শুভব্রত মুখার্জি: ইংল্যান্ড দলের বিরুদ্ধে হেরে চলতি টি-২০ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। আর এই পরিপ্রেক্ষিতে বলতে গিয়েই দলের প্রধান কোচ মিকি আর্থার জানিয়ে দিলেন, শেষ ১১ মাসে ২৫০ দিন বায়ো বাবলে থেকে মানসিক ভাবে বিপর্যস্ত লঙ্কান দল। উল্লেখ্য ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের শিরোপাজয়ীরা বাংলাদেশ দলের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোন ম্যাচে জয় পায়নি। সুপার-১২ ম্যাচে তারা তাদের শেষ ম্যাচে খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে।
উল্লেখ্য সুপার-১২'র ম্যাচে খেলার পাশাপাশি তাদের তিনটে কোয়ালিফাইং ম্যাচ ও খেলতে হয়েছে। ফলত তাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এই বিষয়ে বলতে গিয়ে আর্থার দাবি করেন, ‘ছেলেরা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে এই টুর্নামেন্টের জন্য। আমরা দীর্ঘ দিন ধরে খেলা চালিয়ে যাচ্ছি। শেষ ১১ মাসে আমাদের ২৫০ দিন বায়ো বাবলে কাটাতে হয়েছে। আমাদের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেই মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করতে চায়।’
উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় দিয়েই সুপার টুয়েলভের শুরুটা করেছিল শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতন বেশ কয়েকজন নবীন প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। এই প্রসঙ্গে আর্থার বলেন, ‘আমরা প্রত্যেকটি দলকে কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছি। আমরা নবীন তারকাদের স্বাধীন ভাবে খেলতে সাহায্য করেছি। যে বীজ আমরা রোপণ করেছি, তা ভবিষ্যতে ফুলে পরিণত হবে।’