বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Virat chats with Rauf and Shaheen: MCG-তে মারের পর পার্থে রউফ-শাহিনের সঙ্গে হেসে কী কথা বিরাটের? নেটপাড়ায় জল্পনা

Virat chats with Rauf and Shaheen: MCG-তে মারের পর পার্থে রউফ-শাহিনের সঙ্গে হেসে কী কথা বিরাটের? নেটপাড়ায় জল্পনা

হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদির সঙ্গে বিরাট কোহলি (বাঁদিকে, ছবি সৌজন্যে এএনআই)। পাকিস্তান ম্যাচে বিরাট (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

Virat Kohli chats with Haris Rauf and Shaheen Afridi: ভাইরাল ছবিতে পার্থে পাকিস্তানের দুই পেসার শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের সঙ্গে হাসিমুখে বিরাটকে দেখা গিয়েছে। তাঁরা কী নিয়ে আলোচনা করছেন, তা নিয়ে জল্পনা শুরু নেটপাড়ায়।

মেলবোর্নে শেষের দিকে বেধড়ক মেরেছিলেন। পার্থে একেবারে হাসিমুখে পাকিস্তানের দুই তারকা হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদির সঙ্গে কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে। যে ছবি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় জল্পনা শুরু হয়েছে, কী নিয়ে তিনজনের কথা হচ্ছে?

আজ পার্থে নামছে ভারত এবং পাকিস্তান। প্রথমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ আছে বাবর আজমদের। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র শীর্ষে থাকা দুই দল - ভারত এবং দক্ষিণ আফ্রিকা নামবে। সেই ম্যাচের আগেরদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে পাকিস্তানের দুই পেসার শাহিন এবং রউফের সঙ্গে হাসিমুখে বিরাটকে দেখা গিয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পাশাপাশি দুই পাকিস্তানি তারকার সঙ্গে বিরাট কী কথা বলছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

অধিকাংশ নেটিজেন বলেন, '(বিরাট বলছেন যে) চিন্তা কর না। ভারতই জিতবে।' রবিবার পাকিস্তানের চাইবে যে ভারতের কাছে হেরে যাক দক্ষিণ আফ্রিকা। কারণ আপাতত ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র যা অবস্থা, তাতে পাকিস্তান বড়জোর দ্বিতীয় হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে। সেক্ষেত্রে ভারতের দিকে তাকিয়ে হবে পাকিস্তানকে। যে তিনটি ম্যাচ বাকি আছে ভারতের, সেই তিনটিতেই বিবাটদের জয়ের জন্য গলা ফাটাবেন বাবররা। তাতেই পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

আরও পড়ুন: Kohli reveals success recipe: 'কোনও ভিডিয়ো দেখি না', অস্ট্রেলিয়ায় বাউন্স বুঝতে ৪-৫ বলই যথেষ্ট, ফাঁস বিরাটের

পাকিস্তানের সমর্থকদের অনেকে আবার বলেছেন, ‘ওরা (ভারত) না হয় জিতে যাবে। কিন্তু আমরা নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারব তো?’ আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'ম্যাচে খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরেছে। দ্বিতীয় ম্যাচ জিম্বাবোয়ের কাছে এক রানে হেরে গিয়েছেন শাহিনরা। সেই পরিস্থিতিতে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। ভারত এবং বাংলাদেশের উপর ভাগ্য নির্ধারণ করছে। সেজন্য অবশ্য পাকিস্তানকে নিজেদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে।

আরও পড়ুন: Virat Kohli on Rohit Sharma: 'দলের সব খামতি পূরণ করতে চেয়েছি আমরা', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে রহস্য ফাঁস বিরাটের

সেই পরিস্থিতিতে তো পাকিস্তানের অনেক সমর্থক বলেছেন, 'বিরাট, কিং রবিবার তোমার ৭২ তম শতরানের জন্য অপেক্ষা করছি। জয় হিন্দ।' সেই মন্তব্যের জন্য ভারতীয়রা আবার তাঁদের খোঁচা দিতে ছাড়েননি। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে বিরাটের অপরাজিত ৮২ রানের ইনিংসের রেশ ধরে তেমনই একজন বলেন, ‘কেন? বিরাট কোহলির কথা মনে পড়ছে?’

বন্ধ করুন