নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড়সড় লাফ দিল বাংলাদেশ। এই টেস্টের আগে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের একেবারে শেষে। বে ওভালে জয়ের সুবাদে নয় নম্বর থেকে লম্বা লাফ দিয়ে পাঁচে উঠে আসে তারা। লিগ টেবিলে চার ধাপ উন্নতির পথে মোমিনুলরা পিছনে ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজ, নিউডিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটিই প্রথম জয়। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ফলে ৩ টেস্টে বাংলাদেশের সংগ্রহে রয়েছে আপাতত ৩৩.৩৩ গড়ে ১২ পয়েন্ট।
অস্ট্রেলিয়া আগের মতোই তিন টেস্টে ১০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা ২ টেস্টে ১০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পাকিস্তান ৪ টেস্টে ৭৫.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ৭ টেস্টে চারটি জয়-সহ ৬৩.০৯ গড়ে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। তারা রয়েছে লিগ টেবিলের চার নম্বরে।

৪ টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ পিছলে গিয়েছে ছয় নম্বরে। ৩টি টেস্টে ১১.১১ শতাংশ হারে ৪ পয়েন্ট সংগ্রহ করে নিউজিল্যান্ড রয়েছে তালিকার সাত নম্বরে। ইংল্যান্ড ৭ টেস্টে ৭.১৪ শতাংশ হারে ৬ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে নম্বরে রয়েছে। এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তারা রয়েছে তালিকার নয় নম্বরে।
উল্লেখ্য, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই অনুযায়ীই নির্ধারিত হয়েছে ক্রমতালিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।