বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

IND vs AUS, WTC Final 2023: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

মাইকেল ভন এবং রবিচন্দ্রন অশ্বিন।

ইংল্যান্ডের মাঠে এই নিয়ে স্কোয়াডে থাকলেও, অশ্বিন টানা ষষ্ঠ টেস্ট খেললেন না। তাঁকে দলে রাখা নিয়ে নেটপাড়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে। পিচ এবং পরিস্থিতি দেখে টিম ম্যানেজমেন্ট অশ্বিনের থেকে একজন পেস-বোলিং অলরাউন্ডারকেই দলে রাখাটা বেশি জরুরি বলে মনে করেছে। কিন্তু সেটাই ভারতের জন্য বুমেরাং হয়ে গেল না তো?

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত তাদের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোয় হতবাক হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। শুধু মাইকেল ভন একা নন, ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভক্তদের একটি অংশ অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইংল্যান্ডের মাঠে এই নিয়ে স্কোয়াডে থাকলেও, অশ্বিন টানা ষষ্ঠ টেস্ট খেললেন না। তাঁকে দলে রাখা নিয়ে সোশ্যাল মিডিয়া নতুন বিতর্ক শুরু হয়েছে। পিচ এবং পরিস্থিতি দেখে টিম ম্যানেজমেন্ট অশ্বিনের চেয়ে শার্দুল ঠাকুরের মতো একজন পেস-বোলিং অলরাউন্ডারকেই দলে রাখাটা বেশি জরুরি বলে মনে করেছে।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-aus-wtc-final-live-score-all-updates-of-india-vs-australia-icc-world-test-championship-2023-final-at-oval-31686123327148.html

ফাইনালের প্রথম দিনের দুই সেশনের খেলা দেখে মনে হয়েছে, যতই সবুজ পিচ হোক না কেন, অশ্বিনকে নিলে হয়তো ঠিক সিদ্ধান্ত হত ভারতের। কারণ ৩ উইকেট হারিয়ে হাসতে হাসতে ৫৯ ওভারে ২০০ পার করে গিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড স্বচ্ছন্দে ব্যাট করছেন আপাতত। কোনও পেসার সে ভাবে কিছু দাগই কাটতে পারছেন না। তা হলে অশ্বিনকে খেলালে কী ক্ষতিটা হত? বরং স্পিন খেলতে ল্যাজেগোবরে হওয়া অজি ব্যাটাররা কিছুটা ধাক্কা খেতেন।

আরও পড়ুন: ICC টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও ফাইনাল খেলা হল না, ১২ বছর পর ফের ধাক্কা খেলেন অশ্বিন

সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বলেছেন, ‘আমি যদি রোহিতের জায়গায় থাকতাম, তা হলে অশ্বিনকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া এত সহজ হত না। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অনেক সুবিধা হয়।’ রিকি পন্টিং আবার বলেছেন, ‘শুধু প্রথম ইনিংসের কথা ভেবে কেউ দল নির্বাচন করে না। অস্ট্রেলিয়ার দলে এত জন বাঁ-হাতি ব্যাটার। উইকেটে ঘাস থাকলেও অশ্বিন ওদের সমস্যায় ফেলতে পারত।’

আর মাইকেল ভন এক লাইনেই একই কথা বলেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘অশ্বিন নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে। ভারতের জন্য একটি বড় ভুল!!’

বরং প্রথম দিনের দ্বিতীয় সেশনে বল করতে এসে ভারতের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা কিছুটা চাপে রাখছেন অজি ব্যাটারদের। তাঁকে খেলতে সমস্যায় পড়তে হচ্ছে স্মিথদের। আর এটা দেখে, রোহিত শর্মা নিঃসন্দেহে কপালই চাপড়াচ্ছেন। গত বারও দল নির্বাচনের ভুলে হারতে হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবারও আবার দল নির্বাচনে বড় ভুল। ফের তীরে এসে তরী ডুববে না তো? প্রশ্নটা কিন্তু প্রথম দিন ভারতীয় পেসারদের হাল দেখে উঠতে শুরু করেছে!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪০০ মধ্যে ভারতকে গুটিয়ে দেবে বাংলাদেশ- দ্বিতীয় দিনের আগে মাহমুদ হাসানের হুঙ্কার কাউন্টিতে ফের ৯ উইকেট যুজি চাহালের, দুই ম্যাচে শিকার ১৮, নজর কাড়লেন উনাদকাটও ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.