বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ইন্দোরের মতোই ঘূর্ণি পিচ আমদাবাদে? রহস্য ফাঁস স্মিথের, তৈরি ভারতের চাপ বাড়াতে

IND vs AUS: ইন্দোরের মতোই ঘূর্ণি পিচ আমদাবাদে? রহস্য ফাঁস স্মিথের, তৈরি ভারতের চাপ বাড়াতে

পিচ দেখছেন এবং গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলছেন স্মিথ। ছবি- এএফপি 

বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে শোরগোল ফেলে দিয়েছে পিচ বিতর্ক। ফলে আমদাবাদের দিকে নজর সবার। পিচ দেখে বড়সড় আপডেট দিলেন স্মিথ। 

আমদাবাদে আগামী ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গভাসকার ট্রফির চতুর্থ ম্যাচ। এটাই টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এখনও পর্যন্ত ১-২ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিততেই হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের (অন্য কোনও দলের উপর নির্ভর না করেই ফাইনালে যেতে)। ফলে এই ম্যাচ ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

তবে অজিরাও চায় সিরিজ হাতছাড়া না করতে। অন্তত শেষ ম্যাচ জিতলে বর্ডার-গাভাসকর ট্রফি ড্র হবে। সেই দিকেই ফোকাস করছে অজি শিবির। আর গত ম্যাচের পর ইন্দোরের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। ইন্দোরা আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে যায় খেলা। ফলে আমদাবাদের পিচ নিয়ে কৌতূহল রয়েছে। কেমন হতে পারে আমদাবাদের পিচ। এবার সেই আপডেট দিলেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ায় বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পালন করছেন স্মিথ। আমদাবাদের পিচ দেখে স্টিভ স্মিথ বলেন, ‘এই পিচটি আগের তিনটি পিচের থেকে একটু আলাদা। আশা করা যাচ্ছে ব্যাটারদের জন্য এই পিচটি খুবই ভালো হবে।’

অস্ট্রেলিয়া চার ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে। কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচটি জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে। আগের ম্যাচটিতে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ আমদাবাদ টেস্টে নামার আগে বলেন, ‘ভারতের বিরুদ্ধে আমরা সিরিজে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করব। আশা করছি এবার উইকেট একটু অন্যরকম হতে পারে। গত ম্যাচে প্রথম দিন বল যেমন স্পিন হয়েছিল সেই রকম নাও হতে পারে।’ স্মিথ আরও বলেন, ‘চতুর্থ টেস্ট ম্যাচের পিচটি আগের তিনটি পিচের তুলনায় যথেষ্ট ভালো লাগছে। ঘাসও রয়েছে। ফলে ভালো ম্যাচ হবে। বড় রান দেখতে পারব আমরা।’

আমদাবাদে বর্তমানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। খুবই গরম সেখানে। তাই স্মিথ আশা করছে যে, পিচে হয়ত আর ফাটল ধরবে না। গ্রাউন্ডসম্যানদের একজন বলেছেন, ‘আমরা এখনও পিচে জল দিয়ে যাব। তবে হ্যাঁ আমরা অপেক্ষাও করব, যাতে খেলার আগে পিচে যাতে কোনও সমস্যা না হয়।’

গত তিন ম্যাচে সেই ভাবে বড় রান হয়নি। এই ম্যাচ জিততে হলে বড় রান করতে হবে বলে জানান স্মিথ। অজি ক্রিকেটার জানান, ‘গত তিন ম্যাচে আমাদের দুই দলেরই স্কোর খুব বেশি ওঠেনি। ২০০-২৫০ এর মধ্যে থেকেছে। কিন্তু আমদাবাদে যা পিচ। সেখানে জিততে হলে আমাদের ৪০০ রান করতেই হবে। নইলে জেতা সম্ভব হবে না। কারণ ভারত এই ম্যাচ জিততে নিজেরে সেরাটা দেবে। এক ইঞ্চিও জমি ছাড়বে না তারা। ফলে আমাদের দেখে শুনে খেলতে হবে।’

বন্ধ করুন