বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ভিডিয়ো: নিজের শট দেখে নিজেই চমকে গেলেন বিরাট, ভাইরাল হল ‘কিং’ কোহলির প্রতিক্রিয়া

ভিডিয়ো: নিজের শট দেখে নিজেই চমকে গেলেন বিরাট, ভাইরাল হল ‘কিং’ কোহলির প্রতিক্রিয়া

ভাইরাল হল ‘কিং’ কোহলির প্রতিক্রিয়া

সেই শট খেলার পর কোহলিও সেই শটের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং তার গোল্ডেন প্রতিক্রিয়া দেন, যা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। তবে বিরাটের সেই প্রতিক্রিয়া সত্যি দেখার মতো ছিল। আইসিসি তার ইনস্টাগ্রামে এই শটের ভিডিয়ো শেয়ার করেছে। আইসিসি ভিডিয়োটির সঙ্গে ক্যাপশনে লিখেছে,‘কী স্ট্রাইক!’

বৃহস্পতিবার ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ২৩তম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে ছিল টিম ইন্ডিয়া। এদিন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি আরেকটি চমকপ্রদ ইনিংস খেলেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতের অপরাজিত ৬২ রানের ইনিংস চলাকালীন ৪৪ বলে তিনটি চার ও দুটি ছক্কা মেরেছিলেন বিরাট। হাফ সেঞ্চুরির এই ইনিংসে একাধিক শট মারেন কোহলি।এর মধ্যে একটি শটও ছিল,যা মেরে কোহলি নিজেও বিশ্বাস করতে পারেননি।

সেই শট খেলার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ছিল দেখার মতো। ম্যাচে ভারতের ইনিংসে ১৭তম ওভারের তৃতীয় বলে এই শটটি খেলেন বিরাট। তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিল ২উইকেটে ১৩৫রান। সেই সময়ে বিরাট কোহলি ৩৫বলে ৪৩ রান এবং সূর্যকুমার যাদব ১২বলে ২৬রানে খেলছিলেন।

আরও পড়ুন… এটাই কি T20 WC 2022-এর অন্যতম সেরা ক্যাচ! দেখুন বাবর আজমের ধরা অবিশ্বাস্য ক্যাচ

নেদারল্যান্ডসের ফাস্ট বোলার ফ্রেড ক্ল্যাসেনের সেই ডেলিভারিতে ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে সরাসরি ছক্কা মারেন বিরাট কোহলি। সেই শট খেলার পর কোহলিও সেই শটের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং তার গোল্ডেন প্রতিক্রিয়া দেন, যা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। তবে বিরাটের সেই প্রতিক্রিয়া সত্যি দেখার মতো ছিল। আইসিসি তার ইনস্টাগ্রামে এই শটের ভিডিয়ো শেয়ার করেছে। আইসিসি ভিডিয়োটির সঙ্গে ক্যাপশনে লিখেছে,‘কী স্ট্রাইক!’

আরও পড়ুন… মুম্বইয়ের সঙ্গে অজি পিচগুলির মিল আছে, তাতে লাভ হয়েছে, জানালেন ম্যাচের সেরা সূর্যকুমার

ম্যাচের তৃতীয় উইকেটে মাত্র ৪৮বলে ৯৫রানের অপরাজিত জুটি গড়েন কোহলি ও সূর্যকুমার। কোহলি ছাড়াও,সূর্যকুমার ২০৪.০০স্ট্রাইক রেটে মাত্র ২৫বলে ৫১রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। এই সময় তিনি সাতটি চার এবং একটি ছক্কা মারেন। ভারত প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ২উইকেটে ১৭৯রান তুলে ছিল। জবাবে নেদারল্যান্ডসের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে। দলটি ৯ উইকেটে মাত্র ১২৩ রান তুলতে পারে। ভারতের হয়ে অশ্বিন,অক্ষর প্যাটেল,ভুবি ও আর্শদীপ ২টি করে উইকেট নেন।

বন্ধ করুন