বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: শামি, বুমরাহ নয়, রুটদের বিরুদ্ধে ডেল স্টেইনের 'তুরুপের তাস' রবিচন্দ্রন অশ্বিন

IND vs ENG: শামি, বুমরাহ নয়, রুটদের বিরুদ্ধে ডেল স্টেইনের 'তুরুপের তাস' রবিচন্দ্রন অশ্বিন

নেটে অনুশীলনরত রবিচন্দ্রন অশ্বিন। ছবি- টুইটার (@BCCI)।

প্রস্তুতি পর্বের মধ্যেই সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলে ছয় উইকেট নেন অশ্বিন।

সদ্য় ভারতের শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার প্রায় সঙ্গেই সঙ্গেই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডে ভারতীয় দল সমস্যার সম্মুখীন হলেও, অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানো ভারত, ইংল্যান্ডকে কড়া টক্কর দেবে বলেই সকলে মনে করছেন।

ইংল্যান্ডের পরিবেশকে কাজে লাগিয়ে ভারতের শীর্ষস্তরের পেসাররা জো রুটদের প্রবল সমস্যায় ফেলবে বলে আশা। মূলত ফাস্ট বোলিং অ্যাটাকের ওপর ভর করেই ভারত ও ইংল্যান্ডের লড়াই হবে। তবে এই চিন্তাধারার প্রতি সম্পূর্ণ সহমত নন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলার ডেল স্টেইন। তাঁর মতে কোন ফাস্ট বোলার নয়, বরং SENA দেশগুলিতে খারাপ রেকর্ড থাকা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনই সিরিজের ভাগ্য নির্ধারণে প্রধান ভূমিকা নিতে পারেন।

ESPNCricinfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেন, ‘হয়ত এটা চিরাচরিত প্রথার বাইরে গিয়ে ভাবনার ফল, তবে আমার মতে ফাস্ট বোলারদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে যেখান রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন। পাঁচ ম্যাচের সিরিজ যত এগোবে আমার মতে সেই অনুযায়ী স্পিনই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবে। অশ্বিন গাদা গাদা ওভার বল করতেও সক্ষম।’

অশ্বিনকে নির্বাচনের কারণ হিসাবে স্টেইন ক্রিকেটের চিরাচরিত বাক্যকেই তুলে আনেন। তাঁর মতে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো পেস সহায়ক পরিবেশে দক্ষ ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলতে সিদ্ধহস্ত হলেও স্পিনের বিরুদ্ধে তারা ততটা পটু নয়। 

‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডরা পেস সহায়ক পরিবেশে শীর্ষ স্তরের ফাস্ট বোলারদের খেলতে অভ্যস্ত। তবে ওরা স্পিন ততটা ভাল খেলে না। তাই আমার মতে অশ্বিনই ভারতের তুরুপের তাস হতে চেলেছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও ঋষভ পন্তকে আউট করার মতো স্পিনার খুঁজে বের করা বড় চ্যালেঞ্জ হবে। শেষ পর্যন্ত দুই দলের কার কাছে বেশি দক্ষ স্পিনার রয়েছে, তার ওপর নির্ভর করেও সিরিজের দখলের লড়াই হতে পারে।’ মত প্রোটিয়া কিংবদন্তির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন