প্রথম রাউন্ডের তিন ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রবেশ করল শ্রীলঙ্কা। নমিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে আগেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছিল সিংহলিরা। এবার এ-গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করেন দাসুন শানাকারা।
টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ১০ ওভারে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন কলিন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বাকি ১০ জনের ব্যক্তিগত সংগ্রহ পাশাপাশি সাজিয়ে দিলে মোবাইল নম্বর মনে হওয়াই স্বাভাবিক। ৪ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।
শ্রীলঙ্কার হয়ে ৭ রানে ৩ উইকেট নেন লাহিরু কুমারা। আরসিবির জার্সিতে আইপিএলে নজর কাড়তে না পারলেও বিশ্বকাপে সকলকে চমকে দিচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ৯ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন এদিন। ৩ রানে ২ উইকেট নিয়েছেন থিকশানা। ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন চামিরা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়। কুশল পেরেরা ৬টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। পাথুম নিসঙ্কা ০ ও আসালঙ্কা ৬ রানে আউট হন। ২ রান করে অপরাজিত থাকেন আবিষ্কা ফার্নান্ডো। ম্যাচের সেরা হয়েছেন লাহিরু কুমারা। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে নেয় শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।