বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটসম্যানকে মাথা নোয়াতে বাধ্য করলেন অশ্বিন- ভিডিয়ো

IND vs AUS: একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটসম্যানকে মাথা নোয়াতে বাধ্য করলেন অশ্বিন- ভিডিয়ো

একই ওভারে জোড়া সাফল্য অশ্বিনের। ছবি- পিটিআই।

India vs Australia 2nd Test: অশ্বিন আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়া। বিশ্বের সেরা দুই ব্যাটসম্যান কীভাবে একই ওভারে রবিচন্দ্রনের কাছে আত্মসমর্পণ করেন, দেখে নিন ভিডিয়ো।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে স্পিন আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়া। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে দেখলেই আঁতকে উঠছেন অজি ব্যাটসম্যানরা।

নাগপুর টেস্টের দুই ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় অস্ট্রেলিয়ার রথী-মহারথী ব্যাটসম্যানদের। অশ্বিন নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট দখল করেন। এবার দিল্লি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই একজোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন।

কোটলায় প্রথম দিনের লাঞ্চের আগে একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর টেস্ট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান অশ্বিন। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানকে নিতান্ত অসহায় দেখায় অশ্বিনের সামনে।

দলগত ৫০ রানের মাথায় ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন মার্নাস ল্যাবুশান, যিনি এই মুহূর্তে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। ক্রিজে এসে দ্রুত ৪টি বাউন্ডারি মারেন তিনি। আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করার পরেই অশ্বিনকে উইকেট দিয়ে আসেন মার্নাস। ২২.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। ২৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান। অস্ট্রেলিয়া দলগত ৯১ রানের মাথায় ২ উইকেট হারায়।

আরও পড়ুন:- IND vs AUS: স্পিনারদের নিয়ে হোমওয়ার্ক, ফের সিলেবাসের বাইরে থাকা শামির গতির শিকার ওয়ার্নার- ভিডিয়ো

সেই ওভারের শেষ বলে সদ্য ক্রিজে আসা স্টিভ স্মিথের উইকেট তুলে নেন অশ্বিন। স্মিথ এই মুহূর্তে আইসিসির দুই নম্বর টেস্ট ব্যাটসম্যান। ২২.৬ ওভারে অশ্বিনের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন স্মিথ। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৯১ রানের মাথাতেই তৃতীয় উইকেট হারায়।

আরও পড়ুন:- Ranji Trophy Final: ঘোর দুশ্চিন্তায় বাংলা শিবির! চোট পেয়ে মাঠ ছাড়লেন ফর্মে থাকা ব্যাটসম্যান

কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তারা দিনের প্রথম সেশনে ৩ উইকেটের বিনিময়ে ৯৪ রান তোলে। দ্বিতীয় সেশনে ১০৫ রান যোগ করে আরও ৩টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১৯৯ রান।

চায়ের বিরতির পরে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৬৩ রানে অল-আউট হয়ে যায়। উসমান খোয়াজা দলের হয়ে সব থেকে বেশি ৮১ রান করেন। ৭২ রানে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব। ৩৩ রানের কার্যকরী যোগদান রাখেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। ভারতের হয়ে প্রথম ইনিংসে মহম্মদ শামি ৪টি উইকেট দখল করেন। ৩টি করে উইকেট পকেটে পোরেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। উইকেট পাননি মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের অপেক্ষার অবসান! মাস দুয়েকের মধ্য়েই বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান ‘সংখ্যালঘুদের গো মাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, বেলগাম আক্রমণ যোগীর অধিক VVPAT ব্যবহারের জন্য রাজনৈতিক সংগ্রাম চলবে, বার্তা কংগ্রেসের ১০০ শতাংশ ভোট পড়ল কর্ণাটকের প্রত্যন্ত এই গ্রামে, এখানে ভোটারের সংখ্যা কত জানেন? ‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট

Latest IPL News

পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.