বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > SL vs NED: ডাচদের হারিয়ে ‘সুপার ১২’-এ শ্রীলঙ্কা, নামবে ভারতের বিরুদ্ধে? ঠিক করবে UAE

SL vs NED: ডাচদের হারিয়ে ‘সুপার ১২’-এ শ্রীলঙ্কা, নামবে ভারতের বিরুদ্ধে? ঠিক করবে UAE

এশিয়া কাপের ধাঁচে বিশ্বকাপে শুরু করল শ্রীলঙ্কা। (ছবি সৌজন্যে এএফপি)

SL vs NED: প্রবল চেষ্টা করেছিলেন নেদারল্যান্ডসের ওপেনার। কিন্তু শেষ হাসি হাসল শ্রীলঙ্কা। পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে। ফলে পাকিস্তানের পরে কোন দলের বিরুদ্ধে নামবে ভারত, সেজন্য আরও অপেক্ষা করতে হবে।

নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ে উঠে গেল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা ‘টপার’ হবে কিনা, তা নির্ভর করছে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচের উপর। যদি নামিবিয়া জিতে যায়, তাহলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে থাকবে। সেক্ষেত্রে পাকিস্তানের পরেই বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নামবে ভারত।

এশিয়া কাপের ধাঁচে লজ্জার হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলেও পরপর দু'ম্যাচে জিতে ‘সুপার ১২’-র টিকিট পেয়ে গিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জিলংয়ে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছিলেন দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। স্লো পিচে ডাচ বোলারদের সামনে একেবারেই হাত খুলতে পারছিলেন না পাথুম নিশঙ্কারা। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল দু'উইকেটে মাত্র ৬০ রান।

কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ভাগে খেই হারান ডাচ বোলাররা। কুশল মেন্ডিসের বেধড়ক মারে শেষ ১০ ওভারে ১০২ রান তোলে শ্রীলঙ্কা। প্রায় পুরো ইনিংসই ব্যাট করেন। অন্য ব্যাটাররা যখন কার্যত হামাগুড়ি দিচ্ছিলেন, তখন ৪৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লঙ্কান ওপেনার। হাঁকান পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার। সেই ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬২ রান তোলে শ্রীলঙ্কা। 

ঢিমেগতির পিচে সেই রানটা কিছুটা বেশিই হয়ে গিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা ১৩৫ রানও তুলতে পারবে না। সেখান থেকে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে স্বভাবতই চাপে পড়ে যান ডাচরা। পাওয়ার প্লে'তে একটা ভালো শুরুর দরকার ছিল। কিন্তু ছ'ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় দু'উইকেটে ৪০ রান। 

আরও পড়ুন: IND vs PAK weather forecast: ভেস্তে যাবে ভারত-পাকিস্তানের ম্যাচ? ঝড়-বৃষ্টির পূর্বাভাস ঘিরে বাড়ছে আশঙ্কা

ওপেনার ম্যাক্স ও'ডড একটা দিক ধরে থাকলেও অপরদিকে একের পর এক সঙ্গী প্যাভিলিয়নে ফিরতে থাকেন। ডাচদের কোনও জুটিই গড়ে উঠছিল না। ফলে রিকোয়ার্ড রানরেটও ক্রমশ বাড়তে থাকে। ১৭ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ছিল আট উইকেটে ১০৯ রান। অর্থাৎ জয়ের জন্য তিন ওভারে ৫৪ রান দরকার ছিল। সেখান থেকে মরিয়া চেষ্টা করেন ডাচ ওপেনার ম্যাক্স। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ন'উইকেটে ১৪৬ রানের বেশি তুলতে পারেননি ডাচরা। ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ম্যাক্স।

সেই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের (নেট রানরেট -০.১৬২) পয়েন্ট দাঁড়ায় চার। কিন্তু নেট রানরেটের নিরিখে এগিয়ে থাকায় পরবর্তী পর্যায়ের টিকিট পেয়ে যায় শ্রীলঙ্কা (+০.৬৬৭)। তবে শ্রীলঙ্কাই গ্রুপের ‘টপার’ হবে কিনা, তা নির্ভর করছে নামিবিয়া বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচের উপর। 

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেয়িং একাদশ বাছলেন হরভজন, দেখুন জায়গা পেলেন কারা

নামিবিয়া জিতে গেলে শ্রীলঙ্কা দ্বিতীয় হয়ে পরবর্তী পর্যায়ে যাবে। সেক্ষেত্রে আগামী ২৭ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামবেন দ্বীপরাষ্ট্রের খেলোয়াড়রা। কারণ এখনই নেট রানরেটের নিরিখে শ্রীলঙ্কার থেকে এগিয়ে আছে নামিবিয়া। অন্যদিকে, আমিরশাহি জিতে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আফ্রিকার দেশ। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থেকে ‘সুপার ১২’-র গ্রুপ ‘১’-এ যাবে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ‘২’-এ অন্তর্ভুক্ত হবে নেদারল্যান্ডস। অর্থাৎ পাকিস্তানের পর ডাচদের বিরুদ্ধে নামবে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেশপুরে খুন হতে পারে BJP কর্মী, আশঙ্কা দেবের! পাল্টা FIR করার হুমকি হিরণের ‘‌অধীর চৌধুরী এখানে তিন নম্বর হবেন’‌, বহরমপুরে দাঁড়িয়ে ভবিষ্যদ্বানী করলেন অভিষেক অসমের ডিটেনশন ক্যাম্পের ভুয়ো ছবি বানিয়ে পোস্টার ছাপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মাধ্যমিকে ৬, উচ্চমাধ্যমিকে ৬, মেধাতালিকা মানেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়! মমতা আর পুলিশ ছাড়া বঙ্গবাসীকে রাজভবনের সিসি ফুটেজ দেবেন বোস, কীভাবে পাবেন এটা? Sunrisers Hyderabad বনাম Lucknow Super Giants ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলার সুফল, Women's T20 Rankings-এ বড় লাফ শেফালি-রাধার 'সকলের গলারই লকেট,' হুগলিতে কেন প্রার্থী করা হল রচনাকে? সবটা জানালেন মমতা আইএসএফের ডেরায় ঢুকে মানুষের মন জয় সৃজনের, বাক্যবাণ সহ্য করে বার্তা, ‘‌আমি আছি’‌ ‘শাকিব-বুবলির বিয়েই হয়নি’, চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের প্রযোজক ইকবালের

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.