India vs New Zealand 1st T20I: রাঁচিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে পরাজিত হয় ভারত। দেখে নেওয়া যাক কোন ৫ কারণে ভারতকে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়।
1/5রাঁচির বাইশগজের আচরণ চমকে দিয়েছে দুই ক্য়াপ্টেনকেই। তবে তাতে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি আঁচ করতে না পারার ব্যর্থতা ঢাকা পড়ছে না মোটেও। ভারত সিরিজের প্রথম টি-২০ ম্যাচে যথাযথ কম্বিনেশন নির্ধারণ করতে পেরেছিল না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিউজিল্যান্ড যেখানে তিনজন স্পিনার নিয়ে মাঠে নামে, ভারতকে সেখানে পার্ট টাইমার দীপক হুডাকে দিয়ে কাজ চালাতে হয়। চাহালের মতো অভিজ্ঞ বোলারকে রিজার্ভ বেঞ্চে রাখে টিম ইন্ডিয়া। ছবি- এএনআই।
2/5অর্শদীপ সিংয়ের ধারাবাহিকতার অভাব ধরা পড়ছে স্পষ্ট। একটি ম্যাচে দারুণ বল করেন তো পরের ম্যাচেই খেই হারান তিনি। বিশেষ করে নো-বল করার প্রবণতা ও চাপের মুখে অর্শদীপের অনিয়ন্ত্রিত বোলিং ভারতকে ভুগিয়েছে রাঁচিতে। শেষ ওভারে ২৭ রান খরচ করে অর্শদীপই নিউজিল্যান্ডকে বড় রানে পৌঁছতে সাহায্য করেন। তিনি ১টি উইকেট নিলেও ৪ ওভারে ৫১ রান খরচ করেন। ছবি- এপি।
3/5পরিস্থিতি অনুকূল না থাকলে ভারতের নতুন প্রজন্মের পেসাররা কতটা অসহায় হয়ে পড়েন, তা বোঝা গেল রাঁচিতে। বুমরাহ, শামি, সিরাজ, ভুবনেশ্বররা নেই। আইপিএল মাতানো শিবম মাভি, উমরান মালিকরা রাঁচিতে যথেচ্ছ রান খরচ করেন। প্রচুর রান খরচ করেছেন অর্শদীপ-হার্দিকও। স্পিনাররা যে চাপ তৈরি করেছিলেন কিউয়ি ব্যাটসম্যানদের উপরে, পেসাররা সেই চাপটা বজায় রাখতে পারেননি। হার্দিক ৩ ওভারে ৩৩ রান খরচ করেন। উমরান ১ ওভারে ১৬ রান উপহার দেন। ২ ওভারে ১৯ রান খরচ করেন মাভি। ছবি- এএফপি।
4/5ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরলেও গিলের টি-২০ কেরিয়ারের শুরুটা চমকপ্রদ হয়নি। ওপেনে ব্যাট হাতে নির্ভরতা দিতে পারছেন না তিনি। রাঁচিতে ফের একবার অতি সস্তায় নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শুভমন। গিল ৬ বলে ৭ রান করে আউট হন। টি-২০ কেরিয়ারের প্রথম ৪টি ম্যাচের মধ্যে শুভমন একবার মাত্র ৩০ রানের গণ্ডি টপকাতে পেরেছেন। ৪টি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৭, ৫, ৪৬ ও ৭ রান। ছবি- এএফপি।
5/5বড় রানের টার্গেট তাড়া করতে নামলে পাওয়ার প্লে-তে যে রকম আগ্রাসী ব্যাটিং করা দরকার, রাঁচিতে ভারত তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। শুরুতেই পরপর উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি কমে। ইশান শেষ ৫টি টি-২০ ইনিংসে একবার মাত্র ৩০ রানের গণ্ডি টপকান। রাঁচিতে তিনি ৪ রান করে আউট হন। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ত্রিপাঠী। সুতরাং, চাপের মুখে ভারতের অনভিজ্ঞ টপ অর্ডার ব্যাটিংয়ের ভেঙে পড়ার প্রবণতা চোখে পড়ছে। ছবি- এপি।