বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC 2022: কোহলি-সূর্যের ফর্ম ভারতের বড় স্বস্তির জায়গা, ডেথ ওভার বোলিং তেমন চিন্তায় রাখছে, জানুন দলের শক্তি-দুর্বলতা

T20 WC 2022: কোহলি-সূর্যের ফর্ম ভারতের বড় স্বস্তির জায়গা, ডেথ ওভার বোলিং তেমন চিন্তায় রাখছে, জানুন দলের শক্তি-দুর্বলতা

ভারতের ব্যাটিং যেমন শক্তি, তেমনই ডেথ ওভার বোলিং পিছিয়ে রাখছে তাদের।

২০১৩ সালের পর থেকে ভারত আর আইসিসি-র কোনও ট্রফিই জেতেনি। দীর্ঘ ৯ বছরের খরা চলছে। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে হার। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ চারে বিদায়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার, এবং ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে বিদায়। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল।

গত বছর বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই ছিটকে যেতে হয়েছে ভারতকে। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে ভারতের কপাল পুড়েছিল সে বার। এশিয়া কাপেও সুপার ফোর থেকে ছিটকে যেতে হয়েছে। দু'টি বড় টুর্নামেন্টে ভরাডুবির পরেও, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল অবশ্য এখনও ভারত। কারণ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের ফল চোখধাঁধানো।

প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে ভারত আর আইসিসি-র কোনও ট্রফিই জেতেনি। দীর্ঘ ৯ বছরের খরা চলছে। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে হার। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ চারে বিদায়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার, এবং ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে বিদায়। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল।

আরও পড়ুন: যুজিকে হাসতে হাসতে রিভার্স সুইপ, নেটে আগুনে মেজাজে কোহলি-ভিডিয়ো

তবে এ বার সব হিসেবে ভারত বদলাতে চায়। ভারতের ব্যাটিং যেমন আসল শক্তি, তেমনই বোলিং নিয়ে চিন্তা থাকছে। অন্তত ভারতীয় বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পর। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতীয় বোলাররা সম্প্রতি হরির লুটের মতো রান বিলোচ্ছেন। পাশাপাশি ডেথ ওভারে ভারতের বোলারদের পিটিয়ে ছাতু করছেন বিপক্ষের ব্যাটাররা। দু'শোর উপর রান করেও জিততে পারছে না টিম ইন্ডিয়া। পাশাপাশি ফিল্ডিং নিয়েও সম্প্রতি অল্পসল্প প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে ভারতের কাছে এ বারের বিশ্বকাপ কিন্তু বড় চ্যালেঞ্জের বিষয় হতে চলেছে। এক নজরে দেখে নিন ভারতের শক্তি এবং দুর্বলতা:

টিম ইন্ডিয়ার শক্তি

১) ভারতের মুল শক্তি নিশ্চিত ভাবেই ব্যাটিং অর্ডার। বিশেষ করে তাদের টপ এবং মিডল অর্ডার। পাওয়ারপ্লের সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্য নিয়েই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলে আসছে ভারত। যেটা এ বারের বিশ্বকাপে কাজে লাগতে পারে।

২) সঠিক সময়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলিও। এশিয়া কাপে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করার পর থেকেই কোহলির আত্মবিশ্বাস বেড়েছে। ফর্মে ফিরেছেন কেএল রাহুলও।

৩) গত এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক- সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। এই ফরম্যাটে তারা বিশ্বের মধ্যে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সূর্য এখন টি-টোয়েন্টিতে বিশ্বের দুই নম্বর ব্যাটার। তিনি এই মুহূর্তে রয়েছেন স্বপ্নের ফর্মে।

৪) ডেথ ওভারেও ভারতের মাথাব্যাথার তেমন কোনও জায়গা নেই। হার্দিকের দুর্দান্ত ফর্ম বজায় রয়েছে। স্কোয়াডে ফিনিশার হিসেবে কার্তিকের ফর্ম- সব মিলিয়ে ভারতীয় ব্যাটররা কিন্তু প্রস্তুত।

আরও পড়ুন: BCCI vs PCB যুদ্ধ নিয়ে মুখ খুললেন রোহিত, জানালেন পাকিস্তান যাওয়া উচিত কিনা!

৫) গত এক বছরে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার আবার বিশ্ব ক্রিকেটে গত এক বছরে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় চুতর্থ স্থানে রয়েছেন। পাওয়ার প্লে-তে ভুবি খুব খারাপ বল করছেন না। পাশাপাশি অন্ততপক্ষে ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে হিসেবি বোলারের তকমা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

৬) এ দিকে বুমরাহ ছিটকে গেলেও, অভিজ্ঞ শামিকে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শামি বিধ্বংসী বোলিং করে বুঝিয়ে দিয়েছেন, তাঁর উপর দল আস্থা দেখিয়ে ভুল করেনি। আগুন ঝরাচ্ছেন তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংও। ছন্দে রয়েছেন স্পিনাররাও।

টিম ইন্ডিয়ার দুর্বলতা

১) বোলিং নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকবে ভারত। বিশেষ করে ডেথ ওভার বোলিং। ডেথ ওভার বোলিং গত কয়েক মাসে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। তাঁর প্রমাণও রয়েছে গুচ্ছ। টেস্ট খেলিয়ে দলগুলোর মধ্যে সম্প্রতি ডেথ ওভারে ভারতের রান রেট ছিল সর্বোচ্চ - ১০.৪।

২) ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি। যেটা ভারতীয় বোলিংকে দুর্বল করেছে। মহম্মদ শামিকে তাঁর পরিবর্তে নেওয়া হলেও, গত এক বছর ২০২১ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বাংলার পেসার।

৩) ধারাবাহিকতার অভাব স্পষ্ট ভুবনেশ্বর কুমারের পারফর‌ম্যান্সে। ডেথ ওভারে রীতিমতো হতাশ করেছেন ভুবি। প্রচুর রান বিলোচ্ছেন হার্ষাল প্যাটেলও।

৪) বিপুল প্রত্যাশার চাপ কাটিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরার চ্যালেঞ্জ থাকবে ভারতীয় ক্রিকেটারদের সামনে। অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ সফল রোহিত শর্মা। তবে দেশকে নেতৃত্ব দেওয়া যে সহজ ব্যাপার নয়, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রভাব ফেলেছে তাঁর ব্যাটিংয়েও।

৫) ফিল্ডিংয়ে আরও উন্নতির অবকাশ রয়েছে। কারণ, টি-২০ ক্রিকেটে ১০-১৫ রানও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

৬) গত ৯ বছরে ভারত আইসিসি-র কোনও টুর্নামেন্টে শিরোপা জিততে পারেননি ভারত। আইসিসি টুর্নামেন্ট মানেই ব্যর্থতার তকমা গায়ে সেঁটে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই জায়গাটা এ বার কি কাটিয়ে উঠেত পারবেন রোহিতরা?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.