বাংলা নিউজ > ময়দান > ICC Women's T20 World Cup 2023: ফের মহিলা T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারতের যাত্রাটা কেমন ছিল?

ICC Women's T20 World Cup 2023: ফের মহিলা T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারতের যাত্রাটা কেমন ছিল?

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্যে এপি/পিটিআই)

ICC Women's T20 World Cup 2023 Points Table: ফের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ২০১০ সাল থেকে টানা ছ'বার বিশ্বকাপ জিতলেন অজিরা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যাত্রাটা কেমন হল এবং ভারতের যাত্রাটা কেমন ছিল, তা দেখে নিন এখানে।

শেষ হয়ে গিয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্যায়ের খেলা চলে। দুটি গ্রুপে মোট ১০ টি দল ছিল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে ওঠে। ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল হয়েছে। ফাইনাল হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

                 মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সূচি

  • দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা (১০ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, কেপটাউন): তিন রানে জিতে গিয়েছে শ্রীলঙ্কা।
  • ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (১১ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, পার্ল): সাত উইকেটে জিতেছে ইংল্যান্ড।
  • অস্ট্রেলিয়া ব;/ নাম নিউজিল্যান্ড (১১ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, পার্ল): ৯৭ রানে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।
  • ভারত বনাম পাকিস্তান (১২ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, কেপটাউন): সাত উইকেটে জিতেছে ভারত।
  • বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (১২ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, কেপটাউন): সাত উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।
  • আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড (১৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, পার্ল): চার উইকেটে জিতে গিয়েছে ইংল্যান্ড।
  • দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (১৩ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, পার্ল): ৬৫ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
  • অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (১৪ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, গাবেরহা): আট উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
  • ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (১৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, কেপটাউন): ছয় উইকেটে জিতেছে ভারত।
  • পাকিস্তান বনাম আয়ারল্যান্ড (১৫ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, কেপটাউন): ৭০ রানে জিতেছে পাকিস্তান।
  • শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (১৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, গাবেরহা): ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
  • নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (১৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, কেপটাউন): ৭১ রানে জিতেছে নিউজিল্যান্ড।
  • ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড (১৭ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, কেপটাউন): ছয় উইকেটে জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
  • ইংল্যান্ড বনাম ভারত (১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, গাবেরহা): ১১ রানে হেরে গিয়েছে ভারত।
  • দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (১৮ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, গাবেরহা): ছয় উইকেটে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।
  • পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, পার্ল): তিন উইকেটে জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
  • নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১৯ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, পার্ল): ১০২ রানে জিতে গিয়েছে নিউজিল্যান্ড।
  • ভারত বনাম আয়ারল্যান্ড (২০ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, গাবরেহা): ডার্ক-ওয়ার্থ লুইসে পাঁচ রানে জিতে গিয়েছে ভারত।
  • ইংল্যান্ড বনাম পাকিস্তান (২১ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, কেপটাউন): ১১৪ রানে জিতে গিয়েছে ইংল্যান্ড।
  • দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (২১ ফেব্রুয়ারি, রাত ১০ টা ৩০ মিনিট, কেপটাউন): ১০ উইকেটে জিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

                                 'গ্রুপ ১'-র পয়েন্ট তালিকা

এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের 'গ্রুপ ১'-তে পাঁচটি দল আছে - দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। অর্থাৎ গ্রুপ পর্যায়ে প্রতিটি দল চারটি ম্যাচ খেলেছে। যে দুটি দল শীর্ষে ছিল, সেই দুটি দল সেমিফাইনালে ওঠে।

দলম্যাচজয়হারকোনও ফল হয়নিটাইনেট রানরেটপয়েন্ট
অস্ট্রেলিয়া (কোয়ালিফাই)+২.১৪৯
দক্ষিণ আফ্রিকা (কোয়ালিফাই)+০.৭৩৮
নিউজিল্যান্ড+০.১৩৮
শ্রীলঙ্কা-১.৪৬০
বাংলাদেশ-১.৫২৯

                                  'গ্রুপ ২'-র পয়েন্ট তালিকা

২০২৩ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ আছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং ইংল্যান্ড। প্রতিটি দল চারটি ম্যাচ খেলে। তারপর যে দুটি দল গ্রুপ তালিকার শীর্ষে থাকবে, সেই দুটি দল বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পায়।

দলম্যাচজয়হারকোনও ফল হয়নিটাইনেট রানরেটপয়েন্ট
ইংল্যান্ড (কোয়ালিফাই)+২.৮৬০
ভারত (কোয়ালিফাই)+০.২০৫
ওয়েস্ট ইন্ডিজ-০.৬০১
পাকিস্তান-০.৭০৩
আয়ারল্যান্ড-১.৮১৪

                             সেমিফাইনাল ও ফাইনালের সূচি

  • প্রথম সেমিফাইনাল - অস্ট্রেলিয়া বনাম ভারত, কেপটাউন (২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট): পাঁচ রানে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।
  • দ্বিতীয় সেমিফাইনাল - ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, কেপটাউন (২৪ ফেব্রুয়ারি, শুক্রবার, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট):  ছয় রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
  • ফাইনাল - অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, কেপটাউন): ১৯ রানে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর মহাসপ্তমী কেমন কাটবে? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১০ অক্টোবরের রাশিফল নিম্নচাপের জন্ম সাগরে, আছে জোড়া ঘূর্ণাবর্তে, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি? মহিলা T20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে কচুকাটা করে সেমির পথ প্রশস্ত করল প্রোটিয়ারা! ‘‌নিজের সন্তানের মঙ্গল কামনায় ৯টা প্রদীপ জ্বালান’‌, আবেদন নির্যাতিতার মায়ের ‘টাকা নিয়ে ওঁনারা কী করেন?’ ডাক্তারদের নিয়ে নচিকেতার পুরোনো গান ভাইরাল, হল ট্রোল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.