বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ১০ বছরে ভারতে এসে এত ভালো স্পিন বল করেনি কোনও বিদেশি দল, সার্টিফিকেট দ্রাবিড়ের

IND vs AUS: ১০ বছরে ভারতে এসে এত ভালো স্পিন বল করেনি কোনও বিদেশি দল, সার্টিফিকেট দ্রাবিড়ের

অজিদের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাথান লিয়ন। (ছবি সৌজন্যে রয়টার্স)

IND vs AUS: রাহুল দ্রাবিড় বলেন, ‘ওরা (অজি স্পিনাররা) এই সিরিজে অনবদ্য পারফরম্যান্স করেছে। নেতৃত্ব দিয়েছে অবশ্যই নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার হয়ে লিয়ন দুরন্ত পারফরম্যান্স করছে। দীর্ঘদিন ধরে লিয়ন খুব ভালো পারফরম্যান্স করেছে।’

শুভব্রত মুখার্জি

সবেমাত্র শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। ২-১ ফলে অজিদের হারিয়ে সিরিজ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত হয়েছে ভারতীয় দলের। সিরিজের ফলাফল দেখে অবশ্য বোঝার উপায় নেই যে কতটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। আর অজিদের পক্ষে তা সম্ভব হয়েছে তাদের স্পিনারদের অনবদ্য পারফরম্যান্সের কারণেই। সিরিজ শেষের পর সেকথা কার্যত মেনে নিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। অজি স্পিনারদের প্রশংসা করার পাশাপাশি রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, শেষ ১০ বছরে ভারতীয় দলের খেলা সেরা এটাই স্পিন অ্যাটাক।

আমদাবাদ টেস্ট শেষে দ্রাবিড় জানিয়েছেন, 'ওরা (অজি স্পিনাররা) এই সিরিজে অনবদ্য পারফরম্যান্স করেছে। নেতৃত্ব দিয়েছে অবশ্যই নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার হয়ে লিয়ন দুরন্ত পারফরম্যান্স করছে। দীর্ঘদিন ধরে লিয়ন খুব ভালো পারফরম্যান্স করেছে। এই গোটা সিরিজে ও লিয়নের পারফরম্যান্স অনবদ্য। যেভাবে নিয়ন্ত্রণ করেছে, ভারতীয় ব্যাটারদের উপর চাপ বাড়িয়েছে তা কামিন্স (প্যাট) এবং স্মিথের (স্টিভ) জন্য খুব ভালো। অনেক সময়েই আমরা দেখেছি বিদেশি দলের একজন স্পিনার খুব ভালো হয়। তবে বাকিরা অনেক বেশি রান দিয়ে ফেলে। তবে দুই নবীন স্পিনারকে (টড মার্ফি এবং ম্যাথু কুহনেম্যান) কৃতিত্ব দিতেই হবে। ওরা ও চাপটা রেখে দিয়েছিল। পাশাপাশি উইকেট ও তুলে নিয়েছে ওরা। '

দ্রাবিড় আরও যোগ করেন, 'আমাদের দলের অনেকেই এই কথাটা বলেছে যে ধরনের কোয়ালিটি স্পিন বোলিং তাদের খেলতে হয়েছে, এই সিরিজে তাতে করে এই সিরিজ জয়ের মিষ্টতা আরও বেশি বেড়ে গিয়েছে। অনেকেই এটা বলেছে, (মন্টি) পানেসর এবং (গ্রেম) সোয়ানের পরে তারা এত ভালো স্পিন বোলিং ভারতের মাটিতে দীর্ঘদিন খেলেনি। তারা এমন কিছু স্পিনারকে খেলেছে, যারা ব্যক্তিগতভাবে খুব ভালো। তবে আমাদের খেলা শেষ ১০ বছরে অন্যতম সেরা অজি স্পিন বোলিং অ্যাটাককে আমরা খেলেছি এই সিরিজে।'

সিরিজ নিয়ে দ্রাবিড়ের মতে, 'সিরিজে কঠিন লড়াই হয়েছে। এমন এমন মুহূর্ত এসেছে, যখন আমাদেরকে প্রবল চাপের মুখে পড়তে হয়েছে। আমরা আমাদের সামর্থ্য মতো তার জবাব দিয়েছি। প্রথম টেস্টে শতরান করে রোহিত (শর্মা) আমাদের নেতৃত্ব দিয়েছে। আর এখানে (আমদাবাদে) বিরাট শতরান করে সেটা শেষ করেছে। এছাড়াও শুভমন (গিল), (রবীন্দ্র) জাদেজা এবং অক্ষর প্যাটেলও খুব ভালো খেলেছে। আমাদের এমন ক্রিকেটারদের দরকার ছিল, যারা চাপের মধ্যে পারফরম্যান্স করবে। সেটা এই সিরিজে আমরা খুঁজে পেয়েছি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন