কফি পান, সোমবার উপভোগ করছেন কেএল রাহুল

T20 WC 2022: সকাল সকাল ম্যাচ জেতার পর কফি পান, সোমবার উপভোগ করছেন কেএল রাহুল

কফির কাপে চুমুক কেএল রাহুল।

অজিদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলার পর রাহুল টুইটারে একটি ছবি দিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, কফি পান করছেন তিনি। পিছনে সম্ভবত সোয়ান রিভার বয়ে চলেছে। তার পারে শহরের একাংশ দেখা যাচ্ছে। মনোরম পরিবেশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা কফিতে চুমুক, সঙ্গে পারফরম্যান্সের তৃপ্তি- সপ্তাহের শুরুটা এর থেকে ভালো হতে পারে কী!

কিছু দিন আগে পর্যন্ত রাহুলের লো-স্ট্রাইক নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। কিন্তু সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রাহুলের ঝড়ো ব্যাটিং যেন নিন্দুকদের গালে বড়সড় থাপ্পর। ৩৩ বলে ঝড়ো ৫৭ রান করেন রাহুল। এই ইনিংসে রয়েছে ৬টি চার, তিনটি ছক্কা। স্ট্রাইকরেট ১৭২.৭২। স্বাভাবিক ভাবেই রাহুলের এই পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে।

আর তাঁর এই বিধ্বংসী ইনিংসের পর রাহুল টুইটারে একটি ছবি দিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, কফি পান করছেন রাহুল। পিছনে সম্ভবত সোয়ান রিভার বয়ে চলেছে। তার পারে শহরের একাংশ দেখা যাচ্ছে। খুব মনোরম একটি পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা কফিতে চুমুক, সঙ্গে ভালো পারফরম্যান্সের তৃপ্তি- সপ্তাহের শুরুটা এর থেকে ভালো হতে পারে কী! রাহুল ক্যাপশনে শুধু লিখেছেন ‘মনডেস’। সঙ্গে ধোঁয়া ওঠার কফির ছবি। তাঁর বডিল্যাঙ্গোয়েজেই তৃপ্তির ছোঁয়া।

অস্ট্রেলিয়ার পৌঁছানোর পর প্রথম অনুশীলন ম্যাচে জয় পেয়েছিল ভারত। তবে দ্বিতীয়টিতে হেরে গিয়েছিল। আজ সোমবার পার্থে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ ছিল ভারতের। নিজেদের দেখে নেওয়ার সুযোগ ছিল সেরা দলের বিরুদ্ধে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: চিতার ক্ষিপ্রতায় রানআউট, অজিদের অবাক করা ক্যাচ, অনুশীলন ম্যাচেই ফাটাফাটি কোহলি

ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার রাহুল এবং রোহিত শর্মা শুরুটা ভালো করেছিল। ঝড়ো মেজাজে ছিলেন রাহুল। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন তিনি। ধীরে ধীরে নিজের চেনা ফর্মে ফিরছেন, সেটার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। এ দিন প্রথম থেকেই মিচেল স্টার্ক, রিচার্ডসন, প্যাট কামিন্সদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন রাহুল। এমন কিছু শট খেললেন, যা মুগ্ধ করে দেওয়ার মতোই।

রোহিত নিজে স্ট্রাইক না নিয়ে রাহুলকেই খেলার সুযোগ করে দিয়েছিলেন। মাঝে অনেক সমালোচনা হয়েছিল কে এল রাহুলের ফর্ম নিয়ে। এমন কী ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট সেঞ্চুরি করে দেওয়ার পর, রাহুলকে ওপেনিং থেকে সরানোর বিষয়ে সরব হয়েছিল অনেকেই। কিন্তু আজ গাববায় রাহুল বুঝিয়ে দিলেন, তিনি সেরা ছন্দেই রয়েছেন। রাহুল ৩৩ বলে ৫৭ রানে আউট হওয়ার পরে রোহিতও ১৪ বলে ১৫ করে আউট হয়ে যান।

আরও পড়ুন: কোভিড পজিটিভ হলেও ICC-র মেগা ইভেন্টে খেলতে বাধা নেই প্লেয়ারদের

এর পর বিরাট কোহলি ১৩ বলে ১৯ করে আউট হয়ে গেলে, সূর্যকুমার যাদব স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। ৬টি চার এবং একটি ছক্কার হাত ধরে ৩৩ বলে ৫০ করে আউট হন সূর্য। তবে রান পেলেন না হার্দিক পান্ডিয়া (২)। রাহুল আর সূ্র্যের ইনিংসের হাত ধরে ভারত ৭ উইকেটে ১৮৬ রান করে। অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন একাই চার উইকেট নেন।

ভারতের ৭ উইকেটে ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক ম্যাচ জেতে ভারত। অথচ একটা সময়ে ভারত ম্যাচ হারতে চলেছে বলে মনে হচ্ছিল। শেষ ওভারে মহম্মদ শামিই ম্যাচ ঘুরিয়ে দেন। তিনি ১ ওভার বল করে মাত্র ৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া এই ওভারে একটি রান আউট হয়। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৫৪ বলে ৭৬ করেছেন তিনি। এ ছাড়া মিচেল মার্শ করেছেন ১৮ বলে ৩৫ রান। গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহ ১৬ বলে ২৩ রান।

ভারতের হয়ে শামির তিন উইকেট ছাড়াও ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২ উইকেট। আর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ২টি করে উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.