বাংলা নিউজ > ময়দান > ফার্স্টবয় রোহিত, অল-রাউন্ডার হিসেবে চমক শার্দুলের, ওভাল টেস্টের পর টিম ইন্ডিয়ার মার্কশিটে চোখ রাখুন
পরবর্তী খবর

ফার্স্টবয় রোহিত, অল-রাউন্ডার হিসেবে চমক শার্দুলের, ওভাল টেস্টের পর টিম ইন্ডিয়ার মার্কশিটে চোখ রাখুন

রোহিত ও বুমরাহ। ছবি- গেটি।

সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ভারতীয় তারকারা কত পেতে পারেন, দেখে নিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের চারটি টেস্ট অতিক্রান্ত। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজ হারের সম্ভাবনা আর নেই কোহলিদের। এই অবস্থায় একনজরে দেখে নেওয়া যাক এপর্যন্ত পারফর্ম্যান্সের নিরিখে ভারতীয় ক্রিকেটারদের মার্কশিট।

রোহিত শর্মা (৯/১০): সিরিজে এপর্যন্ত ভারতের সবথেকে সফল ব্যাটসম্যান হলেন রোহিত। ৪ ম্যাচে ৫২.৫৭ গড়ে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬৮ রান সংগ্রহ করেছেন হিটম্যান। সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। ইংল্যান্ডের পিচ ও পরিবেশে নতুন বলে রান তোলা কতটা কঠিন, তা বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৯ পাবেন হিটম্যান।

লোকেশ রাহুল (৮/১০): টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের ওপেনার ছিলেন না রাহুল। গিল চোট পেয়ে দেশে ফেরায় এবং মায়াঙ্ক প্রথম টেস্টের আগে মাথায় আঘাত পাওয়ায় শিকে ছেঁড়ে লোকেশের ভাগ্যে। সুযোগ পাবেন কিনা তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মাঝেই ওপেনে ভারতীয় দলকে নির্ভরতা দিয়েছেন লোকেশ। ৪ ম্যাচে ৩৯.৩৭ গড়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১৫ রান করেছেন রাহুল। সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৮ পাবেন তিনি।

চেতেশ্বর পূজারা (৭/১০): পরিচিত ছন্দে নেই পূজারা। তবে শুরুর দিকের ব্যর্থতা শেষ দু'টি টেস্টে অনেকটাই কাটিয়ে উঠেছেন পূজারা। এমনকি লর্ডসেও রাহানের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ম্যাচ জয়ে ইতিবাচক ভূমিকা নেন তিনি। ৪ ম্যাচে পূজারা ৩২.৪২ গড়ে ২২৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৭ পাবেন পূজারা।

বিরাট কোহলি (৬/১০): চলতি টেস্ট সিরিজে সবথেকে বেশি প্রত্যাশা ছিল কোহলির কাছ থেকেই। তিনি ব্যর্থ না হলেও প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পেরেছেন, এমনটাও বলা যাবে না। ৪ ম্যাচে ৩১.১৪ গড়ে ২১৮ রান করেছেন ভারত অধিনায়ক। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৬ পাবেন কোহলি।

অজিঙ্কা রাহানে (৩/১০): লর্ডসের হাফ-সেঞ্চুরি ছাড়া এখনও পর্যন্ত গোটা সিরিজে পুরোপুরি ব্যর্থ রাহানে। তাঁর ফর্ম ভারতীয় শিবিরের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কার্যত বাধ্য হয়েই ওভালে তাঁর আগে ব্যাট করতে নামানো হয় জাদেজাকে। ৪ ম্যাচে ১৫.৫৭ গড়ে মাত্র ১০৯ রান করেন রাহানে। ১টি হাফ-সেঞ্চুরি করেন অজিঙ্কা। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৩ পাবেন রাহানে।

ঋষভ পন্ত (৪/১০): গত অস্ট্রেলিয়া সফর থেকে ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দিয়েছেন পন্ত। তাঁকেই ভয় ছিল ইংল্যান্ডের। তবে ওভালের শেষ ইনিংসে রান করা ছাড়া পরিচিত ধ্বংসাত্মক মেজাজে ধরা দিতে পারেননি তিনি। ৪ ম্যাচে ২০.৮৫ গড়ে ১৪৬ রান সংগ্রহ করেছেন পন্ত। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৪ পাবেন ঋষভ।

জাদেজা (৬/১০): ব্যাটের হাত তুলনায় ভালো বলেই স্পিনার অল-রাউন্ডার হিসেবে অশ্বিনের থেকেও প্রাধান্য পান জাদেজা। হতাশ করেননি টিম ম্যানেজমেন্টকে। ৪ ম্যাচে ২২.৮৫ গড়ে ১৬০ রান করেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। উইকেট নিয়েছেন ৪ ম্যাচে ৬টি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৬ পাবেন জাদেজা।

শার্দুল ঠাকুর (৮/১০): চলতি সিরিজে পেসার অল-রাউন্ডার হিসেবে ভারতের আবিষ্কার বলা যায় শার্দুলকে। ব্যাটের হাত যে নিতান্ত মন্দ নয়, সেটা অস্ট্রেলিয়া সফরেই বুঝিয়েছিলেন। তবে ওভাল টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করে এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলে শার্দুল প্রমাণ করেছেন, হার্দিকের মতো ভূমিকা নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। অল-রাউন্ডার হিসেবে ২ ম্যাচে ৩৯.০০ গড়ে ১১৭ রান করেছেন শার্দুল। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। উইকেট নিয়েছেন ৭টি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৮ পাবেন শার্দুল।

জসপ্রীত বুমরাহ (৮/১০): ভারতের সেরা বোলার হিসেবে নিজেকে যথাযথ প্রয়োগ করেছেন বুমরাহ। ৪ ম্যাচে ২০.৮৩ গড়ে ভারতের হয়ে সবথেকে বেশি ১৮টি উইকেট নিয়েছেন তিনি। ১৭.৪০ গড়ে ৮৭ রানও করেছেন। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৮ পাবেন বুমরাহ।

মহম্মদ সিরাজ (৭/১০): ভারতের বোলিং ইউনিটকে সচল রেখেছেন সিরাজ। প্রয়োজনের সময় ক্রমাগত উইকেট এনে দিয়েছেন তিনি। ৪ ম্যাচে ৩০.৭১ গড়ে এখনও পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৭ পাবেন তিনি।

মহম্মদ শামি (৭/১০): ওভাল টেস্টে খেলেননি শামি। তবে তার আগের তিনটি ম্যাচে বল হাতে বুমরাহর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শামিকে। ৩ ম্যাচে ২৭.৫৪ গড়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। লর্ডসে অপরাজিত ৫৬ রানের কার্যকরী ইনিংসও খেলেন শামি। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৭ পাবেন তিনি।

উমেশ যাদব (৭/১০): প্রথম সুযোগেই ওভালে বল হাতে নজর কাড়েন উমেশ। ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২২.৬৬ গড়ে ৬টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৩৫ রানের কার্যকরী অবদান রাখেন উমেশ। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৭ পাবেন যাদব।

ইশান্ত (৪/১০): দলের সবথেকে সিনিয়র পেসার ইশান্ত। দু'টি ম্যাচে মাঠে নেমে ৩৪.৮০ গড়ে ৫টি উইকেট নিয়েছেন তিনি। পিছন থেকে বুমরাহদের যথাযথ সার্পোট করেন ইশান্ত। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ১০-এর মধ্যে ৪ পাবেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

এসআইআরে BLA নিয়োগে নিয়োগে নতুন ছাড়, বিতর্কে কমিশন, তোপ তৃণমূলের ‘কারোর ক্ষতি না করে…’! বাংলায় ‘মা হতে চাই না’ নিয়ে কুণালের খোঁচা,কী জবাব সোহিনীর CAA-তে আবেদনের নথি গ্রহণ করা হোক SIR-এর জন্য, হাইকোর্টে হল মামলা ঘরে প্রজাপতি উড়ে আসার অর্থ কী? কোন রঙের প্রজাপতি শুভ? কী বলছে শাস্ত্র কার্তিক পূর্ণিমায় বাস্তুমতে করুন ৪ কাজ, গৃহদেবতার কৃপায় সমৃদ্ধ হবে সংসার নেওয়া হয় নি অনুমতি, ‘হক’ ছবির বিরুদ্ধে আদালতে শাহ বিনোর পরিবার ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন সেঁজুতি বিয়ে করতে চান না ইশা! 'ঠিক মানুষের সঙ্গে…', যা বললেন নায়িকা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ, তবে পুশ ব্যাক করা সোনালি এখনও ফিরলেন না দেশে ‘শান্তিপুরের যেসব লম্পট…',নারী শরীরে বামা কালীর অবয়ব,ট্রোলের জবাব রূপটান শিল্পীর

Latest sports News in Bangla

বাবা হারানো জুলনের শেষ মিনিটের গোল, এশিয়া কাপের দোড়গোড়ায় ভারতের খুদে বাঘিনীরা ৬২'তে সোনালী অধ্যায়ের সাক্ষী থাকা ইন্দোনেশিয়া কি দেখল ভারতীয় ফুটবলের সূর্যোদয়? ৪-০ হারের বদলা, চিনা U17 দলকে তাদের দেশেই হারাল ভারতের খুদেরা ইন্দোনেশিয়ার U23 দলকে হারাল ভারতের তরুণরা, ২টি দুর্দান্ত গোল সুহেলের বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনাল্ডো,মেসির চেয়ে কত বেশি সম্পত্তির পরিমাণ? গুকেশের ‘রাজা’ ছুড়ে ফেলে দিলেন প্রতিদ্বন্দ্বী! বিতর্ক দাবার দুনিয়ায় ফর্মে ফিরলেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেন রুপো পাক U17 দল মাঠেই অপমান করল ভারতীয় সেনাকে, ম্যাচ জিতে জবাব ভারতের তরুণদের গুরুকে ২ মিটার ছাপিয়ে গেল শিষ্য? পদক না এলেও নতুন সচিনকে ঘিরে আশায় বুক বাঁধল দেশ মোদীর জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন লিও মেসি! ডিসেম্বরেই ভারতে আসছেন ফুটবলের GOAT

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.