বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ভিডিয়ো-জাদেজার নো বলে উইকেট, হতাশা চাপতে পারলেন না রাহুল দ্রাবিড়

IND vs AUS: ভিডিয়ো-জাদেজার নো বলে উইকেট, হতাশা চাপতে পারলেন না রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় ও জাদেজা। ছবি- পিটিআই ও এএনআই

তৃতীয় টেস্টে শুরু থেকেই চাপে ভারত। অজি স্পিনারদের দাপটে মাত্র ১০৯ রানে অলআউট টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে বেশ ছন্দে অজি ব্যাটাররা। তবে এই ম্যাচে জাদেজার বলে মার্নাস ল্যাবুশান ফিরে যান। পরে দেখা যায় নো বল করেছেন জাদেজা। বাতিল হয়ে যায় আউটটি। যা দেখে হতাশ দ্রাবিড়। 

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চলছে ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। তৃতীয় টেস্টের প্রথম দিনে টানটান উত্তেজনা তৈরি হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নামলে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। অজি বোলারদের দাপটে প্রথম দিনই ১০ উইকেট হারায় ভারত। মাত্র ১০৯ রান করে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ১০টি উইকেটের মধ্যে নয়টি উইকেট নেন অস্ট্রেলিয়ার স্পিনাররা। মহাম্মদ সিরাজ রান আউট হন। অজি স্পিনার ম্যাথিউ কুনিম্যান পাঁচ উইকেট নেন। ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন নাথান নিয়ন। টড মার্ফি নেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানে চার উইকেট হারিয়ে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৪৭ রানে এগিয়ে রয়েছে তারা। দুই ওভারের মাথায় অস্ট্রেলিয়ার ১২ রানে আউট হন ওপেনার ট্রাভিস হেড। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। এরপরই ইনিংসের চার ওভারের মাথায় বল করতে আসেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার বলে আউট হয়ে যান মার্নাস ল্যাবুশান। আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকেন তিনি। তখন নো বল চেকিংয়ের জন্য তাঁকে আটকান মাঠে দায়িত্বে থাকা আম্পায়াররা। দেখা যায় ক্রিজের বাইরে পা পড়েছে রবীন্দ্র জাদেজার। নো বল ঘোষণা করা হয়।

জীবন ফিরে পান লাবুশেন। জাদেজার প্রথম ওভারে একটি নো বল আগেই করেন। সেই সময় ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে মাথা নাড়তে দেখা যায়। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। রাহুলের মাথা নাড়ানোর বিষয়টিকেই তিনি তুলে ধরেন। জাদেজার নো বলে যে দ্রাবিড় বেজায় বিরক্ত তা স্পষ্ট বোঝা যায়।

আগের দুই টেস্ট ম্যাচের মতো এই ম্যাচেও বল ঘুরবে বলে আগাম বার্তা দেওয়া হয়। তবে প্রথম দিনেই যেভাবে বল ঘুরতে শুরু করেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন এই পিচকে তৃতীয় দিনের পিচ বলে অভিহিত করেন।

টসে জিতে ব্যাট করতে নেমে কোনও ভারতীয় ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেনি। রোহিত শর্মা, শুভমান গিলরা ফিরে যান তাড়াতাড়ি। তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম একাদশে দুটি বদল এনেছে ভারতীয় দল। লোকেশ রাহুলের পরিবর্তে জায়গা পেয়েছেন শুভমন গিল। পেসার মহাম্মদ শামিকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে উমেশ যাদবকে।

বন্ধ করুন