টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানের নৌকা তড়তড়িয়ে এগিয়ে চলেছে। দলের তরুণ ফাস্ট বোলারদের আগুনে গতি এবং নিয়ন্ত্রণ সকলেরই নজর কেড়েছে। দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে প্রভাবিত করেছেন হ্যারিস রউফও। অনভিজ্ঞ পেসারে মুগ্ধ ব্র্যাড হগ।
রউফ আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত। তা সত্ত্বেও দলের তাঁর পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ম্যাচ সেরাও নির্বাচিত হন। বাবর আজমের মতো দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পরামর্শ করে দ্রুত শিখে রউফের এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় প্রাক্তন অজি ক্রিকেটার হগ অত্যন্ত প্রভাবিত হয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন অজি তারকা জানান, ‘ও (হ্যারিস) জানে ও এই পর্যায়ে নতুন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার বেশি অভিজ্ঞতা বা জ্ঞান নেই ওর। সেই কারণে ও মাঠে নিজের সতীর্থদের কথা শুনছে। বাবর আজম, (মহম্মদ) হাফিজ, (শোয়েব) মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই চাপের মুখে ও পরবর্তী বল যেমন করার কথা ভাবছে, তা সঠিক কি না, সেটা জেনে নিচ্ছে। আমার মতে এই ব্যাপারটা কিন্তু দারুণ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এটা দেখা গেছে। তোমাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং মানিয়ে নিচ্ছেও।’