আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে দাপুটে জয়ের সুবাদে অনবদ্য এক রেকর্ড গড়ে ভারত। এমন নজির আর কোনও দেশের নেই।
আসলে ছেলেদের ক্রিকেটে ঘরের মাঠে এটি ভারতের ৫০ নম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ ম্যাচ জয়। সেই নিরিখে টিম ইন্ডিয়া নিজেদের ডেরায় আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের হাফ-সেঞ্চুরি করল বলা যায়।
ভারতই প্রথম দল, যারা এই কৃতিত্ব অর্জন করে। আর কোনও দেশ নিজেদের মাঠে ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিততে পারেনি। এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা নিজেদের দেশে এখনও পর্যন্ত মোট ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা নিজেদের দেশে ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া নিজেদের ডেরায় ৩৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া রয়েছে যুগ্মভাবে তালিকার চার নম্বরে। অস্ট্রেলিয়ার মতোই ওয়েস্ট ইন্ডিজও নিজেদের মাঠে মোট ৩৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:- শেফালিদের বিশ্বজয়ের পিছনে মিতালি-ঝুলনদের অবদান কতটা, মনে করিয়ে দিলেন সচিন: Video
নিজেদের দেশে সব থেকে বেশি ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়:-
১. ভারত: ৫০টি
২. নিউজিল্যান্ড: ৪২টি
৩. দক্ষিণ আফ্রিকা: ৩৭টি
৪. অস্ট্রেলিয়া: ৩৬টি
৫. ওয়েস্ট ইন্ডিজ: ৩৬টি
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুভমন গিলের দুর্দান্ত শতরানের সুবাদে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। গিল ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া রাহুল ত্রিপাঠী ৪৪, সূর্যকুমার যাদব ২৪ ও হার্দিক পান্ডিয়া ৩০ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও ডারিল মিচেল।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ডারিল মিচেল ৩৫ ও মিচেল স্যান্টনার ১৩ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি নিউজিল্যান্ডের চারজন ব্যাটসম্যান।
ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। অর্শদীপ সিং ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। উমরান মালিক ২.১ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। শিবম মাভি ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন গিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup