বাংলা নিউজ > ময়দান > IND vs LEI: কমলেশকে বিরক্ত করা সমর্থকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ‘নেতা’ বিরাটই

IND vs LEI: কমলেশকে বিরক্ত করা সমর্থকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ‘নেতা’ বিরাটই

সমর্থকের বিরুদ্ধে সাজঘরের ব্যালকানি থেকেই রুখে দাঁড়ালেন কোহলি। ছবি-স্ক্রিনগ্র্যাব।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা কমলেশকে নিয়ে বহুক্ষণ ধরে ব্যঙ্গ করছিলেন উক্ত সমর্থক।

১ লা জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্য়াচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারতীয় দল। এই ম্যাচেই ফের একবার দেখা মিলল ‘নেতা’ বিরাট কোহলির। কমলেশ নাগারকোটির ত্রাতা হয়ে সামনে এলেন কোহলি।

ভারতীয় দল নিজেদের সমস্ত ক্রিকেটারকে ম্যাচ ফিট রাখার উদ্দেশ্যে নিজেদের দলের পাশাপাশি লেস্টার দলেও বেশ কিছু ক্রিকেটারকে খেলায়। লেস্টারের হয়েই মাঠে নেমেছিলেন এ সিরিজে ভারতীয় দলের নেট বোলার হিসাবে সুযোগ পাওয়া কমলেশ নাগারকোটি। ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় নাগারকোটি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। তাঁকে সেইসময় নাগাড়ে এক সমর্থক স্ট্যান্ড থেকে বিরক্ত করায় এগিয়ে আসেন বিরাট। সাজঘর থেকেই পুরো ঘটনাটা লক্ষ্য করে ব্যালকানিতে এসে সেই সমর্থকের বিরুদ্ধে রুখে দাঁড়ান কোহলি।

আরও পড়ুন- LEI vs IND Live: পূজারাকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন কোহলি

আরও পড়ুন- ভিডিয়ো: বল হাতে উইকেট উড়ালেন শার্দুল, উচ্ছ্বাসের বদলে স্লিপে আজব প্রতিক্রিয়া রোহিতের

বকলমে অধিনায়কত্ব গেলেও এই ঘটনাই আবারও ‘নেতা’ বিরাটের ছবিটা তুলে ধরে। তবে এমন ঘটনা এই প্রথম নয়। সাধারণত বিষয়ে কোনও পক্ষ না নিয়ে মৌনতা অবলম্বন করা বিরাট কিন্তু বরাবরই সতীর্থদের বাঁচাতে ঢাল হয়ে সামনে রুখে দাঁড়িয়েছেন। অতীতে মহম্মদ শামি, ঋষভ পন্তদের সমালোচনা হলেও তাঁর বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন বিরাট। তিনি যে প্রকৃত অর্থেই নেতা, কোহলির আচরণ তা বারবার প্রমাণ করে দেয়।

বন্ধ করুন