অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডার। অজিদের প্রথম ইনিংসে করা ৪৬৯ রান তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়েন ভারতরে ব্যাটসম্যানরা। এমন কী ২০ ওভারের আগেই ৭১ রান ৪ উইকেট হারিয়ে বসেছিল টিম ইন্ডিয়া। তারকা ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা (১৫), শুভমন গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪), এবং বিরাট কোহলিরা (১৪) কার্যত উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে যান। এতে ভারতের মাথায় নেমে আসে পাহাড় প্রমাণ চাপ।
দ্বিতীয় দিনের শেষেই ভারত তাদের অর্ধেক উইকেট হারিয়ে বসেছিল। ৫ উইকেট দ্বিতীয় দিনে পড়ে গিয়েছিল ভারতের। এবং তৃতীয় দিনের প্রথম সেশনে কেএস ভারতও ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করে সাজঘরে ফিরে যান। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ফাইনালের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। বেশির ভাগ ক্রিকেট বিশেষজ্ঞই রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ সকলে দাবি করেছিলেন, অশ্বিন ভারতীয় বোলিংকে শক্তিশালী করতে পারতেন। কিন্তু স্টিভ এর পাশাপাশি আরও দাবি করে বলেছেন, তারকা অফ-স্পিনার শুধু বোলিং নয়, ব্যাটিং অর্ডারকেও শক্তিশালী করতে পারতেন।
আরও পড়ুন: আউট হয়েও হলেন না সিরাজ, সাজঘরে হাঁটা লাগিয়েছিল অজি দল, ফের নামতে হল মাঠে- ভিডিয়ো
এএপি-কে স্টিভ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি অশ্বিনকে ওর ব্যাটিংয়ের জন্যই বাছাই করতাম, ওর বোলিংয়ের কথা তো বাদই দিলাম। আর তাই আমি বিশ্বাস করতে পারছি না যে, ও খেলছে না। কারণ ও পাঁচটি টেস্ট সেঞ্চুরিও করেছে। এটা সত্যিই খুব অদ্ভূত।’
তিনি আরও যোগ করেছেন, ‘এই উইকেটটি উপরে সবুজ দেখালেও, নীচে এটি কিছুটা শুষ্কই। মেঘাচ্ছন্ন আকাশ আর সবুজ পিচ দেখে আচ্ছন্ন হয়ে ভাবতে পারেন যে, এটি সব কিছু করতে চলেছে। কিন্তু সূর্য বের হওয়ার সঙ্গে সঙ্গে এটি সম্পূর্ণ আলাদা চরিত্র হয়ে যায়। এবং দ্রুত শুকিয়ে যায়। আমি মনে করি (ভারত) ভুল দল নির্বাচন করেছে। এই টেস্ট ম্যাচে স্পিন একটি বড় ভূমিকা পালন করছে।’
আরও পড়ুন: প্রথমে রাহানে তারপর শার্দুল 'আউট' নো-বলে, দু'বারই জীবনদানের নেপথ্যে কামিন্স
ভারতের হয়ে, কামব্যাক ম্যান অজিঙ্কা রাহানে ১২৯ বলে একটি ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। আর শার্দুল ঠাকুর ১০৯ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন। এ ছাড়া দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ৫১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা অবশ্য তথৈবচ।
রাহানে-শার্দুল জুটি সপ্তম উইকেটে ১০৯ রান যোগ না করলে ভারত ফলোয়ান বাঁচাতে পারত কিনা সন্দেহ। তবে তাঁদের লড়াইয়ে ফলোয়ান বাঁচলেও, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৩ রানের বিশাল লিড পায়। টিম ইন্ডিয়ার জন্য যেটা চাপের হয়ে গিয়েছে।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ৪ উইকেট পড়ে গিয়েছে। তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ১২৩ রান অজিদের। তবে বিশাল লিড থাকায় অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।