বাংলা নিউজ > ময়দান > লর্ডসে সিরাজের বদলে লোকেশ রাহুলের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রাক্তন তারকা

লর্ডসে সিরাজের বদলে লোকেশ রাহুলের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রাক্তন তারকা

মহম্মদ সিরাজ ও লোকেশ রাহুল। ছবি- বিসিসিআই/টুইটার।

লর্ডসের প্রথম ইনিংসে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন রাহুল। সিরাজ দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট দখল করেন।

মহম্মদ সিরাজ লর্ডস টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার অন্যতম দাবিদার ছিলেন। তবে তাঁকে টপকে লোকেশ রাহুল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন। শেষমেশ রাহুলের কাছে সিরাজ কেন পিছিয়ে পড়লেন, কারণ ব্যাখ্যা করলেন সাবা করিম।

টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা India News-কে বলেন, ‘সিরাজ অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার ছিল। তবে লোকেশ রাহুলের ইনিংসটা ছিল অসাধারণ। ভারতকে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় প্রথমে ব্যাট করতে হয়েছে। রোহিতের সঙ্গে পার্টনারশিপ গড়ার সময় তুলনায় রক্ষণাত্মক খেলে রাহুল। রোহিত আউট হওয়ার পরেই ও রান তোলার গতি বাড়ায় এবং প্রথম ইনিংসে ভারতকে বড় রানের মঞ্চ গড়ে দেয়।’

সাবা করিম আরও বলেন, ‘আমরা বহুবার আলোচনা করেছি, ভারত ৩৫০ রানের বেশি তুললেই জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। সেটা করতে লোকেশ রাহুল বড় ভূমিকা পালন করেছে। এটা এমন একটা পিচ ছিল, যেখানে বাকিরা সমস্যায় পড়েছে। কেবল রাহুল ও রুট সেঞ্চুরি করেছে। আমি মনে করি যে, শুধুমাত্র একারণেই লোকেশ রাহুলকে ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন লোকেশ রাহুল। অন্যদিকে, মহম্মদ সিরাজ দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট দখল করেন ক্রিকেটের মক্কায়।

বন্ধ করুন