সকালে অস্ট্রেলিয়া, দুপুরে ভারত - সন্ধ্যায় ফের টেস্ট র্যাঙ্কিংয়ে এট নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। আইসিসি টেস্টে র্যাঙ্কিংয়ে সেই উদ্ভট ওঠানামা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। আইসিসির র্যাঙ্কিং সিস্টেমে কোনও গোলমালের কারণে সেটা হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও বিষয়টি নিয়ে আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
আইসিসির ওয়েবসাইট অনুযায়ী, আপাতত (বুধবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট) টেস্টে বিশ্বের পয়লা নম্বর দল হল অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১২৬, পয়েন্ট ৩,৬৬৮)। দ্বিতীয় স্থানে ছিল ভারত (রেটিং পয়েন্ট ১১৫ এবং পয়েন্ট ৩,৬৯০)। যদিও কয়েক ঘণ্টা আগেই আইসিসির ওয়েবসাইটে পুরো উলটে জিনিস দেখানো হচ্ছিল। নাগপুর টেস্ট জয়ের পর ভারতের রেটিং পয়েন্ট দেখানো হচ্ছিল ১১৫। সেখানে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্টে ১১১-তে ঠেকেছিল।
আরও পড়ুন: IND vs AUS 2nd Test: দিল্লির পিচের ছবি তুলতে দিচ্ছে না, দ্বিতীয় টেস্টের আগেও কাঁদুনি অজি মিডিয়ার
আপাতত আইসিসির টেস্ট র্যাঙ্কিং
- অস্ট্রেলিয়া।
- ভারত।
- ইংল্যান্ড (রেটিং পয়েন্ট ১০৭)।
- দক্ষিণ আফ্রিকা (রেটিং পয়েন্ট ১০২)।
- নিউজিল্যান্ড (রেটিং পয়েন্ট ৯৯)।
- পাকিস্তান (রেটিং পয়েন্ট ৮৮)। শ্রীলঙ্কা (রেটিং পয়েন্ট ৮৮)।
- ওয়েস্ট ইন্ডিজ (রেটিং পয়েন্ট ৭৮)।
- বাংলাদেশ (রেটিং পয়েন্ট ৪৬)।
- জিম্বাবোয়ে (রেটিং পয়েন্ট ২৭)।
আরও পড়ুন: ICC Ranking: লাফিয়ে দুইয়ে উঠলেন অশ্বিন, টেস্ট র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি রোহিত-জাদেজা-অক্ষরের
এমনিতে আপাতত বিশ্বের একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমপর্যায়ে শীর্ষে আছে ভারত। টি-টোয়েন্টির ক্রমপর্যায়ে ভারতের রেটিং পয়েন্ট ২৬৭। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড (রেটিং পয়েন্ট ২৬৬)। তারপর আছে পাকিস্তান (রেটিং পয়েন্ট ২৫৮)। একদিনের ক্রিকেটের ক্রমপর্যায়ে ভারতের রেটিং পয়েন্ট ১১৪। তারপর আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১১২) এবং নিউজিল্যান্ড (রেটিং পয়েন্ট ১১১)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)