প্রথম টেস্টে কানপুরে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পর দ্বিতীয় টেস্টে মুম্বইয়ে প্রথম দিনেও শুরুটা মন্দ করেনি নিউজিল্যান্ড। ১০০ রানের নীচেই ভারতের তিন উইকেট তুলে নেয় কিউয়িরা। তবে দিনের শেষে মায়াঙ্ক আগরওয়ালের শতরানে ভর করে ভারতীয় দল নিজেদের সামলে নেয়। এরপরেই কিউয়ি ম্যানেজমেন্টের এক বড় ভুল চিহ্নিত করেন আকাশ চোপড়া।
কানপুরে কাইল জেমিসন এবং টিম সাউদি ভাল বল করলেও ধারাভাষ্যকাররা বারংবার নিউজিল্যান্ড দলে পেসার নীল ওয়াগনারের না থাকা নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করেন। এরপর আশা ছিল অন্তত মুম্বইয়ের তুলনামূলক পেস সহায়ক পিচে কিউয়ি দলে ফিরবেন বাঁ-হাতি বোলার। তবে সে গুঢ়ে বালি। নিজেদের বোলিং কম্বিনেশনে কোনো পরিবর্তন করেনি কিউয়ি ম্যানেজমেন্ট। আজাজ প্যাটেল ছাড়া বাকি কিউয়ি স্পিনারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন আকাশ।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘দলে ওয়াগনার নেই কেন? সামারভিলকে নিশ্চয়ই ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে না। বোলার সামারভিলকে তো ভারতীয় ব্যাটাররা খুব সহজেই মাঠের বাইরে পাঠাতে সক্ষম। রচিন রবীন্দ্র একজন পার্ট-টাইম স্পিনার। একমাত্র আজাজ প্যাটেল ছাড়া কোনো বোলারই ভারতীয়দের চাপে ফেলতে ব্যর্থ হয়। আমার মতে ওয়াগনারকে না খেলানো মস্ত বড় একটা ভুল। মুম্বইয়ের বাউন্সি পিচে যেখানে সুইং এবং গতি দুইই আছে, সেখানে ওয়াগনারকে খেলনো উচিত ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।