হেডিংলে টেস্টে ভারতের ৭৮ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয় ৪৩২ রানে। প্রথম ইনিংসের নিরিখে ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের লাঞ্চের আগেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে য়ায় ২৭৮ রানে।
ম্যাচের সেরা রবিনসন
জো রুট অনবদ্য শতরান করলেও দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নেওয়া ওলি রবিনসন হেডিংলে টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে ভাঙেন তিনিই।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
ভারতের প্রথম ইনিংস- ৭৮
ইংল্যান্ডের প্রথম ইনিংস- ৪৩২
ভারতের দ্বিতীয় ইনিংস- ২৭৮
ম্যাচের ফল- ইংল্যান্ড ১ ইনিংস ও ৭৬ রানে জয়ী।
ইনিংসে হার ভারতের
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৪ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭৮ রানে। ফলে ১ ইনিংস ও ৭৬ রানে হেডিংলে টেস্টে হার মানে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায়।
সিরাজ আউট
জাদেজাকে ফেরানোর পর একই ওভারে মহম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি টেনে দিলেন ওভারটন। সিরাজ ২ বল খেলে খাতা খোলার আগেই বেয়ারস্টোর হাতে ধরা দেন। বুমরাহ নট-আউট থাকেন ১ রান করে।
জাদেজাকে ফেরালেন ওভারটন
১০০তম ওভারে ওভারটনের প্রথম বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ২৭৮ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
ব্যাট চালাচ্ছেন জাদেজা
ইনিংস হার এড়াতে ভারতের ভরসা একা জাদেজাই। তিনি ব্যাট চালিয়ে রান সংগ্রহ করার চেষ্টায় রয়েছেন। ইনিংসের ৯৮তম ওভারে ওভারটনের শেষ তিনটি বলে পরপর চার মারেন জাদেজা। তার আগের ওভারে মঊন আলিকে একটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। ৯৮ ওভারে ভারত ২৭৬/৮।
ইশান্তকে ফিরিয়ে ৫ উইকেট রবিনসনের
ইশান্ত শর্মাকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন রবিনসন। ৯৬তম ওভারের পঞ্চম বলে বাটলারের দস্তানায় ধরা দেন ইশান্ত। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ২৫৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।
বল হাতে নিয়েই শামিকে ফেরালেন মঈন আলি
চতুর্থ দিনে বল হাতে নিয়েই মহম্মদ শামির উইকেট তুলে নিলেন মঈন আলি। ৯৫তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন শামি। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান্ত শর্মা। ৯৫ ওভার শেষে ভারত ২৫৬/৭। ইনিংস হার বাঁচাতে দরকার ৯৮ রান।
ঋষভ পন্তের উইকেট তুলে নিলেন রবিনসন
জলপানের বিরতির পরেই ঋষভ পন্তের উইকেট তুেল নিলেন রবিনসন। ৯২তম ওভারের পঞ্চম বলে ওভারটনের হাতে ধরা দেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। ৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন পন্ত। ভারত ২৩৯ রানে ৬ উইকেট হারায়। টিম ইন্ডিয়া পরপর তিন ওভারে তিনটি উইকেট খুইয়ে বসে। রবিনসনের এটি ইনিংসে চতুর্থ শিকার। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি। ইনিংস হারের আশঙ্কা চেপে বসেছে ভারতের ঘাড়
রাহানেকে ফেরালেন অ্যান্ডারসন
ক্যাপ্টেনকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন ভাইস ক্যাপ্টেন। ৯১তম ওভারের শেষ বলে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১০ রান করে বাটলারের দস্তানায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। ভারত দ্বিতীয় ইনিংসে ২৩৯ রানে ৫ উইকেট হারায়। এখনও ইংল্যান্ডের থেকে ১১৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।
বিরাট কোহলি আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসেন বিরাট কোহলি। ৯০তম ওভারে রবিনসনের শেষ বলে জো রুটের হাতে ধরা দেন ভারত অধিনায়ক। ৮টি বাউন্ডারির সাহায্যে ১২৫ বলে ৫৫ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত দলগত ২৩৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। ইনিংসে রবিনসেনর এটি তৃতীয় শিকার।
হাফ-সেঞ্চুরি কোহলির
ইনিংসের ৯০তম ওভারে রবিনসনের প্রথম বলে বাউন্ডারি মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৭টি চারের সাহায্যে ১২০ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান ভারত অধিনায়ক। চলতি সিরিজে এটি বিরাটের প্রথম হাফ-সেঞ্চুরি।
৮৫ ওভারে ভারতের স্কোর ২১৯/৩
চতুর্থ দিনের সকালে ২৩তম বলে লেগ বাই থেকে প্রথম রান সংগ্রহ করে ভারত। আপাতত দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভার ব্যাট করে ভারত ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে। কোহলি ৪৫ ও রাহানে ১ রানে ব্যাট করছেন।
পূজারাকে ফেরালেন রবিনসন
নতুন বলে অত্যন্ত সতর্ক হয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই ভারতীয় ব্যাটসম্যান কোহলি ও পূজারা। প্রথম তিন ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। তবে বাড়তি সতর্ক হওয়ার মাশুল দিতে হয় ইনিংসে ৮৩তম ওভারে। রবিনসনের তৃতীয় বলে এলবিডব্লিউ হন পূজারা। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন চেতেশ্বর। আম্পায়ার প্রাথমিকভাবে নট-আউট ঘোষণা করেন পূজারাকে। তবে ইংল্যান্ড রিভিউ নিলে ফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়। চতুর্থ দিনে কোনও রান যোগ করার আগেই চেতেশ্বরের উইকেট খোয়াতে হয় ভারতকে। টিম ইন্ডিয়া ২১৫ রানের মাথায় ৩ উইকেট হারায়। পূজারা ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৮৯ বলে ৯১ রান করে ক্রিজ ছাড়েন। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
নির্ধারিত সময়ে খেলা শুরু
আবহাওয়া অনুকূল হওয়ায় নির্ধারিত সময়েই চতুর্থ দিনের খেলা শুরু। দিনের প্রথম ওভারে বল করতে আসেন জেমস অ্যান্ডারসন। ব্যাটিং শুরু করেন কোহলি। ইংল্যান্ড নতুন বল নেওয়ায় সকাল বেলা ব্যাট করা কোহলিদের কাছে চ্যালেঞ্জের হতে চলেছে সন্দেহ নেই।
উজ্জ্বল সকাল
হেডিংলে টেস্টের চতুর্থ দিনের আবহাওয়া অত্যন্ত উজ্জ্বল। মেঘ বা বৃষ্টির কোনও লক্ষণ নেই। ফলে খেলা নির্ধারিত সময়ে শুরু করা নিয়ে আপাতত কোনও সংশয় নেই। সকালের সময়টা কাটিয়ে দিলে ভারতীয় ব্যাটসম্যানদের রান তুলতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা সাহায্য পাবেন পিচ থেকে।
ইডেন টেস্টের স্মৃতি ফিরবে?
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ইডেন টেস্টে ফলো-অন করতে নেমে ঠিক এরকমই পরিস্থিতির মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। পিছিয়ে থেকেও পালটা লড়াইয়ে শেষমেশ ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল ভারত। লিডসে ফলো-অনের প্রসঙ্গ না থাকলেও ভারতের সামনে চ্যালেঞ্জ কার্যত একই রকমের। দ্রাবিড়-লক্ষ্মণের প্রতিরূপ হয়ে কোহলি-পূজারা কি ভারতকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবেন?
তৃতীয় দিনের স্কোর
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৪ রানে পিছিয়ে থাকা ভারত তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে। সুতরাং, খামতি মেটাতে এখনও দরকার ১৩৯ রান। কোহলি ৪৫ ও পূজারা ৯১ রানে অপরাজিত।