শুভব্রত মুখার্জি: ওভালে অনুষ্ঠিত ডব্লুটিসির দ্বিতীয় সংস্করণের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচে টসে জিতে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। এ দিন ওভালের মাঠে ভারতীয় দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ভারতীয় দর্শক। এর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ছিলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মার পত্নী রিতিকা সাজদে। গ্যালারিতে দু'জনকে পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে উল্কার গতিতে ভাইরালও হয়ে গিয়েছে।
অনুষ্কার পরনে ছিল সাদা রঙের একটি শার্ট উপরে একটি সাদা, কালো ডোরা কাটা জ্যাকেট। রিতিকার পরনে ছিল সাদা রঙের শার্ট। তার উপরে ছিল কালো রঙের কোট। গ্যালারিতে পাশাপাশি বসে ভারতকে সমর্থন করতে দেখা যায় তাদের। স্ট্যান্ডে বিরাট, রোহিতের স্ত্রীকে দেখা গেলেও, তাঁদের সন্তানদের অবশ্য দেখা যায়নি গ্যালারিতে।
আরও পড়ুন: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক
এ দিকে প্রথম দিনের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে নিঃসন্দেহে বলা যায় অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদেরকে নির্বিষ করে দিয়ে পিচ কামড়ে পড়ে রয়েছেন ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথ । তাদের অবিচ্ছিন্ন জুটিতে ভর করেই ভারতকে ব্যাকফুটে ফেলে দিয়েছে অজিরা।
আরও পড়ুন: সিরাজের বলে চোট, পেনকিলার খেয়ে, দু'বার রিভিউ ঠেকিয়ে, শেষে শামির বলে বোল্ড হলেন ল্যাবুশান
প্রসঙ্গত ডব্লুটিসি ফাইনালে অস্ট্রেলিয়া পৌঁছেছিল ক্রমতালিকায় শীর্ষে থেকেই। ১৯টি টেস্ট ম্যাচ খেলে তারা জিতেছিল ১১টিতে। হেরেছিল মাত্র ৩টি। তাদের পয়েন্ট ছিল শতকরা ৬৬.৬৭। আর সেই পারফরম্যান্সের ধারাকেই যেন এ দিন বজায় রাখল অজিরা। যদিও এ দিন একটা সময়ে তাদের স্কোর ছিল তিন উইকেটে ৭৬। মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর একটি করে উইকেট নিয়ে প্যাভিলিয়নে ফেরান ডেভিড ওয়ার্নার (৪৩), উসমান খোয়াজা (০) এবং মার্নাস ল্যাবুশানকে (২৬)। এর পরেই স্মিথ এবং হেড অবিচ্ছেদ্য ২৫১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপর বসান। দিন শেষে অজিদের স্কোর তিন উইকেটে ৩২৭। স্মিথ অপরাজিত রয়েছেন ৯৫ রানে। অন্যদিকে হেড অপরাজিত রয়েছেন ১৪৬ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।