বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: ১০-১৫ রান কম করেছিলাম- হেরেও লোয়ার অর্ডার আর বোলারদের প্রশংসা বাবরের

IND vs PAK: ১০-১৫ রান কম করেছিলাম- হেরেও লোয়ার অর্ডার আর বোলারদের প্রশংসা বাবরের

বাবর আজম।

ভারতের বিপক্ষে এই শোচনীয় পরাজয়ের পর পাকজ অধিনায়ক বাবর আজম স্বীকার করেছেন যে, তাঁর দল ১০-১৫ রান কম করেছে। পাশাপাশি ব্যাখ্যা করেছেন যে, কেন তিনি স্পিনার মহম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করতে পাঠিয়েছিলেন।

রবিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ভারত এশিয়া কাপ ২০২২-এ তাদের অভিযান শুরু করেছে। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকল ম্যাচে। রবিবার কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের মধ্যে। তবে ২ বল বাকি থাকতেই ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয় ভারত। ভারতের বিপক্ষে এই শোচনীয় পরাজয়ের পর পাকজ অধিনায়ক বাবর আজম স্বীকার করেছেন যে, তাঁর দল ১০-১৫ রান কম করেছে। পাশাপাশি ব্যাখ্যা করেছেন যে, কেন তিনি স্পিনার মহম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করতে পাঠিয়েছিলেন।

আরও পড়ুন: একঘেয়ে ম্যাচে জয়ের থেকে এ রকম জিত বেশি গুরুত্বপূর্ণ- দাবি রোহিতের

ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘আমরা যে ভাবে শুরুতে বল করেছি, তা অসাধারণ। আমরা ১০-১৫ রান কম করেছিলাম। তবে বোলাররা দুর্দান্ত পারফর্ম করে ম্যাচে উত্তেজনা বাড়িয়েছিল। শেষ পর্যন্ত ভালো রান তুলে দলকে সাহায্য করে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। আমরা শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে চেয়েছিলাম, যার কারণে নওয়াজের ওভার শেষ পর্যন্ত থামানো হয়েছিল, চাপ তৈরি করার চেষ্টা ছিল কিন্তু হার্দিক ভালো ভাবে ম্যাচটি শেষ করেছে। নাসিম শাহ একজন তরুণ বোলার এবং ও দারুণ কাজ করেছে।’

আরও পড়ুন: ৩ বলে ৬ দরকার ছিল, অন্য কিছু তাই ভাবিনি- শেষ ওভারের পরিকল্পনা ফাঁস করলেন হার্দিক

টস হেরে ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৪৮ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান। পাকিস্তানের স্কোর ১৩০-এর কাছাকাছি শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ পর্যন্ত শাহনওয়াজ দাহানি ৬ বলে ১৬ রান করে দলকে নিয়ে যান ১৫০-এর কাছাকাছি।

রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। কেএল রাহুল গোল্ডেন ডাক করে আউট হন, অধিনায়ক রোহিত শর্মা ১৮ রান করেন। কোহলি শুরুটা খারাপ করেননি। কিন্তু তিনি ফের বড় স্কোর করতে ব্যর্থ হন। এবং ৩৪ বলে ৩৫ রান করে আউট হন। জাদেজা এর পর ৩৫ রানের অবদান রাখেন। শেষ পর্যন্ত হার্দিক ১৭ বলে অপরাজিত ৩৩ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জেতান।

বন্ধ করুন