বাংলা নিউজ > ময়দান > IND vs ENG 3rd T20I: ব্যর্থ হল সূর্যকুমারের শতরান, নটিংহ্যামে লড়ে হার ভারতের
শতরানের পরে সূর্যকুমার। ছবি- এএফপি (AFP)

IND vs ENG 3rd T20I: ব্যর্থ হল সূর্যকুমারের শতরান, নটিংহ্যামে লড়ে হার ভারতের

শেষ টি-২০ ম্যাচে হার মানলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

এজবাস্টন টেস্ট হারের মধুর প্রতিশোধ নেওয়া গিয়েছে এজবাস্টনেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে। এবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। সেই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল রোহিত শর্মার সামনে। যদিও ট্রেন্ট ব্রিজে ভারত হেরে বসায় সেই সুযোগ হাতছাড়া হয় ভারত ও রোহিতের।

10 Jul 2022, 11:23:37 PM IST

সিরিজের সেরা ভুবনেশ্বর

তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামেননি। তা সত্ত্বেও প্রথম ২টি ম্যাচের পারফর্ম্যান্স দিয়েই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভুবনেশ্বর কুমার। তিনি ২টি ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন।

10 Jul 2022, 11:22:03 PM IST

ম্যাচের সেরা টপলি

২২ রানে ৩টি উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রীস টপলি। তিনি খেতাবের দৌড়ে পিছনে ফেলে দেন ডেভিড মালান, সূর্যকুমার যাদবদের।

10 Jul 2022, 10:47:50 PM IST

১৭ রানে হার ভারতের

ম্যাচের শেষ বলে বিষ্ণোইকে বোল্ড করেন জর্ডন। রবি ২ বলে ২ রান করে আউট হন। আবেশ ১ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ৭ উইকেটে ২১৫ রানের জবাবে ভারত তাদের ইনিংস শেষ করে ৯ উইকেটে ১৯৮ রানে। হাই-স্কোরিং ম্যাচে ১৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে টিম ইন্ডিয়া। যদিও ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। 

10 Jul 2022, 10:44:47 PM IST

হার্ষাল আউট

১৯.৪ ওভারে  জর্ডনের বলে গ্লিসনের হাতে ধরা পড়েন হার্ষাল প্যাটেল। ৬ বলে ৫ রান করেন তিনি। ভারত ১৯৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই।

10 Jul 2022, 10:41:07 PM IST

সূর্যকুমার আউট

১৯তম ওভারে মইন আলির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার। শেষে ১৮.৫ ওভারে সল্টের হাতে ধরা পড়েন তিনি। ১৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১১৭ রান করে মাঠ ছাড়েন যাদব। ভারত ১৯১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবেশ খান। ১৯ ওভারে ভারেতর স্কোর ৭ উইকেটে ১৯৫ রান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ভারতের।

10 Jul 2022, 10:32:39 PM IST

জাদেজা আউট

১৭.২ ওভারে গ্লিসনকে ছক্কা হাঁকান জাদেজা। পরের বলে তিনি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। জাদেজা ৪ বলে ৭ রান করেন। ভারত ১৭৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল। ১৮ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭৫ রান। সূর্যকুমার ১০৩ রানে ব্যাট করছেন।

10 Jul 2022, 10:27:40 PM IST

কার্তিক আউট

১৬.৫ ওভারে উইলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক। তিনি ৭ বলে ৬ রান করেন। ভারত ১৬৬ রানে ৫ উইকেট হারায়। ১৭ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৭। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

10 Jul 2022, 10:23:29 PM IST

অবিশ্বাস্য সেঞ্চুরি সূর্যকুমারের

১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সূর্যকুমার যদব। ভারত যখন ইনিংসের শুরুতেই পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে, তখন ব্যাট হাতে মাঠে নামেন যাদব। সুতরাং, চাপের মুখে অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি।

10 Jul 2022, 10:17:11 PM IST

শ্রেয়স আইয়ার আউট

১৫.১ ওভারে টপলির বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন আইয়ার। ভারত ১৫০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৬ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। জয়ের জন্য ৪ ওভারে ৬১ রান দরকার টিম ইন্ডিয়ার।

10 Jul 2022, 10:14:01 PM IST

১৫০ ছুঁল ভারত

১৫ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। সবর্যকুমার যাদব ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৯৩ রান করেছেন। শ্রেয়স ২২ বলে ২৮ রান করেছেন।

10 Jul 2022, 10:05:40 PM IST

১০০ টপকাল ভারত

লিভিংস্টোনের ওভারে ২১ রান সংগ্রহ করে ভারত। ২টি ছক্কা মারেন সূর্যকুমার। ১টি ছক্কা মারেন শ্রেয়স। ১৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৭ রান। ৩৮ বলে ৬৫ রান করেছেন সূর্যকুমার। শ্রেয়স ব্যাট করছেন ২৪ রানে। 

10 Jul 2022, 09:53:46 PM IST

হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ১২ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। সূর্যকুমার ৫২ ও শ্রেয়স ১৭ রানে ব্যাট করছেন।

10 Jul 2022, 09:51:21 PM IST

১১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৯১

১১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৯১ রান। সূর্যকুমার যাদব ৪৯ রানে ব্যাট করছেন। ১৫ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার।

10 Jul 2022, 09:37:51 PM IST

৫০ টপকাল ভারত

৮ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৬ রান। সূর্যকুমার ১৯ বলে ২৬ রান করেছেন। ৬ বলে ৫ রান করেছেন শ্রেয়স।

10 Jul 2022, 09:21:23 PM IST

রোহিত শর্মা আউট

৪.৬ ওভারে টপলির বলে বাউন্ডারি লাইনে সল্টের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। সেই ওভারেই ২টি চার মারেন হিটম্যান। রোহিত ১২ বলে ১১ রান করে মাঠ ছাড়েন। ভারত ৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। পাওয়ার প্লের ৬ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩৪ রান। ৮ রানে ব্যাট করছেন সূর্যকুমার।

10 Jul 2022, 09:10:20 PM IST

আগ্রাসী শুরু করে আউট কোহলি

তৃতীয় ওভারে ডেভিড উইলির দ্বিতীয় ও তৃতীয় বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। চতুর্থ বলে তিনি জেসন রয়ের হাতে ধরা পড়ে যান। ৬ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বিরাট। ভারত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

10 Jul 2022, 09:02:30 PM IST

পন্ত আউট

১.১ ওভারে রিস টপলির বলে জোস বাটলারের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। বল পন্তের ব্যাটের ভিতরের কানায় লেগে প্যাডে লাগার পরে বাটলারের দস্তনায় জমা পড়ে। পন্ত রিভিউ নেওয়ার চেষ্টা করেন। তবে ১৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ায় রিভিউ নিতে পারেননি তিনি। যদিও শেষমেশ টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে পন্ত যথাযথ আউট ছিলেন। ৫ বলে ১ রান করে মাঠ ছাড়েন ঋষভ। ২ রানে ১ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন কোহলি। ২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩ রান।

10 Jul 2022, 08:57:04 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ঋষভ পন্ত। বোলিং শুরু করেন ডেভিড উইলি। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। প্রথম ওভারে ২ রান ওঠে।

10 Jul 2022, 08:47:54 PM IST

ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ২১৫

ইনিংসের শেষ বলে রান-আউট হন ক্রিস জর্ডন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ১১ রান করেন তিনি। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ভারতের বিরুদ্ধে এটিই তাদের সর্বকালের সর্বোচ্চ টি-২০ ইনিংস। লিভিংস্টোন ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ২১৬। উমরান ১টি উইকেট নিলেও ৪ ওভারে ৫৬ রান খরচ করেন।

10 Jul 2022, 08:37:48 PM IST

ব্রুককে ফেরালেন হার্ষাল

১৮.৫ ওভারে হার্ষালের বলে রবির হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। ৩টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৯ রান করেন হ্যারি। ইংল্যান্ড ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলেছে। ব্যাট করতে নামেন ক্রিস জর্ডন। হার্ষাল ৪ ওভারে৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

10 Jul 2022, 08:36:04 PM IST

লিভিংস্টোনের ক্যাচ ছাড়লেন কোহলি

১৮.১ ওভারে হার্ষাল প্যাটেলের বলে লিভিংস্টোনের অতি সহজ ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। লিভিংস্টোন তখন ৩৬ রানে ব্যাট করছিলেন।

10 Jul 2022, 08:35:00 PM IST

আবেশ ৪ ওভারে ৪৩ রানে ১ উইকেট নেন

আবেশ খান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৯৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯০ রান। লিভিংস্টোন ৩৬ রান করেছেন।

10 Jul 2022, 08:27:33 PM IST

মইন এলেন আর গেলেন

১৬.৫ ওভারে বিষ্ণোইয়ের বলে হার্ষাল প্যাটেলের হাতে ধরা পড়েন মইন আলি। ১ বলেই আউট হন তিনি। ইংল্যান্ড ১৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। বিষ্ণোই ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

10 Jul 2022, 08:24:38 PM IST

মালানকে ফেরালেন বিষ্ণোই

১৬.৩ ওভারে রবি বিষ্ণোইয়ের বল আকাশে তুলে পন্তের দস্তানায় ধরা পড়েন ডেভিড মালান। ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন মালান। ইংল্যান্ড ১৬৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি।

10 Jul 2022, 08:16:04 PM IST

১৫০ টপকাল ইংল্যান্ড

১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫২ রান। ৩৭ বলে ৭৭ রান করেছেন ডেভিড মালান। ১৩ বলে ১৫ রান করেছেন লিভিংস্টোন।

10 Jul 2022, 08:13:24 PM IST

আবেশের ওভারে ১৭ রান

১৪তম ওভারে ১৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আবেশ খানের বলে ১টি করে ছক্কা মারেন লিভিংস্টোন ও মালান। ব্রিটিশদের স্কোর ৩ উইকেটে ১৪২। মালান ৭০ ও লিভিংস্টোন ১৩ রানে ব্যাট করছেন। 

10 Jul 2022, 08:05:54 PM IST

হাফ-সেঞ্চুরি মালানের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড মালান। ১৩ ওভার শেষে ইংল্যন্ডের স্কোর ৩ উইকেটে ১২৫ রান। হাফ-সেঞ্চুরিতে পৌঁছনোর পরেই উমরান মালিককে ১টি চার ও ১টি ছক্কা মারেন মালান। তিনি ৩৩ বলে ৬২ রান করেছেন। উমরান ৩ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

10 Jul 2022, 07:52:42 PM IST

সল্টকে ফেরালেন হার্ষাল

৯.৩ ওভারে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৮ রান করেন সল্ট। ইংল্যান্ড ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। ডেভিড মালান ১৭ বলে ২৭ রান করেছেন। 

10 Jul 2022, 07:37:06 PM IST

জেসনকে ফেরালেন উমরান

৭.১ ওভারে উমরানের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন জেসন রয়। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড ৬১ রান ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফিল সল্ট। ৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭১ রান।

10 Jul 2022, 07:33:07 PM IST

মালানের ক্যাচ ছাড়লেন হার্ষাল

৫.৩ ওভারে নিজের বলেই ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন হার্ষাল প্যাটেল। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৫২ রান সংগ্রহ করেছে।

10 Jul 2022, 07:18:18 PM IST

বাটলারকে ফেরালেন আবেশ

৩.৪ ওভারে আবেশ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন জোস বাটলার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মালান। ৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩২ রান। জেসন ১০ রান করেছেন।

10 Jul 2022, 07:15:51 PM IST

বিষ্ণোইকে গ্যালারিতে ফেললেন জেসন

তৃতীয় ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। প্রথম তিনটি বলে কোনও রান দেননি তিনি। তবে শেষ ৩টি বলে ২টি সিঙ্গল ও ৬ রান উপহার দেন তিনি। ছক্কা মারেন জেসন। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৭ রান।

10 Jul 2022, 07:11:22 PM IST

বাউন্ডারিতে স্বাগত উমরানকে

দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমরান মালিক। প্রথম বলেই চার মারেন জোস বাটলার। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে ফের চার মারেন ব্রিটিস দলনায়ক। ওভারে মোট ১৭ রান ওঠে। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৯ রান।

10 Jul 2022, 07:01:08 PM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। ভারতের হয়ে বোলিং শুরু করেন আবেশ খান। চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন জেসন। প্রথম ওভারে ২ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। উল্লেখ্য, সিরিজের প্রথম দু'টি ম্যাচেই প্রথম ওভারে উইকেট খোয়াতে হয়েছিল ইংল্যান্ডকে।

10 Jul 2022, 06:46:04 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডেভিড মালান, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ফিল সল্ট, ক্রিস জর্ডন, ডেভিড উইলি, রিচার্ড গ্লিসন ও রীস টপলি।

10 Jul 2022, 06:44:26 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হার্ষাল প্যাটেল, আবেশ খান, উমরান মালিক ও রবি বিষ্ণোই।

10 Jul 2022, 06:38:39 PM IST

ভারতের প্রথম একাদশে চারটি বদল

দ্বিতীয় টি-২০ ম্যাচের প্রথম একাদশে ৪টি বদল করেছিল ভারত। এবার তৃতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনে ফের চারজনকে বদল করল টিম ইন্ডিয়া। বসানো হল হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে। দলে ঢুকলেন শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, উমরান মালিক ও আবেশ খান।

10 Jul 2022, 06:34:43 PM IST

টস জিতলেন বাটলার

সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক জোস বাটলার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ট্রেন্ট ব্রিজে রান তাড়া করবে ভারত। উল্লেখ্য, আগের ম্যাচেও টস হেরেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

10 Jul 2022, 05:34:49 PM IST

বিশ্বরেকর্ড ছোঁয়ার সুযোগ রোহিতের সামনে

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল তিন ফর্ম্যাট মিলিয়ে টানা ১৯টি আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিয়েছে। ক্যাপ্টেন হিসেবে একটানা সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের নামে। ২০০৩ সালে পন্টিংয়ের নেতৃত্বে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সুতরাং, নটিংহ্যামে ভারত জিতলেই পন্টিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন হিটম্যান।বিস্তারিত পড়ুন:- রোহিতের নেতৃত্বে টানা ১৯টি ম্যাচ জয় ভারতের, পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁয়ার অপেক্ষায় হিটম্যান

10 Jul 2022, 05:31:37 PM IST

হোয়াইটওয়াশের হাতছানি

প্রথম ২টি ম্য়াচ জিতে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে। এবার নটিংহ্যামে নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নিলেই রোহিত শর্মারা সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজে ক্লিন স্যুইপ করবেন ব্রিটিশদের।

10 Jul 2022, 05:25:53 PM IST

দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল

এজবাস্টনে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান সংগ্রহ করে। জাদেজা ৪৬, রোহিত ৩১ ও পন্ত ২৬ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায। ৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভুবনেশ্বর কুমার।

10 Jul 2022, 05:25:53 PM IST

প্রথম টি-২০ ম্যাচের ফলাফল

সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৮ রান সংগ্রহ করে। হার্দিক পান্ডিয়া ৫১, সূর্যকুমার যাদব ৩৯, দীপক হুডা ৩৩ ও রোহিত শর্মা ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৩ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ৫০ রানের ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.