বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ‘আর্শদীপের উন্নতিতে হাত রাবাডার!’- IPL-এই মন পড়ে আছে নাকি রাহুলের?

IND vs SA: ‘আর্শদীপের উন্নতিতে হাত রাবাডার!’- IPL-এই মন পড়ে আছে নাকি রাহুলের?

আর্শদীপ সিং-এর প্রশংসায় পঞ্চমুখ কেএল রাহুল।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন আর্শদীপ সিং। পর পর সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক, রিলি রোসৌ এবং ডেভিড মিলার। বাঁ-হাতি জোরে বোলার নিজের প্রথম ওভারেই কার্যত ম্যাচের হিসেবটা স্পষ্ট করে দেন।

জাতীয় দলে ভুবনেশ্বর কুমারের জায়গাটা আরও নড়বড়ে করে দিলেন আর্শদীপ সিং। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আর্শের দুরন্ত পারফরম্যান্সে মজেছেন ক্রিকেট প্রেমীরা। একই ওভারে তিনটে উইকেট নিয়ে প্রোটিয়াদের ভিতটাই একেবারে নাড়িয়ে দিলেন আর্শদীপ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন আর্শদীপ সিং। পর পর সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক, রিলি রোসৌ এবং ডেভিড মিলার। বাঁ-হাতি জোরে বোলার নিজের প্রথম ওভারেই কার্যত ম্যাচের হিসেবটা স্পষ্ট করে দেন।

ম্যাচের শেষ আর্শদীপের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত রাহুল বলেন, ‘ও (আর্শদীপ) প্রতিটি খেলায় নিজেকে মেলে ধরছে এবং প্রতিটি ম্যাচে ও আরও ভালো করার চেষ্টা করে চলেছে এবং করছেও। ও সে এমন, যার মস্ত একটা মন আছে। এবং আইপিএলের সময়ে ওকে আমি খুব কাছ থেকে দেখেছি।’

প্রসঙ্গত আইপিএলের টিম পঞ্জাব কিংসে কেএল রাহুলের অধিনায়কত্বে খেলেছেন আর্শদীপ। ২০২২ আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পান আর্শদীপ।

আরও পড়ুন: ম্যাচের সেরা হলে কী বলব, সেটা নিয়ে খুব উত্তেজিত ছিলাম, অকপট স্বীকারোক্তি আর্শের

সেই কথা মনে রেখে রাহুল বলেন, ‘এই মরসুমে ও ওর ফ্র্যাঞ্চাইজির জন্য যা করেছে, তা অসাধারণ ছিল। এবং একটি দলের এক নম্বর ডেথ বোলার হওয়ার জন্য রাবাডা ওকে খুব সাহায্য করেছে। আমরা সব সময়ে একজন বাঁ-হাতি সিমার চাই এবং আর্শদীপের মতো কাউকে পাওয়াটা দারুণ বিষয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের টি-টোয়েন্টি সিরিজে আর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর এই সিরিজে ভুবনেশ্বর কুমারকে দলে না রেখে আর্শদীপকে নেওয়া হয়েছে। আর ভুবির পরিবর্তে একাদশে ঢুকেই দুরন্ত পারফরম্যান্স করলেন আর্শদীপ।

আরও পড়ুন: এই পিচে ১০৭ তাড়া করা কঠিন ছিল- দাবি রোহিতের, পিচ নিয়ে বিরক্ত বাভুমাও

বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৫ বলে ৪১ রান করেন কেশব মহারাজ। এ ছাড়া এডেন মার্করামের ২৫ (২৪ বলে) এবং ওয়েন পার্নেলের ২৪ (৩৭ বলে) ছাড়া বাকিদের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছয়নি। ডাক করেছেন চার জন ব্যাটার। কেশব মহরাজ ৪১ রানের ইনিংস না খেললে, দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০ পার করত কিনা, সন্দেহ রয়েছে। আর্শদীপ সিং ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারে বল করতে এসেই তাঁর ৩ উইকেট প্রোটিয়াদের মেরুদণ্ড ভেঙে দেয়। এ ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং হার্ষাল প্যাটেল। অক্ষর প্যাটেল নিয়েছেন ১ উইকেট।

রান তাড়া করতে নেমে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব মিলিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। ৫৬ বলে ৫১ করেন অপরাজিত থাকেন রাহুল। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য। এ দিন অবশ্য রোহিত শর্মা (২ বলে ০) এবং বিরাট কোহলি (৯ বলে ৩) ব্যর্থ হয়েছেন। যাইহোক ভারত ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে ফেলে। ২০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ই দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নেবে জনগণ: শুভেন্দু বউ বলছে পাসওয়ার্ড 'বলব না', রাগে নিজের পরকীয়ার কথা বলেই ফেলল 'নন্দিনী'র বর! ফোনে লাদেনের ছবি, কিংবা ISIS পতাকা থাকা মানেই সে জঙ্গি নয়, জানাল হাইকোর্ট রবীন্দ্রজয়ন্তীতে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে একসঙ্গে নাচ, কাছাকাছি অনিকেত-শ্যামলী কেশপুরে খুন হতে পারে BJP কর্মী, আশঙ্কা দেবের! পাল্টা FIR করার হুমকি হিরণের ‘‌অধীর চৌধুরী এখানে তিন নম্বর হবেন’‌, বহরমপুরে দাঁড়িয়ে ভবিষ্যদ্বানী করলেন অভিষেক অসমের ডিটেনশন ক্যাম্পের ভুয়ো ছবি বানিয়ে পোস্টার ছাপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মাধ্যমিকে ৬, উচ্চমাধ্যমিকে ৬, মেধাতালিকা মানেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়! মমতা আর পুলিশ ছাড়া বঙ্গবাসীকে রাজভবনের সিসি ফুটেজ দেবেন বোস, কীভাবে পাবেন এটা? টসে জিতল Lucknow Super Giants , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.