বিশ্বের সেরা টি২০ ব্যাটার বর্তমানে মহম্মদ রিজওয়ান। মাত্র ১৬ পয়েন্ট পিছনে ভারতের সূর্যকুমার যাদব। সূর্যের সঙ্গে লাগাতার তুলনা চলছে রিজওয়ানের। সূর্য অনেক বেশি আক্রমণাত্মক ধাঁচের ক্রিকেটার। এমন সব শট খেলছেন যেগুলি ক্রিকেটীয় পরিভাষায় নেই বললেই চলে। অন্যদিকে রিজওয়ান কিছুটা হলেও পুরনোপন্থী। ধীরে ধীরে ক্রিজে জমে যাওয়ার পর হাত খুলে মারতে বিশ্বাসী। তবে দুজনের পথ ভিন্ন হলেও দলের জন্য জয় অর্জন করতে সক্ষম হচ্ছেন। এবার সূর্যের সঙ্গে চলা তুলনা নিয়ে মুখ খুললেন মহম্মদ রিজওয়ান।
বাংলাদেশের বিরুদ্ধে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি। ক্রাইস্টচার্চের মাটিতে তাঁর এই ইনিংস বিশ্বকাপের আগে নিশ্চিত ভাবেই মনোবল বৃদ্ধিতে সক্ষম হবে। ম্যাচের পরেই সাংবাদিক সম্মলনে সূর্য নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। নিজের স্টাইলে বলেন, 'সূর্যকুমার যাদব ভালো প্লেয়ার। ও যেভাবে খেলে আমার খুব পছন্দ। তবে বিষয়টা হল মিডল অর্ডার আর ওপেনিং এক নয়। কোনও দিন এক নম্বর হওয়ার জন্য খেলিনি। দলের যা প্রত্যশা সেটাই পূর্ণ করতে চাই। এক নম্বর বা ম্যানের সেরা হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি এসব নিয়ে ভাবিই না।'
অনেক সময় তাঁকে মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়। সেটা নিয়েও সাফাই দিয়েছেন রিজওয়ান। তাঁর কথায়, পিচ অনুযায়ী খেলতে হয়। দলের যা প্রত্যাশা সেটা পূর্ণ করার জন্য কখনো ৬০ বলে ৪০ করতে হয়। ইউএই-তে খেলার সময় মোট স্কোর ১৪৫ হওয়াই সমস্যার হয় বলেও জানান তিনি।
বিশ্বকাপের আগে ভারতের আর কোনও খেলা নেই প্র্যাকটিস ম্যাচ ছাড়া। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। তাই রিজওয়ানের কাছে সুযোগ আছে সূর্যের সঙ্গে লিডটা আরো একটু বাড়িয়ে নেওয়ার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শনিবার যদিও মাত্র চার রানেই আউট হয়ে যান রিজওয়ান। সবমিলিয়ে ভারত-পাক লড়াইয়ের পাশাপাশি সূর্য ও রিজওয়ানের এই সেরার দ্বৈরথের নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ২৩ অক্টোবর বিশ্বকাপের শুরুতেই ভারত-পাকিস্তান মহারণ ঐতিহাসিক এমসিজি-তে। সেদিন শেষ হাসি কার হয়, সেটা অবশ্য যে কোনও পয়েন্ট তালিকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।