দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের লড়াই টিম ইন্ডিয়ার। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের টি-২০ দল বিশ্বকাপের জন্য রওনা দিয়েছে অস্ট্রেলিয়ায়। স্বাভাবিকভাবেই ওয়ান ডে সিরিজে ভারত দ্বিতীয় সারির দল মাঠে নামাচ্ছে। যদিও শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের ওয়ান ডে স্কোয়াডকেও দুর্বল বলা যাবে না মোটেও। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হার মানতে হয় গব্বরদের।
ম্যাচের সেরা ক্লাসেন
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে অপরাজিত ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এনরিখ ক্লাসেন।
৯ রানে হার ভারতের
শেষ ওভারের শুরুতেই ওয়াইড বল করেন শামসি। প্রথম বলে ছক্কা মারেন স্যামসন। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর চার মারেন তিনি। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। পঞ্চম বলে ফের চার মারেন স্যামসন। শেষ বলে ১ রান নেন সঞ্জু। ওভারে মোট ২০ রান ওঠে। দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ২৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪০ রানে আটকে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। ২ বলে ৪ রান করেন রবি বিষ্ণোই। শামসি ৮ ওভারে ৮৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে যায়।
আবেশ খান আউট
৩৮.৫ ওভারে রাবাদার বলে বাভুমার হাতে ধরা পড়েন আবেশ খান। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন আবেশ। ভারত ২১৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই। তিনি মাঠে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন। তবে নো-বল হওয়ায় বেঁচে যান রবি। শেষ বলে ফ্রি-হিটে চার মারেন বিষ্ণোই। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২২০ রান। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ৩০ রান। রাবাদা ৮ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
কুলদীপ আউট
৩৭.৪ ওভারে এনগিদির বলে তেম্বা বাভুমার হাতে ধরা পড়েন কুলদীপ যাদব। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন কুলদীপ। ভারত ২১১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবেশ খান। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২১৩ রান। জয়ের জন্য ২ ওভারে ৩৭ রান দরকার টিম ইন্ডিয়ার। স্যামসন ৬৭ রানে ব্যাট করছেন। এনগিদি ৮ ওভারে ৫২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
শার্দুল ঠাকুর আউট
৩৭.৩ ওভারে লুঙ্গি এনগিদির বলে কেশব মহারাজের হাতে ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন ঠাকুর। ভারত ২১১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
৩ ওভারে ভারতের দরকার ৪৫
৩৭তম ওভারে কাগিসো রাবাদার বলে ৩টি চার মারেন শার্দুল ঠাকুর। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২০৫ রান। জয়ের জন্য ৩ ওভারে ৪৫ রান দরকার টিম ইন্ডিয়ার। স্যামসন ৬২ ও শার্দুল ৩৩ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি স্যামসনের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৯১ রান। জয়ের জন্য ৪ ওভারে ৫৯ রান দরকার টিম ইন্ডিয়ার। স্যামসন ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৬১ রান করেছেন। ২০ রানে ব্যাট করছেন শার্দুল। শামসি ৭ ওভারে ৬৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
কৃপণ বোলিং মহারাজের
৮ ওভারের বোলিং কোটা শেষ করেন কেশব মহারাজ। তিনি ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৯ রান। স্যামসন ৪১ রানে ব্যাট করছেন। শার্দুল ১৮ রান করেছেন।
বোলিং কোটা শেষ করলেন পার্নেল
৩৩তম ওভারে পার্নেলের বলে জোড়া বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪ রান। পার্নেল ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। স্যামসন ৩৯ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল ভারত
৩২ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৪ রান। জয়ের জন্য ৮ ওভারে ৯৬ রান দরকার টিম ইন্ডিয়ার। ৩০ রানে ব্যাট করছেন স্যামসন। ১৪ রানে ব্যাট করছেন শার্দুল ঠাকুর।
১০ ওভারে ভারতের দরকার ১০৫ রান
৩০ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ৫ উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১০৫ রান। ৩০ বলে ২৫ রান করেছেন সঞ্জু স্যামসন। ১২ বলে ১২ রান করেছেন শার্দুল ঠাকুর।
শ্রেয়স আইয়ার আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসলেন শ্রেয়স আইয়ার। ২৬.৪ ওভারে লুঙ্গি এনগিদির বলে কাগিসো রাবাদার হাতে সহজ ক্যাচ দিলেন তিনি। ৩৭ বলে ৫০ রান করেন আইয়ার। তিনি ৮টি চার মারেন। ভারত ১১৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ২৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১২২ রান। ১৩ ওভারে ১২৮ রান দরকার ভারতের।
হাফ-সেঞ্চুরি শ্রেয়সের
৮টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৮ রান। শ্রেয়স ৫০ ও স্যামসন ১৫ রানে ব্যাট করছেন। কেশব ৭ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১৫ ওভারে ভারতের দরকার ১৩৮
২৫ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১১২ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য শেষ ১৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৩৮ রান। শ্রেয়স ৪৫ ও স্যামসন ১৪ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। এনগিদির ওভারে ২টি চার মারেন শ্রেয়স। ওভারে মোট ১১ রান ওঠে। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। শ্রেয়স ২৩ বলে ৪০ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন। ১৩ বলে ১৩ রান করেছেন স্যামসন।
বাউন্ডারির হ্যাটট্রিক
২১তম ওভারে শামসির শেষ ৩টি বলে পরপর ৩টি চার মারেন শ্রেয়স আইয়ার। ওভারে মোট ১৪ রান ওঠে। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯০ রান। শ্রেয়স ১৭ বলে ২৯ রান করেছেন। ৮ রানে ব্যাট করছেন স্যামসন।
অর্ধেক ইনিংস শেষ
২০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৭৪ রান। শ্রেয়স ১৬ ও স্যামসন ৭ রানে ব্যাট করছেন।
শামসির ওভারে ১৫ রান তোলে ভারত
ব্যাট চালিয়ে চাপ কাটানোর চেষ্টা করছে ভারত। ১৯তম ওভারে শামসির বলে ১টি চার মারেন শ্রেয়স। ১টি ছক্কা মারেন স্যামসন। ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৬৬ রান।
ইশান কিষাণ আউট
১৭.১ ওভারে কেশব মহারাজের বলে ১ রান নিয়ে ভারতকে ৫০ রানে পৌঁছে দেন ইশান কিষাণ। তবে ওভারের চতুর্থ বলে মালানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২০ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ৫১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ওভারের শেষ বলে সঞ্জুকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মদনগোপাল। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। বল ব্যাটের কানায় লেগে স্যামসনের প্যাডে লেগেছিল।
রুতুরাজ গায়কোয়াড় আউট
১৬.৪ ওভারে তাবরাইজ শামসির বলে রুতুরাজ গায়কোয়াড়কে স্টাম্প আউট করেন কুইন্টন ডি'কক। ৪২ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন গায়কোয়াড়। তিনি ১টি চার মারেন। ভারত ৪৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৯ রান। ইশান ১৯ রানে ব্যাট করছেন।
রান-আউট হতে হতে বাঁচলেন রুতুরাজ
১৫ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ২ উইকেটে ৪৫ রান। ১৫তম ওভারে এনগিদির বলে ১টি করে চার মারেন রুকুরাজ ও ইশান। ওভারের শেষ বলে রান-আউট হতে হতে বাঁচেন গায়কোয়াড়। নন-স্ট্রাইকার প্রান্তে ফিল্ডারের ছোঁড়া বল স্টাম্পে লাগলেই সাজঘরে ফিরতে হত রুতুরাজকে। ইশান ৩০ বলে ১৮ রান করেছেন। রুতুরাজ ৩৭ বলে ১৭ রান করেছেন।
টেস্টের গতিতে রান তুলছে ভারত
১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৩০ রান। অর্থাৎ, ওভার প্রতি আড়াই রান সংগ্রহ করেছে ভারত। ২০ বলে ১২ রান করেছেন ইশান কিষাণ। ২৯ বলে ৮ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৪ রান। ইশান কিষাণ ১৬ বলে ১০ রান করেছেন। ২১ বলে ৬ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়।
প্রথম পাওয়ার প্লে-র খেলা শেষ
প্রথম পাওয়ার প্লে-র ৮ ওভারে ভারত দুই ওপেনারের উইকেট হারিয়ে মাত্র ১৮ রান সংগ্রহ করেছে। কার্যত টেস্টের গতিতে রান তুলছে টিম ইন্ডিয়া। ইশান কিষাণ ১২ বলে ৯ রান করেছেন। ১৩ বলে ১ রান করেছেন রুতুরাজ। পার্নেল ৪ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রাবাদা ৪ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন।
শিখর ধাওয়ান আউট
৫.১ ওভারে ওয়েন পার্নেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ১৬ বলে ৪ রান করেন তিনি। ভারত ৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ভারত ২৫ বল পরে রান সংগ্রহ করে। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১২ রান।
টানা তিন ওভার মেডেন
টানা তিন ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। তৃতীয় ও পঞ্চম ওভারে রাবাদা মেডেন নেন। চতুর্থ ওভারে পার্নেল কোনও রান খরচ করেননি। টানা ২০টি বলে ভারত কোনও রান যোগ করেনি স্কোরবোর্ড।
শুভমন গিল আউট
২.৪ ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৭ বলে ৩ রান করেন তিনি। ভারত ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। রাবাদা ২ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
টিম ইন্ডিয়ার রান তাড়া শুরু
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ধাওয়ান। প্রথম ওভারে ৫ রান ওঠে।
ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা
নির্ধারিত ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটের বিনিময়ে ২৪৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ২৫০। এনরিখ ক্লাসেন ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। ডেভিড মিলার ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭৫ রান করে নট-আউট থাকেন। সিরাজ ৮ ওভারে ৪৯ রান খরচ করেও উইকেট পাননি।
খরুচে বোলিং রবির
কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে রবি বিষ্ণোই ৮ ওভারের বোলিং কোটায় ৬৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ২৪০ রান। ক্লাসেন ৭৪ ও মিলার ৬৬ রানে ব্যাট করছেন।
ক্লাসেন ও মিলারের জোড়া ক্যাচ মিস
৩৭.১ ওভারে আবেশের বলে ক্লাসেনের ক্যাচ ছাড়লেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলে মিলারের ক্যাচ ধরতে পারেননি রবি বিষ্ণোই। তৃতীয় বলে ইশান কিষাণের মিস ফিল্ডের জন্য চার রান উপহার পান মিলার। চতুর্থ বলে ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১৬ রান ওঠে। ৩৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৩১ রান। মিলার ৬৫ ও ক্লাসেন ৬৭ রানে ব্যাট করছেন। আবেশ ৮ ওভারে ৫১ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।
হাফ-সেঞ্চুরি ক্লাসেনের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এনরিখ ক্লাসেন। তিনি ৩৬তম ওভারের শেষ বলে আবেশকে ছক্কা হাঁকান। ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ২০৭ রান। ক্লাসেন ৫৭ ও মিলার ৫১ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি মিলারের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুকি পূর্ণ করেন ডেভিড মিলার। ৩৫.২ ওভারে আবেশের বলে ১ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
বোলিং কোটা শেষ করেন শার্দুল
৮ ওভারের বোলিং কোটায় ১টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটের বিনিময়ে ১৯৫ রান সংগ্রহ করেছে। মিলার ৪৯ ও ক্লাসেন ৪৮ রানে ব্যাট করছেন।
বোলিং কোটা শেষ করলেন কুলদীপ
৮ ওভারের বোলিং কোটা শেষ করলেন কুলদীপ যাদব। তিনি ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৮৪ রান। মিলার ৪১ ও ক্লাসেন ৪৬ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় পাওয়ার প্লে-র খেলা শেষ
দ্বিতীয় পাওয়ার প্লে-র খেলা শেষ। ৩২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৭৯ রান। মিলার ৩৯ ও ক্লাসেন ৪৩ রানে ব্যাট করছেন।
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে। ক্লাসেন ৩৮ বলে ৩৯ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন ডেভিড মিলার। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
২৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ২৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ৫৫ রান। মিলার ২৭ ও ক্লাসেন ৩১ রান করেছেন। বিষ্ণোই ৭ ওভারে ৬১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ ৬ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন মিলার
২৫ ওভারের খেলা শেষ। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলেছে। মিলার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২০ রান করেছেন। ২৫ বলে ২০ রান করেছেন ক্লাসেন। তিনি ৩টি চার মেরেছেন। বিষ্ণোই ৫ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ ৫ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন।
ডি'কককে ফেরালেন বিষ্ণোই
২২.২ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কুইন্টন ডি'কক। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। কুইন্টন ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকা ১১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১১৬ রান। ক্লাসেন ১৯ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল দক্ষিণ আফ্রিকা
২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১০৫ রান। সিরাজের ওভারের শেষ বল ক্লাসেনের ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের নাগাল এড়িয়ে বাউন্ডারিতে চলে যায়।
অর্ধেক ইনিংস শেষ
৪০ ওভারের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ৯২ রান সংগ্রহ করেছে। ৪৫ বলে ৪০ রান করেছেন কুইন্টন ডি'কক। তিনি ৪টি চার মেরেছেন। ১৭ বলে ১৩ রান করেছেন ক্লাসেন। তিনি ২টি চার মেরেছেন।
মার্করামকে ফেরালেন কুলদীপ
১৫.৬ ওভারে কুলদীপ যাদব বোল্ড করেন এডেন মার্করামকে। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ৭১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন।
বাভুমাকে ফেরালেন শার্দুল
১৪.৬ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেম্বা বাভুমা। ১২ বলে ৮ রান করেন প্রোটিয়া দলনায়ক। তিনি ২টি চার মারেন। দক্ষিণ আফ্রিকা ৭০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় দক্ষিণ আফ্রিকা। ওভারে ২টি চার মারেন বাভুমা। মোট ১৬ রান ওঠে ওভারে। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬৫ রান। ডি'কক ২৭ রানে ব্যাট করছেন।
মালানকে ফেরালেন শার্দুল
১২.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন জানেমন মালান। ৪২ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তেম্বা বাভুমা। ওভারে কোনও রান দেননি শার্দুল।
জোড়া বাউন্ডারিতে বিষ্ণোইকে ওয়ান ডে ক্রিকেটে স্বাগত
কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোই ইনিংসের দশম ওভারে প্রথমবার বল করতে আসেন। প্রথম বলেই চার মারেন কুইন্টন ডি'কক। তৃতীয় বলে আরও ১টি চার মারেন তিনি। ওভারে মোট ১০ রান ওঠে। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৪১ রান। ডি'কক ২১ ও মালান ১৯ রানে ব্যাট করছেন।
মালানের ক্যাচ ছাড়লেন গিল
৮.২ ওভারে শার্দুল ঠাকুরের বলে স্লিপে জানেমন মালানের সহজ ক্যাচ ছাড়েন শুভমন গিল। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে।
প্রথম পাওয়ার প্লের খেলা শেষ
৮ ওভারের প্রথম পাওয়ার প্লের খেলা শেষ। দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছেন। ৩০ বলে ১৭ রান করেছেন জানেমন মালান। ১৮ বলে ১০ রান করেছেন কুইন্টন ডি'কক। আবেশ ৪ ওভারে ১৫ ও সিরাজ ৪ ওভারে ১৩ রান খরচ করেছেন।
সতর্ক শুরু দক্ষিণ আফ্রিকার
৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ১৮ রান সংগ্রহ করেছে। জানেমন মালান ১৯ বলে ১০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। কুইন্টন ডি'কক ১১ বলে ৮ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। সিরাজ ৩ ওভারে ১১ রান খরচ করেছেন। আবেশ ২ ওভারে ৭ রান দিয়েছেন।
প্রথম বাউন্ডারি দক্ষিণ আফ্রিকার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আবেশ খান। পঞ্চম বলে চার মারেন কুইন্টন ডি'কক। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৮ রান।
পরিবর্তিত প্লেয়িং কন্ডিশন
৪০ ওভার প্রতি ইনিংসের ম্যাচ। একজন বোলার সর্বোচ্চ ৮ ওভার বল করতে পারবেন। প্রথম পাওয়ার প্লে ৮ ওভারের। পাওয়ার প্লে টু ৯ থেকে ৩২ ওভার পর্যন্ত। পাওয়ার প্লে থ্রি ৩৩ থেকে ৪০ ওভার পর্যন্ত।
ম্যাচ শুরু
ডি'কককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জানেমন মালান। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হতে হতে বেঁচে যান মালান। চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন তিনি। প্রথম ওভারে ২ রান ওঠে।
ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক দুই ক্রিকেটারের
টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার ওয়ান ডে খেলার সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড় ও রবি বিষ্ণোই। আপাতত শিকে ছিঁড়ল না বাংলার শাহবাজ আহমেদের ভাগ্যে।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
জানেমন মালান, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), এডেন মার্করাম, এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।
ভারতের প্রথম একাদশ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান ও মহম্মদ সিরাজ।
টস জিতলেন ধাওয়ান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে শিখর ধাওয়ান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। সুতরাং, লখনউয়ে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
৩টে ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে পারে টস
ফের বৃষ্টি না হলে ৩টে ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে পারে টস। ম্যাচ শুরু হবে ৩টে ৪৫ মিনিটে। ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়িয়েছে ৪০ ওভার প্রতি ইনিংসে।
পরিবর্তিত সময়েও অনুষ্ঠিত হয়নি টস
বোর্ডের তরফে জানিয়ে দেওয়া সময়েও অনুষ্ঠিত হয়নি টস। পরে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়ে দেয়, আরও পিছিয়ে দেওয়া হয়েছে টসের সময়।
ম্যাচ শুরু নিয়ে মিলল আপডেট
ফের বৃষ্টি না হলে টস অনুষ্ঠিত হবে ২টো ৪৫ মিনিটে। ম্যাচ শুরু হবে ৩টে থেকে। এমনটাই আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্
টস নিয়ে আপডেটের মাঝেই ফের বৃষ্টি
বৃষ্টি থামার পরে কভার সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছিস। জানা গিয়েছিল যে, টস অনুষ্ঠিত হবে দুপুর ২টো ৩০ মিনিটে। যদিও তার মাঝেই ফের বৃষ্টি নামে।
কাজ চালাচ্ছে সুপার সপার
মাঠ থেকে জমা জল তুলে ফেলতে নিরন্তর কাজ চালাচ্ছে সুপার সপার। যদিও কখন খেলা শুরু করা যাবে, তা নিয়ে কোনও আপডেট মেলেনি। তবে আশার কথা এই যে, এখনও পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়ায়নি। তাই আশা করা যাচ্ছে যে, ম্যাচ আয়োজন করতে অসুবিধা হবে না।
আরও দীর্ঘ হল ম্যাচ শুরুর আপেক্ষা
ফের বৃষ্টি নেমেছে লখনউয়ে। ঢাকা পড়েছে পিচ। ফলে ফের পিছিয়ে দিতে হয়েছে ম্যাচ শুরুর সময়। যদিও কখন টস অনুষ্ঠিত হবে, তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠ পরিদর্শ করে তবেই জানাবেন, কখন শুরু হবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার (ভাইস ক্যাপ্টেন), আবেশ খান, দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ (উইকেটকিপার), কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, রজত পতিদার, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, শুভমন গিল, শার্দুল ঠাকুর ও রাহুল ত্রিপাঠী।
পিছিয়ে গিয়েছে টস
লখনউয়ে হালকা বৃষ্টির জন্য ৩০ মিনিট পিছিয়ে গিয়েছে ম্যাচ শুরুর সময়। সঙ্গত কারণেই টসও পিছিয়ে গিয়েছে আধ ঘণ্টা। পরিবর্তিত সময় অনুযায়ী ম্যাচ শুরু দুপুর ২টোয়। টস ১টা ৩০ মিনিটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।