২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের জয় নিবন্ধন করেছে ইংল্যান্ড। এই জয়ের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জোস বাটলার। এদিন ৪৯ ডেলিভারিতে ৮০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচের পরে জয় নিয়ে এবং দলের পারফরমেন্স নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক। জেনে নিন ম্যাচের পরে কী বললেন ইংল্যান্ডের অধিনায়ক।
পাকিস্তান বনাম ফাইনাল সেট করার বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘অবশ্যই কিছু লোক সেই ফাইনাল (পাকিস্তান বনাম ইংল্যান্ড) চাইছিল না। আমি জানি প্রথম ভারত-পাকিস্তান খেলা দেখার পর সকলেই তাদের আবার দেখতে চেয়েছিল। কিন্তু আমি বলব পরেরবার ভাগ্য ভালো থাকলে সেটা হবে (বেটার লাক নেক্সট টাইম)।’
আরও পড়ুন… কখনও ভাবিনি যে আবার বিশ্বকাপ খেলতে পারব- ম্যাচের সেরা হয়ে কী বললেন অ্যালেক্স হেলস?
জোস বাটলার আরও বলেন, ‘আমি মনে করি তারপর থেকে (আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয়) আমরা যে চরিত্রটি দেখিয়েছি সেটি আশ্চর্যজনক। আমরা এখানে খুব উত্তেজিত হয়ে এসেছি, খুব ভালো অনুভূতি ছিল। ১থেকে ১১ সকলেই আজ উঠে দাঁড়িয়েছে। আমরা সবসময় দ্রুত এবং আক্রমণাত্মক শুরু করতে চাই। এটি উপভোগ করা গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের কাছ থেকে একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল।’
নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে জোস বাটলার আরো বলেন, ‘ছেলেদের জন্য অত্যন্ত গর্বিত। আজক সেরা পারফরম্যান্স করেছে দল। ভারতের মতো দলের বিরুদ্ধে দল দারুণ পারফরম্যান্স করেছে। আমরা খুব ভালো শুরু করেছি এবং তাদের ওপর চাপ সৃষ্টি করেছি। তাদের লম্বা ব্যাটিং লাইন আপ ছিল। আমি মনে করি আমরা একটি ভালো দল এবং সেখান থেকেই পারফরম্যান্স আসে। ভালো খেললে আমাদের হারানো কঠিন, গ্রুপে দারুণ আত্মবিশ্বাস আছে। আমি বলব আমাদের জন্য দিনের সেরা পারফরম্যান্স ছিল।’
আরও পড়ুন… হেলস দুর্দান্ত খেলল, এই জয় দলের যৌথ প্রয়াসের ফলাফল- জোস বাটলার
অ্যালেক্স হেলস প্রসঙ্গে কথা বলতে গিয়ে জোস বাটলার বলেন, ‘তাঁকে (হেলস) বোলিং করা কঠিন ছিল এবং পুরো মাঠ জুড়ে তাকে স্কোর করতে দেখে ভালো লেগেছিল। তিনি মাঠের মাত্রা ভালো ব্যবহার করেছেন এবং তিনি তার ফর্ম দেখিয়েছেন। সে আজ দারুণ ছিল।’
আদিল রশিদ সম্পর্কে বলতে গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আদিল রশিদের দিনটা সবচেয়ে ভালো কেটেছে। তিনি অসামান্য ছিলেন। তিনি বৈচিত্র্য এবং বৈচিত্র অনেক আছে। তিনি হয়তো উইকেট পাননি। বাইরের লোকজন বলছে সে বেশি উইকেট নিচ্ছে না কিন্তু আমরা যখন নেটে তার মুখোমুখি হলাম, আমরা জানতাম সে ভালো বোলিং করছে।’
এরপরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রসঙ্গে জোস বাটলার বলেন, ‘আমি উইকেট নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমার মনে হয় প্রথম ১৪ ওভার আমরা ভালো ছিলাম। আমার মন আমাকে তাড়া করতে (টস জেতার পরে) যেতে বলছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।