বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: নিজের বন্ধুদের নিয়েছে,শোয়েব মালিককে বসিয়ে রেখেছে-বাবরকে ঝেড়ে কাপড় পরালেন আক্রম

T20 World Cup 2022: নিজের বন্ধুদের নিয়েছে,শোয়েব মালিককে বসিয়ে রেখেছে-বাবরকে ঝেড়ে কাপড় পরালেন আক্রম

ওয়াসিম আক্রম, শোয়েব মালিক এবং বাবর আজম।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর বাবর আজমকে একেবারে তুলোধোনা করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে একেবারে ধুইয়ে দিলেন ওয়াসিম আক্রম।

বাবর আজমদের এখন দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজে হার। সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তান। প্রথমে ভারতের কাছে শেষ বলে ম্যাচ হেরে যায় পাকিস্তান। আর জিম্বাবোয়ের বিরুদ্ধেও শেষ বলেই হয় ম্যাচের ফয়সলা।

পরপর দুই ম্যাচে পরাজয়ের পর বাবর আজম এবং তাঁর টিমকে তুলোধোনা করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে একেবারে ধুইয়ে দিলেন ওয়াসিম আক্রম।

আরও পড়ুন: ‘পাক বোলারের’ হাতেই বধ বাবরের টিম,নাটকীয় ম্যাচে ১রানে জয় জিম্বাবোয়ের

আক্রম একটি টুইট করে লিখেছেন, ‘হোয়াট আ শকার (বিশাল ধাক্কা)’। সঙ্গে দিয়েছেন অবাক হওয়ার ইমোজি। বাবরদের পারফরম্যান্সকে এক কথায় জঘন্য বলতে চেয়েছেন আক্রম। জিম্বাবোয়ের মতো দল, যারা ধারেভারে পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে, তাদের বোলিং আক্রমণের বিরুদ্ধে পাকিস্তান ১৩১ রান তুলতে না পারায় বিস্মিত আক্রম।

এর পাশাপাশি ‘এ’ স্পোর্টস চ্যানেলে একটি লাইভ শো-তে তীব্র ভাষায় বাবরদের আক্রমণ করেছেন প্রাক্তন অধিনায়ক। সেই শো-তে শোয়েব মালিকও ছিলেন। আক্রমণ বলেছেন, ‘যে ভাবে পরিকল্পনার কথা বলা হয়েছে, সবাইকে বসতে হবে। এক বছর ধরে আমরা সবাই বলে আসছি যে, মিডল অর্ডার নড়বড়ে। এখন যে ছেলেটি এখানে বসে আছে, তার নাম শোয়েব মালিক। এখন আমি যদি অধিনায়ক হতাম, তাহলে আমার শেষ লক্ষ্য কী হবে, দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করা।’

আরও পড়ুন: হতাশায় ডুবে গেল পাক ড্রেসিংরুম, যন্ত্রণা বিদ্ধ বাবর- ভাইরাল ভিডিয়ো

ক্ষুব্ধ আক্রম আরও যোগ করেছেন, ‘তার জন্য যদি গাধাকে বাবা বানাতে হয়, তবে আমি তাই করব। কারণ আমার নিজের টার্গেট আছে, আমি বিশ্বকাপ জিততে চাই। আমি যদি শোয়েব মালিককে চাই , তা হলে আমি নির্বাচকদের সঙ্গে লড়াই করব যে, শোয়েব মালিককেই চাই, না হলে আমি দলের অধিনায়কত্ব করব না।’

টিভি উপস্থাপক আক্রমকে যখন প্রশ্ন করেন, বাবর আজম তাঁর পছন্দের খেলোয়াড় পাননি বা তার পছন্দের খেলোয়াড় পাওয়া উচিত কিনা, আপনি কী বলতে চান? এর জবাবে আক্রম বলেন, ‘ওকে আরও বুদ্ধিমান হতে হবে। এটা তো আর পাড়ার টিম নয় যে, নিজের পরিচিত বা বন্ধুকে দলে রাখতে দলে রাখতে হবে। আমি হলে শোয়েব মালিককে মিডল অর্ডারে রাখতাম। এটা অস্ট্রেলিয়ায় ম্যাচ, এটা শারজা, দুবাই বা পাকিস্তানের ডেড উইকেট নয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অভিজিৎ মণ্ডল বেরোতেই চটি দেখিয়ে উঠল ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী রোহিতের টেকনিকে গলদ ছিল, তেমন পরিশ্রমও করত না, বিস্ফোরক প্রাক্তন কোচ আজও ভাসবে কলকাতা, ভারী বৃষ্টি ৬ জেলায়, জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস ডি'ককের ঝড়, হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে একে রয়্যালস প্রমাণ নষ্টের অভিযোগ CBI প্রমাণ করতে পারলে আমি তার দায় নেব, বলেছিলেন বিনীত গোয়েল ১০০ শতাংশ ফিট না হলে মাঠে ফিরব না, কামব্যাক নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন শামি RG Kar নিয়ে শনিবারে ‘সাধুবাদ’ মমতাকে! রবিতে ডাক্তার না প্রশাসন কার পক্ষে পরমব্রত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.