বাংলা নিউজ > ময়দান > IND vs PAK Super 4: জাদেজার জায়গায় অক্ষর না অশ্বিন, কম্বিনেশন নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়

IND vs PAK Super 4: জাদেজার জায়গায় অক্ষর না অশ্বিন, কম্বিনেশন নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়

অক্ষর প্যাটেল, রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি- টুইটার।

চোট পেয়ে ছিটকে গিয়েছেন জাদেজা। তাই পাকিস্তান ম্যাচে তাঁর বদলে নতুন কাউকে মাঠে নামাতে হবে টিম ইন্ডিয়াকে।

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে মূলত ২টি জায়গা নিয়ে মাথা ব্যাথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রথমত, চোট পেয়ে ছিটকে যাওয়া জাদেজার বদলে কাকে খেলানো হবে? দ্বিতীয়ত, হার্দিক পান্ডিয়া দলে ফিরলে কাকে রিজার্ভ বেঞ্চে বসানো হবে? যদিও আরও একটি প্রশ্ন উঁকি দিচ্ছে অল্প-বিস্তর। প্রথম একাদশে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান বাছতে হলে ঋষভ পন্ত নাকি দীনেশ কার্তিক, কাকে জায়গা করে দেওয়া হবে?

আপাতত জাদেজার বদলে কাকে খেলাতে পারে ভারত, সেবিষয়ে প্রচ্ছন্ন একটা ইঙ্গিত দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। জাদেজার জায়গায় সরাসরি পান্ডিয়াকে মাঠে নামানোর বিকল্প খোলা রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। যদিও সেক্ষেত্রে একজন মাত্র স্পিনার নিয়ে মাঠে নামতে হবে রোহিতদের, পিচ ও পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী যেটা যথাযথ হবে না। তাই ভারত চাইছে জাদেজার বদলে একজন স্পিনারকেই  মাঠে নামাতে।

আরও পড়ুন:- India Probable XI: জাদেজার বদলে কে? জায়গা হবে পন্তের? দেখুন সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কোন ১১ জনকে খেলাতে পারে ভারত

এক্ষেত্রে ভারতের হাতে তিনটি বিকল্প রয়েছে। জাদেজার বদলি হিসেবে স্কোয়াডে ঢোকা অক্ষর প্যাটেল এবং আগে থেকেই স্কোয়াডে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও রবি বিষ্ণোইয়ের মধ্যে কোনও একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। ব্যাটের হাত যেহেতু ভালো, তাই অক্ষর বা অশ্বিন কোনও একজনকে বাছতে পারেন দ্রাবিড়রা। ভারতের হেড কোচের ইঙ্গিত যথাযথ হলে অশ্বিনকেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- T20 World Cup 2022: আশঙ্কার চোরা স্রোত ভারতীয় শিবিরে, টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা, রিপোর্ট

পাকিস্তান ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘অশ্বিনের মতো ক্রিকেটারের স্কোয়াডে থাকাটা দারুণ বিষয়, যে কিনা চার ওভার বল করার পাশাপাশি নীচের দিকে ব্যাটটাও করতে পারে। টি-২০ ম্যাচেও অফ-স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলে ভালো মানের অফ-স্পিনার রয়েছে। প্রয়োজন পড়লে আমরা আমাদের অফ-স্পিনারকে ব্যবহার করতে পারি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন