রেকর্ডের ছড়াছড়ি বললে মোটেও ভুল বলা হয় না। ভারত-নিউজিল্যান্ড ২ ম্যাচের টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিন একাই গড়েন অন্তত একডজন নজির। অশ্বিনের ১২টি রেকর্ডের তালিকা দেখে নিন।
1/12ওয়াসিম আক্রম (৪১৪), হরভজন সিং (৪১৭) ও শন পোলককে (৪২১) টপকে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের তালিকায় ১২ নম্বরে উঠে আসেন রবিচন্দ্রন অশ্বিন (৪২৭)
2/12হরভজন সিংকে (৪১৭) টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিতে পরিণত হন অশ্বিন (৪২৭)। সামনে শুধু অনিল কুম্বলে (৬১৯) ও কপিল দেব (৪৩৪)।
3/12বিষেণ সিং বেদিকে (৫৭) টপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হয়েছেন রবিচন্দ্রন (৬৬)।
4/12ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে দু'দলের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন অশ্বিন (৬৬)। তিনি পিছনে ফেলে দেন রিচার্ড হ্যাডলিকে (৬৫)।
5/12অনিল কুম্বলের পর ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় বোলারে পরিণত হন অশ্বিন।
6/12এই নিয়ে মোট চারবার এক বছরে ৫০টির বেশি টেস্ট উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলারে পরিণত হন রবিচন্দ্রন। কুম্বলে ও হরভজন ৩ বার করে এমন কৃতিত্ব দেখিয়েছেন।
7/12অশ্বিনই প্রথম ভারতীয় বোলার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ বার কোনও বাঁ-হাতি ব্যাটসম্যানকে আউট করেন।
8/12এই নিয়ে ৯ বার টেস্টে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন অশ্বিন, যা জ্যাক কালিসের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ। মুরলিধরন সবথেকে বেশি ১১ বার টেস্টে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন।
9/12নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি ৩ বার টেস্টে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অশ্বিন। আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার মাখায়া এনতিনির। তিনি কিউয়িদের বিরুদ্ধে ২ বার টেস্ট সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন।
10/12ভারতের জয় তুলে নেওয়া টেস্টে সবথেকে বেশি ২৯৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। এর আগে অনিল কুম্বলে ২৮৮টি উইকেট নিয়েছেন ভারতের জেতা টেস্ট ম্যাচে।
11/12২০২১ সালে সবথেকে বেশি ৫২টি উইকেট নিয়েছেন অশ্বিন। টপকে গিয়েছেন শাহিন আফ্রিদিকে (৪৪)।
12/12একজন স্পিনার হয়েও টেস্টে সবচেয়ে বেশি বার বল হাতে ওপেন করার নজির গড়েছেন অশ্বিন। মোট ৪১ বার তিনি টেস্ট ক্রিকেটে বল হাতে ওপেন করেছেন। এই নজির আর কোনও স্পিনারের নেই।