IND vs AUS WTC Final: রাহানেকে নিয়ে লড়াই জারি কোহলির, জিততে ২৮০ রান দরকার ভারতের
জমাট ব্যাটিং বিরাট কোহলির। ছবি- এএফপি।
জমাট ব্যাটিং বিরাট কোহলির। ছবি- এএফপি।
ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দু'দিনে দাপট দেখায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে পালটা লড়াই চালায় ভারত। চতুর্থ দিনের খেলা শুরুর আগে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়াই। তবে ভারত এখনও ম্যাচ থেকে দূরে সরে যায়নি। যদিও চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়া সম্ভব হয়নি ভারতের পক্ষে। তাই জয়ের লক্ষ্য নিতান্ত নাগালে বলা যাবে না টিম ইন্ডিয়ার। এক্ষেত্রে শেষ ইনিংসে জমাট ব্যাটিংয়ে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েই গিয়েছে রোহিতদের। আপাতত চতুর্থ দিনের শেষে লড়াইয়ে দারুণভাবে টিকে রয়েছে ভারত।
জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ভারত। চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার আরও ২৮০ রান। ৬০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। তিনি ৭টি চার মেরেছেন। অজিঙ্কা রাহানে ৫৯ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লিয়ন। জিততে হলে শেষ দিনে ৭টি উইকেট দরকার অস্ট্রেলিয়ার।
অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন বিরাট কোহলি। ৩৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। বিরাট কোহলি ৫০ বলে ৩৯ রান করেছেন। মেরেছেন ৬টি চার। অজিঙ্কা রাহানে ৩৭ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ৩টি চার।
৩১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩০ রান। ৩৫ বলে ২৫ রান করেছেন বিরাট কোহলি। ২৮ বলে ১২ রান করেছেন অজিঙ্কা রাহানে।
২৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। বিরাট কোহলি ২৪ বলে ২০ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ১৫ বলে ৩ রান করেছেন রাহানে।
২৩তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১০১ রান। কোহলি ৮ রানে ব্যাট করছেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২০০০ রান পূর্ণ করেন।
10 Jun 2023, 09:10 PM IST২০.৪ ওভারে প্যাট কামিন্সের বাউন্সারে টি-২০-র মতো ব়্যাম্প শট খেলতে গিয়ে উইকেটকিপারের দস্তানায় ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৪৭ বলে ২৭ রান করেন পূজারা। মারেন ৫টি চার। ভারত ৯৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।
১৯.৫ ওভারে নাথন লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। রিভিউ নিয়েও বাঁচেননি ভারত অধিনায়ক। ৬০ বলে ৪৩ রান করেন হিটম্যান। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। ৯২ রানে ২ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। পূজারা ২৭ রানে ব্যাট করছেন।
10 Jun 2023, 08:55 PM IST১৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৮ রান। ৪৩ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। ২৩ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা।
১৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৬ রান। চেতেশ্বর পূজারা ২৫ বলে ১৯ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। রোহিত ব্যাট করছেন ৩৭ রানে।
10 Jun 2023, 08:28 PM IST১৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬ রান। রোহিত শর্মা ৪১ বলে ৩৩ রান করেছেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ১৯ বলে ১৩ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।
চায়ের বিরতির পরে রোহিতের সঙ্গে মাঠে নামেন পূজারা। তিনি অষ্টম ওভারের শেষ বলে চার মেরে খাতা খোলেন। নবম ওভারে স্টার্কের বলে ২টি চার মারেন রোহিত। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৩ রান। রোহিত ৩০ রানে ব্যাট করছেন।
10 Jun 2023, 07:40 PM IST৭.১ ওভারে বোল্যান্ডের বলে স্লিপে শুভমন গিলের ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। যদিও টেলিভিশন রিপ্লে দেখে মনে হয় যে, বল মাটি ছুঁয়েছিল। গিল ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। মারেন ২টি চার। ভারত ৪১ রানে ১ উইকেট হারায়। গিল আউট হওয়া মাত্রই আম্পায়াররা চতুর্থ দিনের চায়ের বিরতি ঘোষণা করেন। জিততে ভারতের দরকার এখনও ৪০৩ রান। রোহিত ২২ রানে ব্যাট করছেন।
সপ্তম ওভারে মিচেল স্টার্কের বলে ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। রোহিত ২২ ও গিল ১৮ রানে ব্যাট করছেন।
10 Jun 2023, 07:28 PM IST৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮ রান। গিল ১৫ বলে ১৪ রান করেছেন। মেরেছেন ২টি চার। রোহিত ২১ বলে ১৪ রান করেছেন। মেরেছেন ৩টি চার।
তৃতীয় ওভারে প্যাট কামিন্সের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ২টি চার মারেন শুভমন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯ রান। রোহিত ১০ ও গিল ৯ রানে ব্যাট করছেন।
10 Jun 2023, 07:01 PM ISTযথারীতি শেষ ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন প্যাট কামিন্স। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে ভারত।
শুধু ওভালেই নয়, বরং অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে নিজেদের তথা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করতে হবে ভারতকে। বিস্তারিত পড়ুন:- IND vs AUS WTC Final: টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে ওভালে ১২১ বছরের পুরনো রেকর্ড ভাঙতে হবে ভারতকে
10 Jun 2023, 06:48 PM IST৮৪.৩ ওভারে মহম্মদ শামির বলে পরিবর্ত ফিল্ডার অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ২৭০ রানে ৮ উইকেট হারানোর পরেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ফলে প্রথম ইনিংসের ১৭৩ রানের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে ৪৪৩ রানে। অ্যালেক্স ক্যারি ১০৫ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার মারেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৩টি, উমেশ যাদব ও মহম্মদ শামি ২টি করে এবং মহম্মদ সিরাজ ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য ভারতের দরকার ৪৪৪ রান।
৮২.৬ ওভারে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন মিচেল স্টার্ক। ৫৭ বলে ৪১ রান করেন তিনি। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ২৬০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।
10 Jun 2023, 06:29 PM IST৮০ ওভারের খেলা শেষ হওয়ার ঠিক পরেই ভারত দ্বিতীয় ইনিংসে নতুন বল নিয়ে নেয়। তবে নতুন বলে ২ ওভার বল করার পরেও কোনও উইকেট তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ৮২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২৫২ রান। ক্যারি ৬৪ ও স্টার্ক ৩৩ রানে ব্যাট করছেন।
৭৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে ৪০২ রানে। অ্যালেক্স ক্যারি ৫৬ রানে ব্যাট করছেন। ২৪ রান করেছেন মিচেল স্টার্ক।
10 Jun 2023, 06:05 PM IST৬টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেক্স ক্যারি। ৭৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২২৩ রান। ক্যারি ৫০ ও স্টার্ক ২৪ রানে ব্যাট করছেন।
৭৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২১৪ রান। ৪৯ রানে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি। ১৬ রান করেছেন মিচেল স্টার্ক।
10 Jun 2023, 05:50 PM ISTলাঞ্চের পরে জাদেজার বলে ১টি চার মারেন মিচেল স্টার্ক। উমেশ যাদবের বলে ১টি চার মারেন অ্যালেক্স ক্যারি। ৭২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২১০ রান। ৪৬ রানে ব্যাট করছেন ক্যারি।
চতুর্থ দিনের লাঞ্চের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৭০ ওভার ব্যাট ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসের ১৭৩ রানের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ৩৭৪ রানে। অ্যালেক্স ক্যারি ৬১ বলে ৪১ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৫টি চার মেরেছেন। মিচেল স্টার্ক ১৯ বলে ১১ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। জাদেজা ৪৫ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৩২ রানে ২টি উইকেট নিয়েছেন উমেশ যাদব।
10 Jun 2023, 04:56 PM IST৬৯তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৬ উইকেটে ২০০ রান। ৪১ রানে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি। ১০ রান করেছেন মিচেল স্টার্ক।
৬৪তম ওভারে সিরাজের বলে ২টি চার মারেন ক্যারি। অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৭ রান। তাদের হাতে লিগ রয়েছে ৩৫০ রানের। ক্যারি ৩২ রানে ব্যাট করছেন।
10 Jun 2023, 04:30 PM IST৬২.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। জাদেজার বল প্যাডে খেলার চেষ্টা করেন গ্রিন। তবে বল ক্যামেরনের গ্লাভসে লেগে পিচে ড্রপ করার পরে স্টাম্পে গিয়ে লাগে। ৯৫ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক। ২২ রানে ব্যাট করছেন ক্যারি।
৬২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৬ রান। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে তারা এগিয়ে রয়েছে ৩৩৯ রানে। ২৫ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ২১ রানে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি।
10 Jun 2023, 04:00 PM IST৫৭তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৫ উইকেটে ১৫১ রান। ২৩ বলে ১৪ রান করেছেন অ্যালেক্স ক্যারি। তিনি ২টি চার মেরেছেন। ৭৪ বলে ২১ রান করেছেন ক্যামেরন গ্রিন। তিনি ৩টি চার মেরেছেন।
৫৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৩ রান। তাদের হাতে লিড রয়েছে ৩১৬ রানের। ২০ রানে ব্যাট করছেন গ্রিন। ৭ রান করেছেন অ্যালেক্স ক্যারি।
10 Jun 2023, 03:30 PM IST৫০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৩৫ রান। ৫১ বলে ১৪ রান করেছেন ক্যামেরন গ্রিন। তিনি ২টি চার মেরেছেন। ৪ বলে ৫ রান করেছেন ক্যারি।
দিনের শুরুতেই বড় সাফল্য পেল ভারত। চতুর্থ দিনের তৃতীয় ওভারে আউট হলেন মার্নাস ল্যাবুশান। ৪৬.৪ ওভারে উমেশ যাদবের বলে স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন মার্নাস। ১২৬ বলে ৪১ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়ার ১২৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। তিনি মাঠে নেমেই চার মারেন। ৪৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১২৮ রান। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৩০১ রানের।
10 Jun 2023, 03:01 PM ISTচতুর্থ দিনে ব্যাটিং শুরু করেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান ও ক্যামেরন গ্রিন। ভারতের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন গ্রিন। ৪৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২৪ রান।
ওভালে শেষ ইনিংসে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ইনিংসে ৯ উইকেটে ২৬৩ রান তুলে ম্যাচ জেতে তারা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২৯৬ রানের। সুতরাং, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস যত রানেই শেষ হোক না কেন, জিততে হলে ভারতকে ওভালে রেকর্ড রান তাড়া করতে হবে।
10 Jun 2023, 02:20 PM ISTতৃতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। তারা সাকুল্যে ৬৯.৪ ওভার ব্যাট করে। অজিঙ্কা রাহানে ৮৯ ও শার্দুল ঠাকুর ৫১ রান করেন। প্যাট কামিন্স ৩টি এবং স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানের বড়সড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে। সুতরাং, অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২৯৬ রানের। ৩৪ রানে আউট হন স্টিভ স্মিথ। ল্যাবুশান ৪১ ও গ্রিন ৭ রানে নট-আউট থাকেন। ২টি উইকেট নিয়েছেন জাদেজা।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৬৯ রানে। তারা সাকুল্যে ১২১.৩ ওভার ব্যাট করে। ট্রেভিস হেড ১৬৩ ও স্টিভ স্মিথ ১২১ রান করেন। মহম্মদ সিরাজ ৪টি এবং শামি ও শার্দুল ২টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৩৮ ওভারে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। ৪৮ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। রাহানে ২৯ ও কেএস ভরত ৫ রানে নট-আউট থাকেন।
10 Jun 2023, 02:21 PM ISTওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৭ রান সংগ্রহ করে। স্টিভ স্মিথ ৯৫ ও ট্রেভিস হেড ১৪৬ রানে অপরাজিত থাকেন।