বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: যে পরিস্থিতিতে ব্রেসওয়েল ওই ইনিংস খেলেছে, সেটা অনবদ্য- হেরেও আফসোস নেই লাথামের

IND vs NZ: যে পরিস্থিতিতে ব্রেসওয়েল ওই ইনিংস খেলেছে, সেটা অনবদ্য- হেরেও আফসোস নেই লাথামের

টম লাথাম।

১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল কিউয়ি ব্যাটিং। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার। দু’জনে মিলে ১৬২ রানের জুটি গড়ে। স্যান্টনার আউট হলেও লড়াই চালিয়ে গিয়েছিলেন ব্রেসওয়েল। তিনি ৭৮ বলে ১৪০ রান করেও শেষরক্ষা করতে পারেননি। তবে টম লাথাম তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

শুভব্রত মুখার্জি: পাকিস্তান সফর সেরেই ভারতে এসেছে নিউজিল্যান্ড দল। বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। যেখানে হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। ম্যাচে উঠল প্রায় ৭০০ রান। ভারতের দেওয়া ৩৫০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচে তাদের নায়ক নিঃসন্দেহে বাঁ-হাতি ব্যাটার মাইকেল ব্রেসওয়েল। অনবদ্য শতরান করে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে এনেছিলেন। তবে শেষরক্ষা হয়নি। ম্যাচ শেষে দলনায়ক টম লাথামের গলাতে ধরা পড়ল সেই কথাই। ব্রেসওয়েলের ইনিংসের ভূয়সি প্রশংসা করলেন তিনি। লাথাম স্পষ্ট জানিয়ে দিলেন, ম্যাচে যে পরিস্থিতিতে ব্রেসওয়েল ইনিংসটা খেলেছেন, তা অনবদ্য।

আরও পড়ুন: ব্রেসওয়েল যেভাবে ব্যাটিং করছিল, ভয় পেয়ে গিয়েছিলাম- আতঙ্ক কাটছে না রোহিতের

সিরিজে কিউয়ি দলের অধিনায়ক টম লাথাম বলেছেন, ‘ব্রেসওয়েলের ইনিংসটা অনবদ্য ছিল। যে পরিস্থিতিতে ম্যাচটা ছিল, সেখানে দাঁড়িয়ে এমন ইনিংস খেলা অনবদ্য। যেখানে দাঁড়িয়ে চার বলে ১২ রান বাকি, এমন পর্যায়ে ম্যাচ পৌঁছে গিয়েছিল। ওই জায়গায় ম্যাচ পৌঁছে দেওয়াটাও নিঃসন্দেহে বড় ব্যাপার। জয় না আসায় কিছুটা হতাশ। বড় রান তাড়া করছি, দল সমস্যায় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এই ইনিংস খেলা নিঃসন্দেহে অনবদ্য বিষয়। আমরা এর আগেও অবশ্য ওর থেকে এমন ইনিংস উপহার পেয়েছি। পরের ম্যাচের জন্য আমরা এই ম্যাচ থেকে অনেকটা আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিয়ে যাচ্ছি। আমি মনে করি এই উইকেটে বল থেমে থেমে আসছিল। আমরা দেখেছি ওরা (ভারত) অনেক বেশি কাটার বল করেছে। তবে ব্রেসওয়েল এবং স্যান্টনারের পার্টনারশিপটা অনবদ্য ছিল।’

আরও পড়ুন: ৪৭তম ওভারের আগে দ্বিশতরানের কথা ভাবিনি- অকপট শুভমন গিল

উল্লেখ্য, এ দিন ৩৫০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময়ে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৩১ রানে ছয় উইকেট। সেখানে দাঁড়িয়ে জুটি বাঁধেন মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল। জুটিতে দু'জনে ১৬২ রান যোগ করেন। স্যান্টনার ৪৫ বলে ৫৭ রান করে আউট হয়ে যান। মাইকেল ব্রেসওয়েল মারকাটারি শতরান করেন। মাত্র ৭৮ বলে করেন ১৪০ রান। তাঁকে এলবিডব্লিউ আউট করে ভারতের জয় সুনিশ্চিত করেন শার্দুল ঠাকুর। এ দিন মাইকেল ব্রেসওয়েলের ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ১০টি ছয়ে। স্ট্রাইক রেট ছিল ১৭৯.৪৮। প্রসঙ্গত এ দিন ভারতের ইনিংসেও অনবদ্য দ্বিশতরান করেন শুভমন গিল। তিনি ১৪৯ বলে ২০৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংসে ভর করেই ভারত ম্যাচ জিতে সিরিজে লিড নিতে সমর্থ হল।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Video- শেষ ওভারে পাঠান ম্যাজিক! হায়দরাবাদকে হারিয়ে LLC-র ফাইনালে কোনার্ক সূর্য! মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কার্নিভাল নয়, ডাক্তারদের দ্রোহের উৎসবে চৈতি-দেবলীনারা, গাইলেন রবি-নজরুল গান কোন কোন রাস্তা বন্ধ থাকবে পুজো কার্নিভালের জন্য? কোথা দিয়ে হাঁটবেন? রইল তালিকা ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল সত্যি পান্নুন খুনের ছকে জড়িত এক ভারতীয়? এবার আমেরিকায় ভারতীয় তদন্তকারী দল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল Video- লোপ্পা লোপ্পা ক্যাচ মিস! কিউয়িদের কাছে পাকিস্তানের হারে বিদায় ভারতেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.